আইপিএল ২০২৪ (IPL 2024) এর মঞ্চ চলে এসেছে শেষ সপ্তাহে বাকি রয়েছে মাত্র চারটি ম্যাচ। চলতি সপ্তাহেই জানা যাবে আইপিএল ২০২৪ এর চ্যাম্পিয়ন দলটির নাম। এবারের আইপিএল নিয়ে একাধিক চর্চা ও সমালোচনা শুরু হয়েছিল। তবে লোকেশ রাহুলের (KL Rahul) সঙ্গে ঘটা ঘটনাটি সবকিছুর ঊর্ধ্বে চলে গিয়েছে। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে লজ্জাজনক পরাজয়ের পর লখনৌ সুপার জায়ান্ট দলের ক্যাপ্টেন কেএল রাহুলকে সকলের সামনে চরম অপমান করেছেন দল মালিক সঞ্জীব গোয়েনকা, যার ভিডিও সমাজ মাধ্যমে প্রকাশ্যে আসতে না আসতেই রীতিমতন শুরু হয়ে গিয়েছিল চর্চা। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন কিউই তারকা রস টেলর (Ross Taylor)।
রাহুলের ঘটনা নিয়ে মুখ খুললেন টেলর
প্রাক্তন কিউই তারকা জানিয়েছেন, কেএল রাহুলকে দলমালিক সঞ্জীব গোয়েঙ্কা কেবলমাত্র বকেছেন কিন্তু এক সময়ে আইপিএলে তার সাথে যা হয়েছে সেই ঘটনার সামনে এই ঘটনাটি তুচ্ছ। একসময় দাপিয়ে ক্রিকেট খেলে বেড়িয়েছেন টেলর, আইপিএলেও মোট চারটি ফ্রাঞ্চাইজির হয়ে খেলেছেন টেলর। তার আইপিএল ক্যারিয়ারের সূচনাটি হয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরর হাত ধরে। এরপর তিনি যোগদান করেন রাজস্থানে রয়েলস দলে, ২০১১ সালে রাজস্থান দলে থাকাকালীন তার সঙ্গে ঘটে এই ঘটনা।
Read More: এখনই অবসর নিচ্ছেন না MS ধোনি, CSK অফিসিয়াল করলেন কনফার্ম !!
টেলর তার আত্মজীবনী “ব্ল্যাক অ্যান্ড হোয়াইট”-এ এই ঘটনাটির কথা উল্লেখ করেছেন। রাজস্থান দলের হয়ে খেলা কালীন এক ভয়াবহ দুঃস্বপ্নের সাক্ষী হয়েছিলেন তিনি। টেলর তার বইতে লিখেছেন, “মহালিতে পাঞ্জাবের বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের একটি ম্যাচ খেলা হচ্ছিল, প্রথমে ব্যাটিং করে রাজস্থান ১৯৪ রান বানায়, ১৯৫ রান তারা করতে এসে আমি শূন্য রানে এলবিডব্লিউ হয়ে যাই। এমনকি আমরা লক্ষ্যমাত্রার ধারেকাছে যেতে পারিনি।”
এক ভয়াবহ দুঃস্বপ্নের সাক্ষী হয়েছিলেন টেলর
টেলর আরও লিখেছেন, “ম্যাচের পর সাপোর্টিং স্টাফ ও ম্যানেজমেন্ট সহ গোটা দল, হোটেলের উপরের ফ্লোরে একটি বারে উপস্থিত ছিল। ক্যাপ্টেন ওয়ার্ন ও লিজ হার্লিও হাজির ছিলেন সেখানে। হঠাৎ রাজস্থানের এক মালিক আমাকে এসে বলেন, ‘রস, তোমাকে লাখ লাখ ডলার দিয়ে শূন্য রান করার জন্য কিনিনি।’ এটা বলে তিনি আমায় তিন-চার বার চড় মারেন। এরপর তারা হাসাহাসি শুরু করেন, তারা ভেবেছিল যে তারা হয়তো খুব জোরে চড় মারেন নি। এমনকি ওদের ভাব দেখেও মনে হচ্ছিল না যে সেটা অভিনয় ছিল। আমি এই নিয়ে কোনদিন প্রতিবাদ করিনি, তবে পেশাদার প্রতিযোগিতায় এরকম হতে পারে বলে আমার কোন ধারণা ছিল না।”