আইপিএল ২০২৪-এর (IPL 2024) প্রথম ম্যাচের টিকিট বুকিং শুরু হয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪-এর প্রথম ম্যাচটি বেঙ্গালুরু বনাম চেন্নাই সুপার কিংসের মধ্যে খেলা হবে। এই ম্যাচের জন্য ফ্যানরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। শুধু তাই নয়, এই ম্যাচের টিকিটও অনলাইনে করা হয়েছে ফ্যানদের জন্য। আসলে প্রথম ম্যাচে মুখোমুখি হবে বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনির দল। আর সেই ম্যাচ ঘিরে উত্তেজনা যে চরমে উঠবে তা আর আলাদা করে বলার দরকার পড়ে না। স্বাভাবিকভাবে এই ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে উঠেছে। আর সেই বিষয়টা নিশ্চিত করেছেন ভারতীয় দলের একজন তারকা ক্রিকেটার। তিনি জানিয়ে দিয়েছে, এমন টিকিটের জন্য হাহাকার তিনি অনেকদিন দেখেননি।
প্রথম ম্যাচের আগে কী বললেন আশ্বিন?
Unreal ticket demand for the #CSKvRCB #IPL2024 opener at Chepauk.
My kids want to the see opening ceremony and the game.@ChennaiIPL pls help🥳— Ashwin 🇮🇳 (@ashwinravi99) March 18, 2024
আইপিএল শুরু হতে আর বিশেষ সময় বাকি নেই। ২২ মার্চ প্রথম ম্যাচটি হবে চিপক স্টেডিয়ামে। সেই স্টেডিয়াম যে ভরে থাকবে সেই বিষয়ে কোন সন্দেহ নেই। টিকিটের দামের তোয়াক্কা না করেই দর্শকরা স্টেডিয়াম ভরাতে চলেছেন। সেই জোয়ারে গা ভাসিয়ে দিয়েছে রবিচন্দ্রন অশ্বিনের পরিবার। সেই ইঙ্গিত দিয়েই সোমবার এই তারকা অফস্পিনার জানিয়ে দিয়েছেন তার ছেলেরাও মাঠে যাওয়ার জন্য তৈরি। তিনি টুইটারে লেখেন, “সিএসকে বনাম আরসিবি ম্যাচকে কেন্দ্রকে করে এই উত্তেজনা একরকম অবিশ্বাস্য। আমার ছেলেরাও এই ম্যাচ দেখতে স্টেডিয়ামে যেতে চাইছে।”
উল্লেখ্য, চেন্নাই সুপারকিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তার ঘরের মাঠে জোরদার অনুশীলন করছেন। ধোনির অনুশীলনের ছবি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায়। একই সময়ে, সমস্ত বিদেশী এবং দেশীয় খেলোয়াড় আইপিএলের জন্য তাদের নিজেদের ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে শুরু করেছে। চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে প্রথম ম্যাচের টিকিট ১৮ মার্চ সোমবার সকাল ৯:৩০ টায় শুরু হয়ে গিয়েছে। এবার ফ্যানরা শুধু ই-টিকিট দেখিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। তাদের হার্ড কপি আনতে হবে না।