“ও দাবাং স্যামসন…” রাজস্থান অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ নভজ্যোত সিং সিধু !! 1

IPL 2024: ভেসে রইলো দিল্লী ক্যাপিটালস (DC)। আইপিএলের (IPL) প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে গতকাল রাজস্থান রয়্যালসের (RR) বিরুদ্ধে জয় ছাড়া রাস্তা খোলা ছিলো না ঋষভ পন্থদের। ছন্দে থাকা রাজস্থানের বিরুদ্ধে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হলো তাদের। কিন্তু শেষমেশ তাতে উত্তীর্ণ’ও হলেন অভিষেক পোড়েল (Abhishek Porel), অক্ষর প্যাটেলরা। দুই পয়েন্ট হাসিল করে লীগ তালিকার পাঁচ নম্বরে উঠে এলো দিল্লী। ১২ ম্যাচ খেলে তাদের পয়েন্ট সংখ্যা ১২। ৬ ম্যাচে জয় পেয়েছে ক্যাপিটালস (DC) শিবির, হারতে হয়েছে ৬ ম্যাচে। পক্ষান্তরে আইপিএলের শুরুটা ঝড়ের গতিতে করলেও টানা দুই ম্যাচ হেরে খানিক চাপে রাজস্থানে। ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। তবে এখনও শেষ চার নিশ্চিত করে উঠতে পারেন নি রিয়ান পরাগরা।

টসে গতকাল জিতেছিলো রাজস্থানই। প্রথমে প্রতিপক্ষকে ব্যাটিং-এর আমন্ত্রণ জানায় তারা। জেক ফ্রেজার ম্যাকগার্কের সুনামিতে পাওয়ার প্লে’তে বড় রানের ইঙ্গিত দিয়েছিলো দিল্লী। ৫০ করেন অজি তরুণ। অর্ধশতক বাংলার অভিষেক পোড়েলেরও। ৬৫ করেন তিনি। শেষবেলায় ট্রিস্টান স্টাবসের ৪১ রানের ইনিংস দিল্লীকে পৌঁছে দেয় ২২১ রানে। রান তাড়া করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় রাজস্থান (RR)। ফেরেন যশস্বী জয়সওয়াল ও জস বাটলার। তারপরেও লড়াই থেকে ছিটকে যায় নি তারা। অধিনায়ক সঞ্জুর (Sanju Samson) ব্যাটে জারি ছিলো প্রতিরোধ। অনবদ্য ইনিংস খেলে তিনি ফিরতেই আস্তে আস্তে ম্যাচ থেকে হারিয়ে যায় রাজস্থান। দিল্লী শেষমেশ জেতে ২০ রানে। রাজস্থান ম্যাচ হারলেও সঞ্জুর লড়াইকে কুর্নিশ জানিয়েছে ক্রিকেটজনতা। প্রশংসায় মেতেছেন নভজ্যোত সিং সিধু’ও।

Read More: IPL 2024: আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়লেন সঞ্জু স্যামসন, কড়া শাস্তি পাচ্ছেন রাজস্থান অধিনায়ক !!

সঞ্জুকে তারিফে ভরালেন সিধু-

Sanju Samson | IPL 2024 | Image: Getty Images
Sanju Samson | IPL 2024 | Image: Getty Images

গতকাল সঞ্জু স্যামসন (Sanju Samson) যখন ব্যাট হাতে মাঠে নেমেছিলেন তখন রাজস্থান রয়্যালসের স্কোরবোর্ডে মাত্র ৪ রান। ফিরে গিয়েছেন যশস্বী জয়সওয়াল। ২২২ তাড়া করার কাজটা সহজ ছিলো না। কিছুক্ষণের মধ্যেই আউট হয়ে ফেরেন জস বাটলার’ও। বছর ২৪-এর তরুণ রিয়ান পরাগকে সাথে নিয়ে পালটা দেওয়ার কাজটা শুরু করেন সঞ্জু (Sanju Samson)। অতিরিক্ত ঝুঁকি নেওয়ার পথে হাঁটেন নি তিনি। ক্রিকেটীয় ব্যকরণের বাইরে গিয়ে কোনো শট’ও দেখা যায় নি তাঁর ব্যাট থেকে। কিন্তু এক মুহূর্তের জন্যও আস্কিং রেট বাড়তে দেন নি। চালিয়ে গিয়েছেন চার-ছক্কার ফুলঝুড়ি। সাম্প্রতিক কালে ক্রিকেটারদের স্ট্রাইক রেট নিয়ে বিস্তর জলঘোলা হচ্ছে। তার মধ্যেও ২০০’র আশেপাশেই ঘোরাফেরা করেছে সঞ্জু’র স্ট্রাইক রেট।

একটা সময় মনে হচ্ছিলো অনবদ্য শতরান করে রাজস্থানকে জয় এনে দেবেন সঞ্জু। কিন্তু ছন্দপতন হয় বিতর্কিত আউটের সিদ্ধান্তে। মুকেশ কুমারের বলে লং অনে ক্যাচ ধরার সময় শে হোপের পা বাউন্ডারি লাইন ছুঁয়েছিলো কিনা তা নিয়ে থাকছে বিতর্ক। তৃতীয় আম্পায়ার আউট দেওয়ায় মেজাজও হারান রাজস্থান অধিনায়ক। তবে তিনি আউট ছিলেন না নট-আউট সেই বিতর্কের মধ্যে না ঢুকেই সঞ্জুর ৪৬ বলে ৮৬ রানের ইনিংসটিকে তারিফে ভরালেন প্রাক্তনী নভজ্যোত সিং সিধু (Navjot Singh Sidhu)। তিনি জানান, “সঞ্জু স্যামসনকে এই বছর আলাদা একজন ক্রিকেটার মনে হচ্ছে। আগের মত ২০ বা ৩০ রানের মাথায় উইকেট ছুঁড়ে দিয়ে আসার মত খেলোয়াড় ও এখন আর নেই। ওর উইকেট এখন আপনাকে অর্জন করতে হবে। ও সঞ্জুর দাবাং ২.০ সংস্করণ।”

Also Read: BCCI-এর এই তিন ভুল সিদ্ধান্তে টি-২০ বিশ্বকাপ হাতছাড়া হতে চলেছে টিম ইন্ডিয়ার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *