IPL 2025: নিলামের আগেই চমক দিচ্ছে চেন্নাই, ছিনিয়ে নিচ্ছে RCB-র সেরা অস্ত্র’কে !! 1

IPL 2025: মেয়েরা পারলেও ব্যর্থ হয়েছেন ছেলেরা। ২০২৪-এ উইমেন্স প্রিমিয়ার লীগের ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মহিলা দল। কিন্তু আইপিএলে (IPL) পুরুষদের ভাগ্যে জুটেছে সেই হতাশাই। বিরাট কোহলি, ফাফ দু প্লেসিরা টুর্নামেন্টের শুরুটা করেছিলেন খুবই খারাপ ভাবে। প্রথম আট ম্যাচের মধ্যে হারতে হয়েছিলো ৭টি। পরে অবশ্য ঘুরে দাঁড়িয়েছিলো বেঙ্গালুরু (RCB)। অসামান্য পারফর্ম্যান্স করে জিতে নিয়েছিলো টানা ৬ ম্যাচ। ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফের টিকিট’ও অর্জন করে নিয়েছিলেন বিরাট’রা। কিন্তু হয় নি শেষরক্ষা। এলিমিনেটর ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে হারে স্বপ্ন ভাঙে তাদের। পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন মরসুমে নতুন উদ্যমে ঝাঁপাতে চাইছে বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি। দল কি হবে তা জানা যাবে মেগা অকশনের পর। সেই স্কোয়াডে উইকেটরক্ষক অনুজ রাওয়াত থাকবেন না বলে মত বিশেষজ্ঞদের।

Read More: TOP 3: বাংলাদেশের বিরুদ্ধে প্রাপ্য ছিলো না সুযোগ, নির্বাচকদের ভুলে স্কোয়াডে ঠাঁই পেয়েছেন এই ৩ খেলোয়াড় !!

চেন্নাইতে যোগ দিতে চান অনুজ-

Anuj Rawat | IPL | Image: Getty Images
Anuj Rawat | Image: Getty Images

২০২১ সালে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল (IPL) অভিযান শুরু করেছিলেন অনুজ রাওয়াত (Anuj Rawat)। ২০২২ সালে যোগ দেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। তিন মরসুম সেখানেই রয়েছেন তিনি। বিরাট কোহলির দলের হয়ে মাঠে নামার সুযোগ পেয়েছেন ২২টি ম্যাচে। সাধারণত লোয়ার অর্ডারে ‘ফিনিশার’ হিসেবেই দেখা গিয়েছে তাঁকে। প্রতিভার স্বাক্ষর’ও রেখেছেন মাঝেমধ্যে। চেন্নাইয়ের বিরুদ্ধে গত মরসুমে করেছিলেন ৪৮, ২০২২-এ একটি ৬৬ রানের ইনিংস’ও এসেছিলো তাঁর ব্যাট থেকে। এখনও পর্যন্ত চার বছরের আইপিএল (IPL) কেরিয়ারে ২৪ ম্যাচে প্রায় ২০ গড়ে ৩১৮ রান করেছেন অনুজ। স্ট্রাইক রেট ১২০-এর আশেপাশে।

দীনেশ কার্তিক (Dinesh Karthik) সরে দাঁড়ানোর পর উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে আরসিবি’তে দীর্ঘমেয়াদী কেরিয়ার গড়ার সুযোগ আসতে পারত অনুজ রাওয়াতের (Anuj Rawat) সামনে, কিন্তু মেগা অকশন ওলটপালট করে দিয়েছে যাবতীয় হিসেবনিকেশ। দলের অধিকাংশ সদস্যকেই যে ছেড়ে দিতে বাধ্য হবে ফ্র্যাঞ্চাইজি, তা বিলক্ষণ বুঝছেন অনুজ। তাই সংবাদমাধ্যম’কে জানিয়ে রেখেছেন বিকল্প পরিকল্পনার কথা। অনুজ বলেছেন, “যদি আরসিবি’র হয়ে খেলতে না পারি, তাহলে আমি চাইবো সিএসকে’তে যোগ দিতে।” সরে দাঁড়াতে পারেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। যদি সুপার কিংস স্কোয়াডে ঠাঁই হয় অনুজের, তাহলে নিজেকে উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে প্রতিষ্ঠা করার যথেষ্ট সুযোগ পাবেন তিনি।

ধোনির উত্তরসূরি হিসেবে পন্থ পছন্দ CSK-র?

MS Dhoni and Rishabh Pant | IPL | Image: Getty Images
MS Dhoni and Rishabh Pant | Image: Getty Images

২০২৫-এর আইপিএলের (IPL) সময় মহেন্দ্র সিং ধোনি’র (MS Dhoni) বয়স দাঁড়াবে প্রায় ৪৩। আদৌ তিনি মাঠে নামবেন কিনা তা নিয়ে কোনো নিশ্চয়তা নেই। তাই নিলামের আগেই একজন তারকা উইকেটরক্ষক-ব্যাটার’কে কিংবদন্তির উত্তরসূরি হিসেবে চিহ্নিত করে রাখতে চাইছে চেন্নাই সুপার কিংস। ক্রিকেটমহলে জোর গুঞ্জন যে ঋষভ পন্থকে (Rishabh Pant) মনে ধরেছে পাঁচ বারের আইপিএল জয়ীদের। ২০১৬ থেকে দিল্লী ক্যাপিটালসের হয়ে আইপিএল (IPL) খেলছেন পন্থ। একবার ট্রফি জিততে পারেন নি। সাফল্যের সন্ধানে দলবদলের কথা নাকি ভাবছেন তিনিও। সেই সুযোগেরই সদ্ব্যবহার করার আশায় সুপার কিংস শিবির। ট্রেডিং উইন্ডো খুললে সোয়্যাপ বা ক্যাশ-অনলি চুক্তিতে ঋষভকে সই করানোর চেষ্টা করতে পারে তারা।

Also Read: IPL 2025: মুম্বই ইন্ডিয়ান্সকে বিদায় জানাচ্ছেন সূর্যকুমার, এই নতুন দলে সামলাবেন অধিনায়কের দায়িত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *