ipl-2024-santner-gets-virat-kohli-out

IPL 2024: আজ চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ও চেন্নাই সুপার কিংস (CSK)। আইপিএলের (IPL) প্লে-অফে ইতিমধ্যে জায়গা করে নিয়েছে তিন দল-কলকাতা, রাজস্থান ও হায়দ্রাবাদ। চতুর্থ পক্ষ কারা হবে তা ঠিক হবে আজ। চেন্নাই ও বেঙ্গালুরুর মধ্যে যে পক্ষ জিতবে তাদের সামনে সুযোগ থাকছে চতুর্থ আসনটি দখল করা। সমীকরণ সহজ সুপার কিংস (CSK) শিবিরের জন্য। নিদেনপক্ষে ১ পয়েন্ট প্রয়োজন তাদের। এমনকি হারলেও খোলা থাকতে পারে প্লে-অফের দরজা। বেঙ্গালুরুর জন্য অবশ্য অতখানি সহজ নয় যাত্রাপথ। জয়ের পাশাপাশি অঙ্কের জতিল হিসেবও মাথায় রাখতে হবে তাদের।

Read More: IPL 2024: “ম্যাচটা চিন্নাস্বামীতে বলেই আশা রয়েছে…” বৃষ্টিতে থমকে ক্রিকেট, তবুও আশাবাদী নেটজনতা !!

টসে জিতে আজ প্রথমে বোলিং বেছে নিয়েছিলেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। বড় রান প্রয়োজন বেঙ্গালুরু’র। ওপেন করতে নেমে শুরুটা দ্রুত গতিতেই করেছিলেন বিরাট কোহলি (Virat Kohli) ও ফাফ দু প্লেসি (FAf du Plessis)। ৩ ওভার ম্যাচ গড়ানোর পরেই শুরু হয় বৃষ্টি। বেশ কিছুক্ষণ বন্ধ ছিলো ম্যাচ। বিরতির পর ম্যাচ আবার শুরু হলেও রানের গতি কমান নি দুই ওপেনার। কোহলি শুরু থেকেই মারমুখী ছিলেন আজ। প্রাথমিক জড়তা কাটিয়ে হাত খোলেন অধিনায়ক দু প্লেসিও। দুই তারকার জুটি যখন শতক স্পর্শ করার ঠিক দোরগোড়ায়, তখনই আচমকা দেখা গেলো ছন্দপতন। উইকেট হারালেন বিরাট কোহলি। পরিকল্পনা সফল হলো চেন্নাইয়ের।

বাম হাতি স্পিনের বিরুদ্ধে মাঝেমধ্যেই নড়বড়ে দেখায় বিরাট কোহলিকে। এই বিষয়টি মাথায় রেখেই আজ একাদশে যুক্ত করা হয়েছিলো নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনারকে। কাজে লেগে গেলো সুপার কিংস শিবিরের এই চাল। দশম ওভারের চতুর্থ বলে স্যান্টনারের (Mitchell Santner) বিরুদ্ধে বড় শট খেলতে চেয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স তারকা। লেগ স্টাম্প লাইনে পিচ করে বাইরের দিকে টার্ন করেছিলো ডেলিভারিটি। শটে নিয়ন্ত্রণ রাখতে পারেন নি কোহলি। ব্যাটের কোণায় লেগে লং-অনের দিকে উড়ে যায় তা। বাউন্ডারি লাইনের কাছে দাঁড়ানো ড্যারিল মিচেল বল তালুবন্দী করে বুঝতে পারেন সীমারেখার বাইরে চলে যাচ্ছে শরীর। তা আবার শূন্যে ছুঁড়ে, দেহের ভারসাম্য ঠিক করে দ্বিতীয়বার ক্যাচ ধরেন তিনি। ২৯ বলে ৪৭ করে ফিরলেন কোহলি। ৯৪ রানের মাথায় বেঙ্গালুরু হারালো প্রথম উইকেট।

দেখে নিন ভিডিও-

Also Read: IPL 2024: বৃষ্টির কবলে বেঙ্গালুরু বনাম চেন্নাই ম্যাচ, মাঠ ছাড়তে হলো ক্রিকেটারদের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *