পরিসমাপ্তি ঘটলো সানরাইজার্স হায়দ্রাবাদ ও রাজস্থান রয়্যালসের আইপিএলের (IPL 2024) ৫০ তম ম্যাচের। আজকের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন SRH দলের অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। প্রথমে ব্যাটিং করতে এসে ওপেনার ব্যাটসম্যান অভিষেক শর্মা ১০ বলে ১২ রান বানিয়ে প্যাভেলিয়ানে ফেরেন। এমনকি পাওয়ারপ্লের ভেতরেই সন্দীপ শর্মা (Sandeep Sharma) সানরাইজার্স হায়দ্রাবাদের আনমোলপ্রীত সিংকে (Anmolpreet Singh) আউট করে হায়দ্রাবাদ দলকে কিছুটা ব্যাকফুটে ফেলে দেন।
২০১ রানে শেষ হয় হায়দ্রাবাদের ব্যাটিং
তবে আজকের ম্যাচে অবাক করে দেয় হায়দ্রাবাদ দলের নেওয়া নতুন সিদ্ধান্ত। দলের হয়ে চার নম্বরে ব্যাটিং করতে আসেন নীতিশ রেড্ডি (Nitish Reddy)। আগেও বেশ কয়েকটি ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি যে কারণে আজকে তার ওপর ভরসা জুগিয়েছে SRH টিম ম্যানেজমেন্ট। আজকের ম্যাচে দলের হয়ে সর্বাধিক ইনিংসটি আসে নীতিশের ব্যাট থেকেই। ব্যাট হাতে নিতিশ ৪২ টি বল খেলেছেন, যেখানে তিনি তিনটি চার ও আটটি ছক্কার বিনিময়ে ৭৬ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেন।
Read More: IPL চলাকালীন প্রাণ হারালেন জশ, অন্ধকারে ডুবলো ক্রিকেট মহল !!
তাকে সঙ্গ দেন ওপেনার ট্রেভিস হেড (Travis Head)। ৪৪ বলে ৬ টি চার ও ৩টি ছক্কার বিনিময়ে ৫৮ রান বানান তিনি। তবে দলের হয়ে দুরন্ত ফিনিশিং দেন উইকেটরক্ষক ব্যাটসম্যান হেনরিখ ক্লাসেন (Henrich Klassen)। ১৯ বলে ৩টি চার ও ৩টি ছক্কার বিনিময়ে ৪২ রান বানিয়ে দলকে ২০১ রানে পৌঁছে দেন। এই রান তাড়া করতে এসে প্রথম ওভারেই ২ উইকেট হারিয়ে ফেলে রাজস্থান রয়্যালস। ওপেনার যশ বাটলার (Jos Buttler) এবং ক্যাপ্টেন সঞ্জু স্যামসম (Sanju Samson) খাতা না খুলেই ভুবনেশ্বর কুমারের বলে প্যাভিলিয়নে ফেরেন।
টুর্নামেন্টের দ্বিতীয় বার পরাজিত হলো রাজস্থান
তবে দলের হয়ে ৪০ বলে ৭টি চার ও ২টি ছক্কার বিনিময়ে ৬৭ রান বানান যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) ও ৪৯ বলে ৮টি চার ও ৪টি ছক্কার বিনিময়ে ৭৭ রান বানান রিয়ান পরাগ (Riyan Parag)। তবে দুজন আউট হতেই আবার খেলা ঘুরে যায়, ৯ বলে ১৩ রান বানিয়ে শিমরণ হিটমায়ার (Shimron Hetmyer) নিজের উইকেট হারান এবং ৩ বলে ১ রান বানিয়ে কঠিন সময়ে উইকেট হারান ধ্রুব জুড়েল (Dhruv Jurel)
২ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২০ রানের। তখন ক্যাপ্টেন কামিন্স ও ভুবনেশ্বর কুমার (Bhuvneswar Kumar) SRH দলকে কামব্যাক করান। ১৫ বলে ৩টি চার ও ১টি ছক্কার বিনিময়ে ২৭ রান বানিয়ে শেষ বলে ২ রান বাঁকি থাকতে লম্বা হিট নেওয়ার চেষ্টায় নিজের উইকেট হারান পাওয়েল (Rovman Powel)। শেষ ওভারে ১৩ রান ডিফেন্ড করে অবশেষে জয় সুনিশ্চিত করলো SRH।