IPL 2025: ৩০ লাখেই মিললো রিঙ্কুর আদর্শ বিকল্প, ২৫৩ স্ট্রাইক রেটে খেললেন ধুন্ধুমার ইনিংস !! 1

IPL 2025: আইপিএল মানেই প্রতিভাদের আত্মপ্রকাশের মঞ্চ। ২০০৮ থেকে দেশের বিভিন্ন প্রান্তের বহু নাম না জানা মুখকে রাতারাতি তারকা বানিয়ে দিয়েছে বিসিসিআই আয়োজিত এই ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগ। আইপিএল (IPL) থেকেই উঠে এসেছেন রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, হার্দিক পাণ্ডিয়া, ক্রুণাল পাণ্ডিয়াদের মত ক্রিকেটাররা। এবার অষ্টাদশতম মরসুমে পা দিয়েছে এই টুর্নামেন্ট। সবে এক সপ্তাহ হয়েছে প্রতিযোগিতার। এর মধ্যেই একাধিক তরুণ তুর্কিকে দেখা গিয়েছে ক্রিকেটমহলের চর্চার কেন্দ্রে জায়গা করে নিতে। দিল্লী ক্যাপিটালসের জার্সিতে নজর কেড়েছেন বিপ্রজ নিগম (Vipraj Nigam), মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে বল হাতে সকলকে চমকে দিয়েছেন কেরলের ভিগনেশ পুথুর (Vignesh Puthur)। উঠতি প্রতিভাদের তালিকায় স্থান করে নিয়েছেন সানরাইজার্সের অনিকেত ভার্মা’ও (Aniket Verma)। তাঁর ফিনিশিং দক্ষতা মুগ্ধ করেছে সকলকে। রিঙ্কু সিং-কে ছাপিয়ে যেতে পারেন অনিকেত, মনে করছেন কেউ কেউ।

Read More: IPL 2025: ‘অবিক্রিত’ তকমা মুছে ছিনিয়ে নিলেন পার্পল ক্যাপ , আইপিএলে নতুন রূপকথা লিখলেন শার্দুল!!

পড়তির দিকে রিঙ্কুর ফর্ম-

Rinku Singh | IPL | Image: Getty Images
Rinku Singh | Image: Getty Images

২০২৩-এর আইপিএলে (IPL) গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারে নাইট রাইডার্সের প্রয়োজন ছিলো ২৯ রান। প্রথম বলে একটি সিঙ্গল নেন উমেশ যাদব। ৫ বলে চাই ২৮, দাঁড়িয়েছিলো সমীকরণ। সেই পরিস্থিতি থেকে কলকাতা যে জিততে পারে তা আশা করেন নি কেউই। কিন্তু সেই অসম্ভবকেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সেদিন সম্ভব করে দেখিয়েছিলেন রিঙ্কু সিং (Rinku Singh)। যশ দয়ালকে পরপর পাঁচটি ছক্কা মেরে ২ পয়েন্ট এনে দিয়েছিলেন শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিকে। ‘ফিনিশার’ হিসেবে সেরাদের তালিকায় জায়গা করে নিয়েছিলেন উত্তরপ্রদেশের তরুণ। ঐ একটা ইনিংসই রাতারাতি তারকা বানিয়ে দিয়েছিলো রিঙ্কুকে। আইপিএল (IPL) শেষ হওয়ার পর বেশীদিন অপেক্ষা করতে হয় নি জাতীয় দলে ডাক পাওয়ার জন্য। অগস্টে আয়ারল্যান্ডের বিরুদ্ধে হয় অভিষেক। ঐ বছর এশিয়ান গেমসের সোনাজয়ী ভারতীয় দলেরও সদস্য ছিলেন তিনি।

উল্কার গতিতে উত্থান হয়েছিলো রিঙ্কু সিং-এর (Rinku Singh)। টিম ইন্ডিয়ার জার্সিতে প্রথম কয়েকটি সিরিজে অনবদ্য খেলেছিলেন তিনি। একটা সময় তাঁর ব্যাটিং গড় দাঁড়িয়েছিলো ৮৯। পারফর্ম্যান্সের গ্রাফ নীচের দিকে নামতে শুরু করে গত বছরের আইপিএল থেকে। অনভ্যস্ত পজিশনে খেলার খেসারত দিতে হয়েছিলো তাঁকে। ২০২৩-এ যেখানে তাঁর ব্যাট থেকে এসেছিলো ৪৭৪ রান, সেখানে ২০২৪-এ তা কমে দাঁড়িয়েছিলো ১৬৮তে। জাতীয় দলের হয়েও বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা বা ইংল্যান্ডের বিরুদ্ধে সাম্প্রতিক টি-২০ সিরিজগুলিতে চেনা ছন্দে পাওয়া যায় নি তাঁকে। অতি সাবধানী হতে গিয়ে বারবার উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন তিনি। ২০২৫-এর আইপিএলেও (IPL) শুরুটা ভালো হয় নি তাঁর। বেঙ্গালুরুর বিপক্ষে করেছেন মাত্র ১২। দ্রুত ছন্দে না ফিরলে টিম ইন্ডিয়াতে জায়গা টেকানো কঠিন হবে রিঙ্কুর, মত বিশেষজ্ঞদের।

জমজমাট ইনিংস খেলেছেন অনিকেত-

Aniket Verma | Image: Getty Images
Aniket Verma | Image: Getty Images

গত রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেই প্রতিভার ঝলক দেখিয়েছিলেন অনিকেত ভার্মা (Aniket Verma)। শেষ ওভারে মাঠে নেমেই ছক্কা হাঁকিয়েছিলেন। পরের বলে তুষার দেশপাণ্ডের শিকার হয়ে সাজঘরে ফিরতে হয়েছিলো ঠিকই, কিন্তু আইপিএলে অভিষেক ম্যাচেই তাঁর ডাকাবুকো ক্রিকেট নজর কেড়েছিলো। দ্বিতীয় ম্যাচে ফের একবার ঝলসে উঠলো অনিকেতের ব্যাট। ট্র্যাভিস হেড আউট হওয়ার পর লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিরুদ্ধে একটা সময় ঝিমিয়ে পড়েছিলো সানরাইজার্সের রানের গতি। অনিকেত’ই বেশ খানিকটা এগিয়ে দেন স্কোরবোর্ডকে। তারকা স্পিনার রবি বিষ্ণোইকে তিনটি ছক্কা হাঁকান তিনি। দুটি ছক্কা হাঁকান দিগভেশ রাঠি’কে। এরপরেও থামতে রাজী ছিলেন না ২৩ বর্ষীয় তরুণ। ছক্কা হাঁকাতে গিয়েই আউট হন তিনি। ১৩ বলে ৩৬ রান করে থামতে হয় তাঁকে। ২৫৩ স্ট্রাইক রেটে অনিকেতের ইনিংস নজর কেড়েছে বিশেষজ্ঞদের। আদর্শ ফিনিশার হওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর মধ্যে, মনে করছেন তাঁরা।

Also Read: IPL 2025: ঋষভ পন্থকে গালিগালাজ সাংবাদিকের, ভাঙলেন টিভি, লক্ষ্ণৌ-হায়দ্রাবাদ ম্যাচ শেষে ধুন্ধুমার কাণ্ড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *