IPL 2024: প্রথম ট্রফির সন্ধানে পাঞ্জাব কিংস, মরসুম শুরুর আগেই প্রীতি জিন্টার দল ছেঁটে ফেললো এই তারকাকে !! 1

IPL 2024: ক্যালেন্ডারের হিসেবে বাকি আর দিন সাতেক। তার পরেই শুরু হয়ে যাবে ক্রিকেটের উৎসব- ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL)। আয়োজক সংস্থা বিসিসিআই গত মাসে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে আইপিএলের সপ্তদশতম মরসুম শুরু হতে চলেছে ২২ মার্চ। তবে সম্পূর্ণ ক্রীড়াসূচি প্রকাশ করা সম্ভব হয় নি তাদের জন্য। ২০২৪ সালে দেশে রয়েছে লোকসভা ভোট। নির্বাচনের মাঝে আইপিএল (IPL) আয়োজন করতে গিয়ে যাতে নিরাপত্তাজনিত সমস্যায় পড়তে না হয়, তা নিশ্চিত করতেই দুই পর্বে সূচি প্রকাশের পন্থা বেছে নিয়েছে বোর্ড। প্রথম পর্বে ১৭ দিনের নির্ঘন্ট সামনে এসেছে। রয়েছে ২১টি ম্যাচ। বাকি সূচি নির্বাচনের দিনক্ষণ প্রকাশিত হওয়ার পর ঘোষণা করা হবে জানানো হয়েছে।

২০০৮ সাল থেকে আইপিএলে অংশ নিয়ে এসেছে পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজি। আইপিএলের গোড়া থেকে টুর্নামেন্টে অংশ নিলেও এখনও খেতাব স্পর্শ করতে পারে নি যে গুটিকয় দল, তাদের মধ্যে রয়েছে পাঞ্জাব কিংস (PBKS)। ২০০৮ সালে তারা আত্মপ্রকাশ করে কিংস ইলেভেন পাঞ্জাব (KXIP) নামে। পরে নাম বদলে পাঞ্জাব কিংস হলেও তা সাফল্য এনে দিতে পারে নি তাদের। শূন্যই থেকে গিয়েছে ট্রফি ক্যাবিনেট। ২০১৪ সালে শেষবার প্লে-অফের যোগ্যতা অর্জন করেছিলো পাঞ্জাব (PBKS)। এরপর কেটে গিয়েছে প্রায় দশ বছর। প্রতিবারই তীরে এসে তরী ডুবেছে তাদের। ক্রমাগত ব্যর্থতার কাহিনীতে এবার বদল আনতে মরিয়া তারা। টুর্নামেন্টের সতেরোতম মরসুমে এসে প্রথম খেতাব জয়ের লক্ষ্যে ‘কঠিন’ সিদ্ধান্ত নিলো প্রীতি জিন্টা’র ফ্র্যাঞ্চাইজি। সরানো হলো ব্যাটিং পরামর্শদাতা ওয়াসিম জাফর’কে (Wasim Jaffer)।.

Read More: IPL 2024: “কাজটি মোটেও ঠিক করেনি…”, রোহিতের অধিনায়কত্ব কেড়ে নেওয়ায় মুম্বাই কর্তাদের একহাত যুবরাজের !!

IPL শুরুর আগেই সরানো হলো জাফর’কে-

Wasim Jaffer | IPL 2024 | Image: Getty Images
Wasim Jaffer | Image: Getty Images

২৩ মার্চ ঘরের মাঠে দিল্লী ক্যাপিটালসের (DC) বিরুদ্ধে আইপিএল অভিযান শুরু করছে পাঞ্জাব কিংস (PBKS)। প্রথম পর্বের যে সূচি প্রকাশ করা হয়েছে সেখানে চারটি ম্যাচ রয়েছে শিখর ধাওয়ান, জিতেশ শর্মাদের। দিল্লী দ্বৈরথের পর বেঙ্গালুরু উড়ে যাবে পাঞ্জাব কিংস শিবির। ২৫ মার্চ চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্সের (RCB)। এরপর ৩০ মার্চ লক্ষ্ণৌর একানা স্টেডিয়ামে সুপারজায়ান্টসদের বিরুদ্ধে মাঠে নামবে তারা। ৪ এপ্রিল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের ম্যাচ রয়েছে গুজরাত টাইটান্সের (GT) বিরুদ্ধে। ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছেন ক্রিকেটাররা। একে একে শিবিরে যোগ দিতে শুরু করেছেন বিদেশী তারকারাও। এরই মধ্যে চাঞ্চল্যকর খবর মিললো শিখর ধাওয়ান’দের ফ্র্যাঞ্চাইজি সূত্রে। জানা গিয়েছে ব্যাটিং পরামর্শদাতা ওয়াসিম জাফরের (Wasim Jaffer) সাথে সম্পর্ক ছিন্ন করেছে তারা।

২০১৯ সালে প্রথম পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজিতে কোচিং স্টাফ হিসেবে যোগ দিয়েছিলেন ওয়াসিম জাফর (Wasim Jaffer)। ২০২২-এর মেগা অকশনের আগে সরে দাঁড়ান পদ থেকে। ২০২৩-এ আবার তাঁকেই ব্যাটিং পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা হয়। প্রথম দফায় তিন মরসুম দলের সাথে ছিলেন মুম্বই-এর প্রাক্তন ক্রিকেটার। কিন্তু দ্বিতীয় দফায় মাত্র এক মরসুমেই জাফরে মোহভঙ্গ হয়েছে দলের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছাড়ার পর পাঞ্জাব কিংস (PBKS) দলের ডায়রেক্টর অফ ক্রিকেট পদে যোগ দিয়েছিলেন ভারতীয় প্রাক্তনী সঞ্জয় বাঙ্গার (Sanjay Banger)। জানা গিয়েছে ব্যাটিং পরামর্শদাতার দায়িত্ব আপাতত সামলাবেন তিনিই। আসন্ন মরসুমের পর কোচিং স্টাফে আরও রদবদল আনতে পারে পাঞ্জাব। আতসকাঁচের নীচে রয়েছেন হেড কোচ ট্রেভর বেলিস’ও (Trevor Bayliss)। এই বছর দলকে সাফল্য এনে দিতে না পারলে ছাঁটাই হতে পারেন তিনি।

সম্পূর্ণ মরসুম খেলবেন জনি বেয়ারেস্টো-

Jonny Bairstow | IPL 2024 | Image: Getty Images
Jonny Bairstow | Image: Getty Images

ইংল্যান্ডের খেলোয়াড়দের নিয়ে বেজায় বিরক্ত আইপিএল (IPL) ফ্র্যাঞ্চাইজিরা। নিলামের আগেই নাম তুলে নিয়েছিলেন বেন স্টোকস, জো রুট’রা। খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েও শেষ মুহূর্তে সরে দাঁড়িয়েছেন একঝাঁক ইংল্যান্ড তারকা। তালিকায় রয়েছেন গাস অ্যাটকিনসন (Gus Atkinson), মার্ক উড (Mark Wood), জেসন রয়’রা (Jason Roy)। গতকাল সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন তরুণ ব্যাটার হ্যারি ব্রুক’ও (Harry Brook)। শেষ মুহূর্তে বিকল্প খুঁজতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে দলগুলিতে। এমতাবস্থায় খুশির হাওয়া পাঞ্জাব কিংস (PBKS) শিবির। সংবাদমাধ্যম সূত্রে খবর ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার জনি বেয়ারেস্টোকে (Jonny Baistow) সম্পূর্ণ মরসুমের জন্যই পেতে চলেছে তারা। গত মরসুমে চোটের কারণে খেলতে পারেন নি তিনি। সম্প্রতি ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে রান না পেলেও আইপিএলে (IPL) তিনিই ‘তুরুপের তাস’ হতে পারেন বলে ধারণা বিশেষজ্ঞমহলের।

Also Read: Big Breaking: শেষ মুহূর্তে দেশ থেকে সরছে IPL, জয় শাহ’র তরফ থেকে আসতে চলেছে চাঞ্চল্যকর ঘোষণা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *