IPL 2025: আগামী ২২ তারিখ থেকে শুরু হচ্ছে আইপিএলের (IPL) অষ্টাদশতম মরসুম। পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স অভিযান শুরু করছে রবিবার ২৩ মার্চ। ২০২০’র পর একবারও ট্রফির ধারেকাছে পৌঁছতে পারে নি মুম্বই। শেষ তিন বছরের মধ্যে দুই বার থাকতে হয়েছে পয়েন্ট টেবিলের একদম নীচে। ব্যর্থতার অন্ধকার কাটিয়ে এবার আলোয় ফিরতে মরিয়া ফ্র্যাঞ্চাইজি। গত বছর অধিনায়ক বদল নিয়ে সমস্যা দেখা গিয়েছিলো দলের অন্দরে। সাজঘরের ফাটল চলে এসেছিলো প্রকাশ্যে। এবার সেই অন্তর্দ্বন্দ্ব ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে প্রস্তুত ক্রিকেটাররা। প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স (MI) নামতে চলেছে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। প্রতিযোগিতার দুই সফলতম ফ্র্যাঞ্চাইজির লড়াই নিয়ে ইতিমধ্যেই তুঙ্গে আগ্রহ। অ্যাওয়ে ম্যাচে অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) পাচ্ছে না মুম্বই ইন্ডিয়ান্স। যা মাঠে নামার আগে একটু হলেও চাপে রেখেছে আম্বানিদের দলকে।
Read More: IPL 2025: বাদ হার্দিক পান্ডিয়া, চেন্নাইয়ের বিরুদ্ধে নতুন অধিনায়ক ঘোষণা করলো মুম্বই ইন্ডিয়ান্স !!
নেই হার্দিক, অধিনায়কত্ব করবেন সূর্য-

মরসুমের প্রথম ম্যাচেই অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) পাচ্ছে না মুম্বই ইন্ডিয়ান্স। ফিটনেস নিয়ে কোনো সমস্যা নেই তারকা অলরাউন্ডারের। স্লো ওভার-রেটের জন্য একটি ম্যাচে নির্বাসিত তিনি। গত মরসুমের শেষ ম্যাচটিতে নির্দিষ্ট সময়ের মধ্যে ২০ ওভার সম্পূর্ণ করতে পারেন নি মুম্বইয়ের বোলাররা। দলের তৃতীয় অপরাধ হওয়ার দরুণ নির্বাসনের শাস্তি ভোগ করতে হচ্ছে পান্ডিয়াকে। এছাড়াও নেই-এর তালিকাটা বেশ দীর্ঘ মুম্বই ইন্ডিয়ান্সের (MI)। পিঠের চোট এখনও সারে নি জসপ্রীত বুমরাহ’র। বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে রিহ্যাব চালাচ্ছেন তিনি। এখনও মেলে নি মাঠের নামার সবুজ সংকেত। ফলে আইপিএলের (IPL) প্রথম ম্যাচে খেলা হচ্ছে না তাঁর। হয়ত এপ্রিলের মাঝামাঝি সময় ফিরতে পারেন তিনি। ইতিমধ্যে চোটের জন্য ছিটকে গিয়েছেন লিজাড উইলিয়ামস ও আল্লাহ গজনফরও।
চেন্নাইয়ের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স দলের নেতার পদে দেখা যাবে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav)। গতকাল এক অনুষ্ঠানে কার্যনির্বাহী অধিনায়কের নাম ঘোষণা করেন খোদ হার্দিকই। নির্বাসনের শাস্তি পেয়ে তিনি যে খুশি নন, স্পষ্ট করেন তাও। জানিয়েছেন, “এটা আমার হাতে নেই। গত বছর যেটা ঘটেছিলো সেটা খেলারই অঙ্গ। আমরা দেড়-দুই মিনিট দেরিতে অন্তিম ওভারটা শেষ করেছিলাম। তার ফলাফল কি হতে পারে সেই সময় আমি জানতাম না। এটা দুর্ভাগ্যজনক। কিন্তু নিয়ম যেটা সেটা মানতেই হবে। আগামী বছর এই নিয়মটা থাকবে নাকি থাকবে না সেটা কর্তৃপক্ষের ব্যাপার। কি করলে ভালো হয় ওনারাই বুঝবেন।” নেতৃত্ব প্রসঙ্গে জানান, “সূর্য অবশ্যই ভারতকে (টি-২০তে) নেতৃত্ব দেয়। আমি না থাকলে এই ফর্ম্যাটে ও’ই আদর্শ বিকল্প।” ২০২৩এর আইপিএলে (IPL) একটি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন সূর্য। ওয়াংখেড়েতে সেদিন জিতেছিলো মুম্বই।
সুযোগ পেতে পারেন অর্জুন তেন্ডুলকর-

হার্দিক পান্ডিয়া না খেলায় প্রথম একাদশে যে শূন্যতা সৃষ্টি হবে তা পূরণে অর্জুন তেন্ডুলকরের (Arjun Tendulkar) উপর আস্থা রাখতে পারেন কোচ মার্ক বাউচার। পেস বোলিং অলরাউন্ডার হিসেবে তিনিই হতে পারেন হার্দিকের আদর্শ বিকল্প। ২০২৩-এ ৪ ম্যাচ খেলেছিলেন অর্জুন। ৩ উইকেট পান শচীন তেন্ডুলকরের পুত্র। ২০২৪-এর আইপিএলে (IPL) তাঁকে একটিমাত্র ম্যাচে মাঠে নামানো হয়েছিলো। কোনো উইকেট পান নি বাম হাতি মিডিয়াম পেসার। এখনও অবধি একটিমাত্র ইনিংসে ব্যাটিং-এর সুযোগ পেয়েছেন অর্জুন (Arjun Tendulkar)। করেছেন ১৩ রান। চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচটি তাঁর কাছে প্রতিভার স্বাক্ষর রাখার বড় সুযোগ হতে পারে। ধোনি-ঋতুরাজদের বিপক্ষে ভালো পারফর্ম্যান্স করলে একাদশে নিয়মিতও হয়ে উঠতে পারেন তিনি। বুমরাহবিহীন মুম্বই বোলিং আক্রমণ কি ভাবে সাজায় তা নিয়েও কৌতূহল রয়েছে। দীপক চাহারের সাথে দেখা যেতে পারে রিস টপলিকে।
মুম্বইয়ের সম্ভাব্য একাদশ-
রোহিত শর্মা, রায়ান রিক্লটন ✈️, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), উইল জ্যাকস ✈️, রবিন মিঞ্জ (উইকেটরক্ষক), মিচেল স্যান্টনার ✈️, অর্জুন তেন্ডুলকর, দীপক চাহার, রিস টপলি ✈️, কর্ণ শর্মা।