IPL 2024: পাহাড়ঘেরা ধর্মশালায় আজ মুখোমুখি পাঞ্জাব কিংস (PBKS) ও চেন্নাই সুপার কিংস (CSK)। গত কয়েকটি ম্যাচে ফর্মের ওঠানামা দেখা গিয়েছে চেন্নাইয়ের খেলায়। প্রথম চারের বাইরে বেরিয়ে গিয়েছে তারা। আপাতত ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রয়েছে পঞ্চম স্থানে। আজ জিতলে সুযোগ রয়েছে প্লে-অফের দৌড়ে ফিরে আসার। অন্য দিকে টুর্নামেন্টের প্রথম দিকে পিছিয়ে পড়লেও পরপর দুটি জয়ের পর আত্মবিশ্বাসী পাঞ্জাব শিবির। আজ জিতলে ১০ পয়েন্টে পৌঁছে চেন্নাই, দিল্লীর মত দলকে ধরে ফেলবে তারাও। আইপিএলে (IPL) শেষ পাঁচ ম্যাচে পাঁচবারই চেন্নাইকে পরাস্ত করেছে তারা। এই পরিসংখ্যান নিঃসন্দেহে আত্মবিশ্বাস যোগাবে স্যাম কারানের দলকে। আজকের ম্যাচের শুরুতেও ভাগ্য সুপ্রসন্ন ছিলো পাঞ্জাবেরই। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় তারা।
Read More: PBKS vs CSK, Match-53, Toss Report in Bengali: টস গেলো পাঞ্জাবের পক্ষে, জয়ের সন্ধানে একাদশে এই ম্যাচ উইনারকে সুযোগ দিলো চেন্নাই !!
চেন্নাই ব্যাটিং-এর উজ্জ্বল মুখ ঋতুরাজ-মিচেল-
আজও রচিন রবীন্দ্রকে প্রথম একাদশে জায়গা দেয় নি চেন্নাই সুপার কিংস। ওপেনার হিসেবে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের সাথে মাঠে নেমেছিলেন অজিঙ্কা রাহানে। তাঁর অফ ফর্ম কাটে নি আজ। ধর্মশালার মাঠে ইনিংসের গোড়াতেই আর্শদীপ সিং-এর শিকার হন তিনি। বাম হাতি পেসারের বলে রাহানে ধরা পড়েন কাগিসো রাবাডার হাতে। ৭ বলে ৯ রান করেই থামে তাঁর ইনিংস। চেন্নাই সুপার কিংস যখন প্রথম উইকেট হারায় তখন তাদের স্কোর মাত্র ১২। পাওয়ার প্লে’র মধ্যে প্রথম উইকেট হারানোর পর দলকে দিশা দেখান অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। সঙ্গ দেন তিনে নামা ড্যারিল মিচেল।
রাহানে ফেরার পর পালটা দেওয়ার চেষ্টায় ছিলেন ঋতুরাজ ও ড্যারিল মিচেল। বেশ কিছু বড় শট খেলতে দেখা যায় দুজনকেই। গতকাল ঋতুরাজের থেকে কমলা টুপির মালিকানা কেড়ে নিয়েছিলেন বিরাট কোহলি। আজ তা পুনরুদ্ধারের লড়াইতে নেমে সফল হলেন না চেন্নাই অধিনায়ক। ২১ বলে ৩২ রান করে থামায় তাঁর মোট রান দাঁড়ালো ১১ ইনিংসে ৫৪১। ঠিক এক রানে এগিয়ে থেকে কমলা টুপির মালিকানা ধরে রাখলেন কোহলি। রাহুল চাহারকে অষ্টম ওভারে আক্রমণে এনে বাজিমাত করেন পাঞ্জাব অধিনায়ক স্যাম কারান। ওভারের প্রথম বলেই ঋতুরাজকে আউট করেন চাহার। পরেই বলেই সাজঘরের রাস্তা ধরেন শিবম দুবেও। পরপর দুই উইকেট হারিয়ে চাপে পড়ে চেন্নাই।
নিয়ন্ত্রিত বোলিং-এ চেন্নাইকে বেঁধে রাখলো পাঞ্জাব-
ঋতুরাজ ও দুবে পরপর আউট হওয়ার পরেই ব্যাকফুটে চলে গিয়েছিলো চেন্নাই সুপার কিংস। তাদের উপর চাপ বজায় রাখে পাঞ্জাব। বেশীক্ষণ টেকেন নি মিচেল’ও। কিউই অলরাউন্ডার ১৯ বলে ৩০ রান করে হর্ষল প্যাটেলের বলে লেগ বিফোর উইকেট হলেন আজ। ক্রিজে টিকে থেকে প্রতিরোধ গড়ে তুলতে চেয়েছিলেন মঈন আলি। রবীন্দ্র জাদেজার সাথে জুটিও হয় তাঁর। কিন্তু দ্বিতীয় স্পেলে ফিরে এসে ইংল্যান্ডের অলরাউন্ডারকে সাজঘরমুখী করেন রাহুল চাহার। ২০ বলে ১৭ রানের মন্থর ইনিংস শেষ হয় বেয়ারেস্টোর হাতে ক্যাচ দিয়ে। আজ ৪ ওভার হাত ঘুরিয়ে ২৩ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে পাঞ্জাবের নায়ক রাহুল চাহার।
পরপর উইকেট হারাতে থাকা চেন্নাইয়ের হয়ে এরপর প্রত্যাঘাতের রাস্তায় হাঁটেন শার্দুল ঠাকুর। মহেন্দ্র সিং ধোনির আগে ব্যাট করতে নেমেছিলেন তিনি। আস্থার দাম দিলেন। প্রথম দুই বলেই চার-ছক্কা হাঁকিয়ে ইনিংসকে গতি এনে দিয়েছিলন তিনি। তবে তাঁকে বেশীদুর এগোতে দেন নি হর্ষল। ১৯তম ওভারে অসাধারণ ইয়র্কারে ফেরান সাজঘরে। ১১ বলে ১৭ রানে থামেন শার্দুল। অপেক্ষা ছিলো ধোনির। যখন মাঠে নামলেন বাকি আর আট বল। খেললেন মাত্র একটি। হর্ষলের স্লোয়ার অফ কাটার ছিটকে দিলো তাঁর স্টাম্প। অ্যান্টি-ক্লাইম্যাক্স মুহূর্তের স্তব্ধতা নামিয়েছিলো গ্যালারিতে। শেষ ভরসা ছিলেন রবীন্দ্র জাদেজা। তিনি ২৬ বলে ৪৩ করলেও ৯ উইকেটের বিনিময়ে ১৬৭ রানেই থামলো সুপার কিংস’রা।