IPL 2025: অল্প বয়সে জনপ্রিয়তাই হলো কাল, কেরিয়ার শেষের পথে যুবরাজ সিং-এর প্রিয় ছাত্রের !! 1

IPL 2025: গত বছরের আইপিএলে (IPL) শোরগোল ফেলে দিয়েছিলেন অভিষেক শর্মা। সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) জার্সিতে অজি তারকা ট্র্যাভিস হেডের সাথে তাঁর ওপেনিং জুটি ত্রাসের সঞ্চার করেছিলো প্রতিপক্ষের মনে। ১৬ ম্যাচে ৩২.২৬ গড়ে তিনি করেছিলেন ৪৮৪ রান। ৩টি অর্ধশতকও এসেছিলো তাঁর ব্যাট থেকে। প্রায় ২০৫ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন তিনি। আইপিএলের (IPL) বিধ্বংসী পারফর্ম্যান্সের পর জাতীয় দলের ডাক আসতেও বেশী সময় লাগে নি। কেরিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচেই জিম্বাবুয়ের বিপক্ষে করেন শতরান। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও চমকপ্রদ ক্রিকেট খেলেন তিনি। শতরান করেন ইংল্যান্ডের বিরুদ্ধে। অভিষেককে (Abhishek Sharma) ১৪ কোটি টাকার বিনিময়ে ২০২৫-এর জন্যও ‘রিটেন’ করেছিলো সানরাইজার্স হায়দ্রাবাদ। তাঁকে নিয়ে স্বপ্ন দেখছিলেন সমর্থকেরা। কিন্তু বিধি বাম। আকাশছোঁয়া প্রত্যাশা পূরণ করতে পারেন নি তিনি।

Read More: IPL 2025 LSG vs MI: রোহিত শর্মা’র ফর্ম নিয়ে রয়েছে প্রশ্ন, লক্ষ্ণৌর বিরুদ্ধে স্পিনকে হাতিয়ার করছে মুম্বই ইন্ডিয়ান্স !!

পরপর চার ম্যাচে ব্যর্থ অভিষেক-

Travis Head and Abhishek Sharma | IPL | Image: Getty Images
Travis Head and Abhishek Sharma | IPL | Image: Getty Images

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গত ২৩ মার্চ আইপিএল (IPL) অভিযান শুরু করেছিলো সানরাইজার্স হায়দ্রাবাদ। ৪৪ রানের ব্যবধানে দল জিতলেও বড় রান পান নি অভিষেক শর্মা (Abhishek Sharma)। ইনিংসের সূচনাটা স্বভাবসিদ্ধ ভঙ্গিতে করলেও ১১ বলে ২৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। বল হাতে ১৭ রান খরচ করলেও পান নি কোনো উইকেট। পরবর্তী তিনটি ম্যাচে আরও নীচের দিকে গিয়েছে অভিষেকের ফর্মের গ্রাফ। লক্ষ্ণৌর (LSG) বিরুদ্ধে একানা স্টেডিয়ামে নূন্যতম প্রতিরোধটুকুও ব্যাট হাতে গড়ে তুলতে পারেন নি পাঞ্জাবের ক্রিকেটার। ইনিংসের তৃতীয় ওভারেই শার্দুল ঠাকুরের (Shardul Thakur) শিকার হন তিনি। শর্ট বলের বিরুদ্ধে পুল মারতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়েছিলেন বাম হাতি ব্যাটার। ডিপ স্কোয়্যার লেগে ধরা পড়েন নিকোলাস পুরানের হাতে। ৬ বলে ৬ করেই থামতে হয় তাঁকে। বোলিং-এও দাগ কাটতে পারেন নি।

দিল্লী ক্যাপিটালসের (DC) বিরুদ্ধে তৃতীয় ম্যাচটিতেও অব্যাহত ছিলো অভিষেক শর্মা’র ব্যর্থতা। ওপেনিং পার্টনার ট্র্যাভিস হেডের ভুল সিদ্ধান্তের শিকার হতে হয় তাঁকে। মিচেল স্টার্কের ইয়র্কার হেডের ব্যাটের কোণা স্পর্শ করে আছড়ে পড়েছিলো প্যাডে। সিঙ্গলের উদ্দেশ্য দৌড় শুরু করেন তিনি। প্রথমে অজি ব্যাটারকে নিরস্ত করার চেষ্টা করেছিলেন অভিষেক (Abhishek Sharma)। কিন্তু কর্ণপাত করেন নি হেড। অগত্যা দৌড়াতেই হয় ভারতীয় তরুণকে। বিপ্রজ নিগমের ডায়রেক্ট হিট যখন স্ট্রাইকার প্রান্তের স্টাম্প উপড়ে দেয় তখনও ক্রিজ থেকে অনেকটা দূরে ছিলেন তিনি। ১ রান করে আউট হন সানরাইজার্স (SRH) ওপেনার। ইডেনে সুযোগ ছিলো ফর্মে ফেরার। কিন্তু নাইট রাইডার্সের বিরুদ্ধেও সুবিধা করতে পারলেন না গতকাল। অফস্টাম্পের বাইরে হর্ষিত রাণা’র পাতা ফাঁদে পা দেন তিনি। মাত্র ২ রান করে ধরা পড়েন স্লিপে দাঁড়ানো ভেঙ্কটেশ আইয়ারের হাতে।

লীগ তালিকায় সবার নীচে সানরাইজার্স-

Sunrisers Hyderabad | IPL | Image: Getty Images
Sunrisers Hyderabad | IPL | Image: Getty Images

২০২৪-এর রানার্স-আপ’রা ২০২৫-এর আইপিএলে (IPL) শুরু করেছিলো সাড়া জাগিয়ে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ঘরের মাঠ রাজীব গান্ধী স্টেডিয়ামে ৪৪ রানের ব্যবধানে ছিনিয়ে নিয়েছিলো দুরন্ত জয়। কিন্তু তারপর থেকেই একের পর এক ধাক্কা খেয়ে চলেছেন প্যাট কামিন্সরা (Pat Cummins)। ব্যাটিং-এর পাশাপাশি কাঠগড়ায় উঠছে বোলিং-ও। লক্ষ্ণৌর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ১৯০ রান তুলেছিলো ‘অরেঞ্জ আর্মি।’ ১৬.১ ওভারে ১৯১-এর লক্ষ্য ছুঁয়ে ফেলে সুপারজায়ান্টস শিবির। দক্ষযজ্ঞ চালান নিকোলাস পুরান ও মিচেল মার্শ। দিল্লীর বিরুদ্ধেও মিচেল স্টার্কের (Mitchell Starc) পাঁচ উইকেটের ধাক্কা সামলে উঠতে পারে নি সানরাইজার্স (SRH)। তারা গুটিয়ে গিয়েছিলো  ১৬৩ রানে। ১৬ ওভারেই রান তাড়া করে নেয় দিল্লী। দু প্লেসি, অভিষেক পোড়েলরা নজর কাড়েন ব্যাট হাতে। গতকাল নাইট রাইডার্সের বিরুদ্ধে ফের জুটলো লজ্জার হার। ২০১ তাড়া করতে নেমে থামতে হলো ১২০তে।

Also Read: IPL 2025 LSG vs MI Dream 11 Prediction: মর্যাদার লড়াইতে মুখোমুখি মুম্বই ও লক্ষ্ণৌ, ফ্যান্টাসি ক্রিকেটের খুঁটিনাটি জেনে নিন এক ক্লিকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *