IPL 2024: চলতি মরশুমে বড় রদবদল RCB দলের, ডু প্লেসিস'কে সরিয়ে ফের অধিনায়কত্বের মসনদে বিরাট কোহলি !! 1

IPL 2024: আইপিএলের শেষ ১৬টা মরসুম ধরে দুর্দান্ত দল গড়ে এসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে বারবার আশা জাগিয়েও কোনবারই এই টুর্নামেন্টের মহামূল্যবান ট্রফি ঘরে তুলতে পারেনি তারা। প্রতিবারই খালি হাতে ফিরতে হয়েছে তাদের। আইপিএলের ১৭তম মরশুম, অর্থ্যাৎ এবার অনেকেই ভেবেছে কাপ নেবে ব্যাঙ্গালোর শিবির। তবে চলতি মরশুমেও হতাশজনক পারফরমেন্স চলছে তাদের।

এখনও পর্যন্ত ৫টি ম্যাচ খেলে তারা মাত্র ১টি লড়াইয়ে জিততে পেরেছে। তারটি ম্যাচে হারতে হয়েছে ফাফ ডু প্লেসিসের দলকে। এই পারফরমেন্সের জন্য অনেকেই ডু প্লেসিসের দূর্বল অধিনায়কত্বকে দায়ী করছেন। তাই কান পাতলে সো যাচ্ছে, ফের আরসিবির মসনদে বসতে চলেছেন বিরাট।

অধিনায়কত্ব হারাতে পারেন ডু প্লেসিস

IPL 2024: চলতি মরশুমে বড় রদবদল RCB দলের, ডু প্লেসিস'কে সরিয়ে ফের অধিনায়কত্বের মসনদে বিরাট কোহলি !! 2

দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটস্যান ফাফ ডু প্লেসিসকে টি-২০ ক্রিকেটের অন্যতম ভয়ঙ্কর ব্যাটসম্যানের তকমা দেওয়া হয়। তবে এবার আরসিবির জার্সি গায়ে তার পারফরমেন্স একটুও নজরকাড়া হচ্ছে না। এরই সঙ্গে তার নেতৃত্ব দেওয়ার ধরণ নিয়েও বিস্তর প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে।

পরপর ম্যাচ হারার জন্য এবার টিম ম্যানেজমেন্ট একটা বড় সিদ্ধান্ত নিতে পারে এবং তাকে অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে। এখনও পর্যন্ত খেলা পাঁচটি ম্যাচে তিনি করেছেন মাত্র ১০৯ রান। তাই শোনা যাচ্ছে সুধু অধিনায়কত্ব নয়, এবার দল থেকেও জায়গা হারাতে পারেন তিনি। ডু প্লেসিসের জায়গায় অন্য কোন বিদেশিকে সুযোগ দেওয়া হতে পারে।

ফের নেতৃত্বে ফিরতে পারেন বিরাট কোহলি!

Virat Kohli
Virat Kohli

চলতি মরশুমে ব্যাট হাতে অসাধারণ ছন্দে রয়েছেন বিরাট কোহলি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তিনি করেছেন দুর্দান্ত একটি শতরান। তাই ফ্র্যাঞ্চাইজির অনেকেই মনে করছেন, এই আরসিবি দলকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতম লোক হলেন বিরাট। তিনি তার নিজের পারফরমেন্স দিয়ে গোটা দলকে চাগিয়ে তুলতে পারবেন।

আন্যদিকে, খারাপ ফর্মের কারণে রিজার্ভ বেঞ্চে বসতে হতে পারে বর্তমান অধিনায়ক ফাফ ডু প্লেসিসকে। বিরাট আগে আরসিবির অধিনায়ক ছিলেন। তাই দায়িত্ব নেওয়ার অভিজ্ঞতা ‘কিং’ কোহলির রয়েছে। তাই মরশুমের মাঝপথেই অধিনায়ক বদলে পতে গিয়ে বিরাটকে ক্যাপ্টেন করতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *