ipl-2025-abhishek-sharma-trolled-on-x

IPL 2025: অষ্টাদশতম আইপিএলের আজ দ্বিতীয় ‘সুপার সান ডে।’ রয়েছে দু’টি জমজমাট ম্যাচ। বিশাখাপত্তনমের মাঠে প্রথম খেলায় মুখোমুখি হয়েছে দিল্লী ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দ্রাবাদ। টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন অরেঞ্জ আর্মি অধিনায়ক প্যাট কামিন্স। তীব্র গরমের মধ্যে ফিল্ডিং এড়াতে চেয়েছিলেন তিনি। আস্থা রেখেছিলেন শক্তিশালী ব্যাটিং লাইন-আপের উপর। কিন্তু ইনিংসের বেশ বেকায়দায় তারা। প্রথম ওভারেই জোর ধাক্কা খেতে হলো সানরাইজার্সকে। পঞ্চম ডেলিভারিতে রান-আউট হন অভিষেক শর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে দারুণ পারফর্ম্যান্সের পর অভিষেককে নিয়ে স্বপ্ন দেখছিলেন হায়দ্রাবাদ সমর্থকেরা। আইপিএলে এই নিয়ে তিনটি ম্যাচ খেলে ফেললেন তিনি। কিন্তু একটিতেও রানের মুখ দেখতে পেলেন না বাম হাতি ওপেনার।

Read More: IPL 2025 RR vs CSK: বাদ পড়ছেন জোফ্রা আর্চার, চেন্নাইয়ের বিরুদ্ধে স্পিন অস্ত্রে শান দিচ্ছে রাজস্থান রয়্যালস !!

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ২৪ রান করে সাজঘরে ফিরেছিলেন অভিষেক শর্মা। লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিরুদ্ধে করেন ৬। আর আজ দিল্লী’র বিপক্ষে তাঁকে সাজঘরে ফিরতে হলো মাত্র ১ রান করেই। সতীর্থের দোষেই আজ উইকেট হারিয়ে এলেন তিনি। স্টার্কের ইয়র্কার অফসাইডে ঠেলতে চেয়েছিলেন ট্র্যাভিস হেড। বল তাঁর ব্যাটের ভিতর দিক স্পর্শ করে প্যাডে আছড়ে পড়ে। অজি তারকা রানের লক্ষ্যে পা বাড়ালে তাকে নিরস্ত করার চেষ্টা করেছিলেন অভিষেক। কিন্তু তাতে কর্ণপাত করেন নি হেড। তিনি নন-স্ট্রাইকার প্রান্তের দিকে দৌড়তে থাকেন। বাধ্য হয়েই দৌড়তে হয় অভিষেককেও। কিন্তু শেষরক্ষা হয় নি। বিপ্রজ নিগমের দুরন্ত থ্রো যখন স্ট্রাইকার প্রান্তের স্টাম্প ভেঙে দেয়, তখনও ক্রিজ থেকে অনেকটা দূরে পাঞ্জাবের তরুণ। যেভাবে প্রতিপক্ষকে কার্যত উইকেট উপহার দিয়ে এলেন তিনি, তা মেনে নিতে পারছেন না সমর্থকেরা।

অভিষেকের থেকে ধুন্ধুমার ব্যাটিং দেখতে চেয়েছিলেন অনুরাগীরা। কিন্তু সেই স্বপ্ন চুরমার হওয়ায় রীতিমত হতাশ তাঁরা। ‘রবিবার দুপুরটাই মাটি হয়ে গেলো,’ আক্ষেপের সুরে লিখেছেন একজন। ‘দিনের পর দিন একই জিনিস। আরও দায়িত্বজ্ঞান থাকা উচিৎ এই পর্যায়ে খেলার জন্য,’ খেদ স্পষ্ট আরেক নেটিজেনের ট্যুইটে। ‘এভাবে দিনের পর দিন ব্যর্থ হলে বিকল্প ওপেনারের খোঁজ শুরু করা উচিৎ টিম ম্যানেজমেন্টের,’ লিখেছেন একজন। অভিষেকের পাশাপাশি কাঠগড়ায় উঠেছেন ট্র্যাভিস হেড’ও। ‘সিনিয়র সতীর্থ হিসেবে ওর আরও বেশী সতর্ক হওয়া উচিৎ ছিলো,’ মন্তব্য একজনের। ‘হেডের ভুলেই আজ উইকেট হারিয়েছে অভিষেক। ওর বিশেষ দোষ নেই,’ তরুণ তুর্কির পাশে দাঁড়িয়ে ট্যুইট করেছেন একজন। ‘ফর্ম হারিয়ে ফেললে সহজে ফেরত আসে না। অভিষেককে দেখে চিন্তা হচ্ছে,’ আশঙ্কাও লুকিয়ে রাখতে পারেন নি এক ক্রিকেটপ্রেমী।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2025: প্রথম ম্যাচেই মুখ পুড়লো হার্দিক পান্ডিয়ার, খোয়ালেন লাখ লাখ টাকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *