ipl-2024-yash-dayal-picked-by-rcb

IPL 2024: দুবাইয়ের কোকা-কোলা এরিনাতে গতকাল বসেছিলো আইপিএলের (IPL) সপ্তদশ মরসুমের মিনি নিলামের আসর। দশ দল মিলিয়ে শূন্যস্থান ছিলো ৭৭টি। ভারতীয় বোর্ডের তৈরি করা ৩৩৩ জনের তালিকা থেকে পছন্দসই ক্রিকেটার বেছে নিলো ফ্র্যাঞ্চাইজিগুলি। গতকালের নিলামেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে সুযোগ পেয়েছেন যশ দয়াল (Yash Dayal)। গত মরসুমে গুজরাতের হয়ে খেলেছিলেন তিনি। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের (KKR) জার্সিতে রিঙ্কু সিং শেষ ওভারে পরপর পাঁচ ছক্কা হাঁকিয়ে অবিশ্বাস্য এক ম্যাচ উপহার দিয়েছিলেন ক্রিকেটজনতাকে। পাঁচ ছক্কার অভিঘাতে রিঙ্কু রাতারাতি তারকা বনে গেলেও আঁধার নেমেছিলো যশের ক্রিকেটজীবনে। অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। জানা গিয়েছিলো যে ওজন’ও কমেছে তাঁর। গতকালের নিলামে ফের একবার দল খুঁজে পাওয়া অক্সিজেন যোগালো যশ’কে (Yash Dayal)।

Read More: IPL 2024: নিলামের আসরে প্রীতির জন্য পাঞ্জাব খোয়ালো প্রচুর টাকা, ভুল খেলোয়াড় কিনে ছাড়লো আসর !!

দ্বিতীয় সুযোগ পাচ্ছেন যশ দয়াল-

Yash Dayal | IPL 2024 | Image: Getty Images
Yash Dayal | Image: Getty Images

কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে শেষ ওভারে পাঁচ ছক্কা হজম করার পর নিঃসন্দেহে মুখ থুবড়ে পড়েছিলো যশ দয়ালের (Yash Dayal) কেরিয়ার। অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। বাম হাতি পেসার এরপর আর বেশী ম্যাচও খেলার সুযোগ পান নি গুজরাত টাইটান্সের (GT) হয়ে। গুজরাত ফ্র্যাঞ্চাইজি রিলিজ করে দেওয়ায় ফের জায়গা হয়েছিলো নিলামের টেবিলে। গতকাল দুবাইতে দ্বিতীয় সুযোগ পেলেন যশ। ২০ লাখের বেস প্রাইস ছিলো তাঁর। যশকে ফেরাতে আগ্রহী হয় তাঁর পুরনো দল। আসরে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’ও (RCB)। তাদের প্রয়োজন ছিলো একজন ভারতীয় ফাস্ট বোলার। যশের জন্য গুজরাতের সাথে লম্বা সময় দড়ি টানাটানি চলে বিরাট কোহলিদের (Virat Kohli) ফ্র্যাঞ্চাইজির। শেষমেশ বেস প্রাইসের ২৫ গুণ মূল্যে তিনি নাম লেখান বেঙ্গালুরুতেই।

যশ দয়ালের কেরিয়ার পরিসংখ্যান-

Yash Dayal and Hardik Pandya | Image: Twitter
Yash Dayal and Hardik Pandya | Image: Twitter

বছর ২৬-এর বাম হাতি পেসারের কেরিয়ার পরিসংখ্যান বেশ চমকপ্রদ। ১৭টি প্রথম শ্রেণির ম্যাচ তিনি খেলেছেন উত্তরপ্রদেশের হয়ে। নিয়েছেন ৫৮টি উইকেট। লিস্ট-এ ক্রিকেটে ২০ ম্যাচে ২৩.৫২ গড়ে যশের (Yash Dayal) সংগ্রহে ৩২ উইকেট। ইকোনমি ৪.৫৬। প্রথম শ্রেণি ও লিস্ট-এ ক্রিকেটে ১টি করে ফাইফার বা ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড’ও রয়েছে তাঁর। টি-২০ কেরিয়ারে ৪২ ম্যাচে তিনি নিয়েছেন ৩৮ উইকেট। ইকোনমি রেট ৮.২১। ২০২২ সালে ৩.২ কোটি টাকায় যশকে দলে নিয়েছিলো গুজরাত। প্রথম মরসুমে তিনি ৯ ম্যাচে ১১ উইকেট নিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় মরসুমের গোড়াতেই রিঙ্কুর আক্রমণে বেলাইন হয়ে পড়ে তাঁর কেরিয়ার গ্রাফ। ৫ ম্যাচে ২ উইকেটের বেশী পান নি। এবার বেঙ্গালুরুর জার্সি গায়ে চাপিয়ে পায়ের তলার মাটির সন্ধানে থাকবেন যশ।

Also Read: IPL 2024: নিলামে অবিক্রিতই রইলেন স্মিথ-হ্যাজেলউড’রা, দল পেলেন না ত্রিশতরানের নায়ক’ও !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *