IPL 2025: গত ৮ তারিখ হিমাচল প্রদেশের ধর্মশালায় মুখোমুখি হয়েছিলো পাঞ্জাব কিংস ও দিল্লী ক্যাপিটালস (PBKS vs DC)। টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয় পাঞ্জাব। তাদের স্কোর যখন ১০.১ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১২২, তখনই হঠাৎ নিভে যায় বাতিস্তম্ভের আলো। প্রথমে মনে করা হয়েছিলো যে যান্ত্রিক ত্রুটির কারণে নিষ্প্রদীপ হয়েছে মাঠ। কিন্তু এরপর দ্রুত বদলে যায় পরিস্থিতি। পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির মালকিন প্রীতি জিন্টা ও আইপিএল (IPL) চেয়ারম্যান অরুণ ধূমলকে দেখা যায় দর্শকদের মাঠ ছাড়ার নির্দেশ দিতে। ক্রিকেটারদেরও দ্রুত মাঠ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। জানা যায় যে ভারত-পাক সীমান্ত সংঘর্ষের কারণেই ব্ল্যাক-আউটের নির্দেশ দেওয়া হয়েছে ধর্মশালাতে। সেদিনের ঘটনায় যে আতঙ্ক, অনিশ্চয়তা ও উদ্বেগের শিকার হতে হয়েছে মাঠে উপস্থিত ক্রিকেটার ও তাঁদের পরিবারকে সেই বিষয়ে মুখ খুলেছেন অ্যালিসা হিলি (Alyssa Healy)।
Read More: গিল কিংবা শ্রেয়স নন, বরং টেস্ট ফরম্যাটে এই তারকা খেলোয়াড় নামবেন চারে !!
আতঙ্কের রাতের বর্ণনা দিলেন হিলি-

দিল্লী ক্যাপিটালস (DC) তারকা মিচেল স্টার্কের স্ত্রী অ্যালিসা হিলি (Alyssa Healy) ৮ তারিখ উপস্থিত ছিলেন মাঠে। অস্ট্রেলিয়ার মহিলা দলের অধিনায়ক চোখের সামনে দেখেছেন যাবতীয় ঘটনা। দেশে ফিরে উইলো টক পডকাস্টে সেই অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। তিনি জানিয়েছেন, “দু’টো বাতিস্তম্ভ হঠাৎ’ই নিভে গিয়েছিলো। আমরা অপেক্ষা করছিলাম। তখনই কয়েকটা আসন দূরে একটা গুঞ্জন শুনতে পাই যে আমাদের হয়ত মাঠ খালি করতে হবে কারণ স্টেডিয়ামের আলোগুলো নিভে গিয়েছে। ক্রিকেটারদের পরিবার ও অতিরিক্ত সাপোর্ট স্টাফেরা সবাই একজায়গায়তেই ছিলাম। যিনি আমাদের যাতায়াতের দায়িত্বে ছিলেন তিনি হঠাৎ’ই এসে বলেন, ‘এখনি মাঠ ছাড়তে হয়বে।’ ওনার চেহারা রীতিমত ফ্যাকাসে হয়ে গিয়েছিলো।”
পরিস্থিতির গুরুত্ব বুঝতে তাঁদের যে একটু সময় লেগেছিলো তা স্বীকার করে নিয়েছেন অ্যালিসা হিলি (Alyssa Healy)। জানান, “আমরা বলেছিলাম যে সব ঠিক আগে। আমরা এখানে থাকি, বরং বাকিদের স্টেডিয়াম থেকে দ্রুত বের করে নিয়ে যাওয়া হোক। আমরা হয়ত এখানেই (মাঠে) সবচেয়ে বেশী নিরাপদ কারণ সিঁড়িতে হুড়োহুড়ি লেগে যেতে পারে।” তারপর আরও একজন আসেন, তাঁরও মুখচোখ একদম ফ্যাকাসে ছিলো। একটি বাচ্চাকে ধরে তিনি বলেন, “আমাদের এক্ষুণি মাঠ ছাড়তে হবে।” তাড়াহুড়োয় সেদিন কিভাবে ধর্মশালা স্টেডিয়াম থেকে বেরিয়েছিলেন সেই অভিজ্ঞতাও জানিয়েছেন হিলি। বলেন, “আমাদের চটজলদি একটা ভ্যানে তুলে হোটেলে ফেরত পাঠানো হয়। পরিস্থিতি বিশেষ ভালো ছিলো না। আমরা পাঞ্জাবের কয়েকজন খেলোয়াড়ের সাথে ছিলাম। সম্ভবত শ্রেয়স আইয়ার আমাদের বাসেই ছিলো।”
দেখুন হিলি’র সাক্ষাৎকার-
Alyssa Healy describes her experience in the #PBKSvsDC match.
Chills 🥶 pic.twitter.com/sxEJeP4tXN
— Classic Mojito (@classic_mojito) May 13, 2025
IPL খেলতে আর ফিরছেন না স্টার্ক-

পাঞ্জাব বনাম দিল্লী ম্যাচ বাতিল হওয়ার পরদিন অর্থাৎ শুক্রবার আইপিএল (IPL) স্থগিত রাখার ঘোষণা করে বিসিসিআই। দ্রুত বিদেশী তারকা ও সাপোর্ট স্টাফদের দেশে ফেরানোর ব্যবস্থা করে ফ্র্যাঞ্চাইজিগুলি। অস্ট্রেলিয়া ফিরে গিয়েছেন মিচেল স্টার্ক (Mitchell Starc) ও তাঁর স্ত্রী অ্যালিসা হিলি’ও। আগামী ১৭ তারিখ থেকে শুরু হচ্ছে টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব। তা খেলার জন্য আর ভারতে ফিরতে রাজী নন স্টার্ক। সংবাদমাধ্যমকে এখনও নিজে কিছু জানান নি তিনি। তবে অস্ট্রেলিয়ার চ্যানেল নাইনকে দেওয়া সাক্ষাৎকারে স্টার্কের মনোভাব ব্যক্ত করেছেন তাঁর ম্যানেজার। একা বাম হাতি ফাস্ট বোলার নন, অস্ট্রেলিয়ার অধিকাংশ তারকাই আইপিএলের (IPL) দ্বিতীয় পর্ব খেলতে রাজী হচ্ছেন না। আগামী ১১ জুন থেকে রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেখানেই ফোকাস করতে চাইছেন তাঁরা।