IPL 2024: ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) সপ্তদশ মরসুমের খেলা শুরু হতে বাকি এখনও বেশ কয়েকমাস। তবে ইতিমধ্যেই ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা আয়োজিত ফ্র্যাঞ্চাইজি টি-২০ প্রতিযোগিতা নিয়ে চড়েছে উত্তেজনার পারদ। নেপথ্যে ‘মিনি’ অকশন। দুবাইয়ের কোকা-কোলা এরিনাতে দশ ফ্র্যাঞ্চাইজি মুখোমুখি হয়েছে আগামী মরসুমের জন্য নিজেদের স্কোয়াড গুছিয়ে নেওয়ার লক্ষ্য সামনে রেখে। মোট ৭৭টি শূন্যস্থান রয়েছে। তা পূরণ করার জন্য ৩৩৩ জন ক্রিকেটারের মধ্যে থেকে দলগুলিকে বেছে নিতে হবে নিজেদের পছন্দের তারকাকে। শুরু থেকেই আন্তর্জাতিক তারকাদের নিয়ে চলছে দড়ি টানাটানি। চমক দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার রোভম্যান পাওয়েল। ৭ কোটিতে তিনি জায়গা করে নিয়েছেন রাজস্থান দলে। ট্র্যাভিস হেড নাম লিখিয়েছেন সানরাইজার্সে। ১ কোটি ৮০ লাখে রচিন রবীন্দ্রকে দলে সামিল করেছে চেন্নাই সুপার কিংস।
এখনও অবধি আইপিএল নিলামের নায়ক অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। প্রাক্তন কেকেআর পেসারকে দলে সামিল করতে সর্বস্ব বাজি লাগাতেও পিছু হটলো না রয়্যাল চ্যালেঞ্জার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ। শেষমেশ সাইনরাইজার্স শিবিরে তিনি যোগ দিলেন ২০ কোটি ৫০ লাখে। ড্যারিল মিচেল’ও ১০ কোটি গণ্ডী পেরোলেন সহজেই। ১৪ কোটিতে তিনি নাম লেখালেন চেন্নাই সুপার কিংসে। দক্ষিণ আফ্রিকার তরুণ তুর্কি জেরাল্ড ক্যুৎসিয়েকে দলে সামিল করলো মুম্বই ইন্ডিয়ান্স। ভারতীয়দের মধ্যে ভালো দাম পেলেন শার্দূল ঠাকুর ও হর্ষল প্যাটেল। ৪ কোটিতে নিজের পুরনো দল চেন্নাইতে ফিরলেন শার্দুল। প্রাক্তন পার্পল ক্যাপ বিজেতা হর্ষলকে ১১.৭৫ কোটিতে নিলো পাঞ্জাব। ইংল্যান্ডের অলরাউন্ডার ক্রিস ওকসের জন্য কলকাতা নাইট রাইডার্সের সাথে লড়াই করে জয় পেলো পাঞ্জাব কিংস।
Read More: IPL 2024: নিলামের আসরে ঝড় তুললেন প্যাট কামিন্স, রেকর্ড মূল্যে নতুন দলে অস্ট্রেলীয় অধিনায়ক !!
১) ক্রিস ওকস-
দল- পাঞ্জাব কিংস
বেস প্রাইস- ২ কোটি
নিলামে দাম পেলেন- ৪ কোটি ২০ লাখ
২) ট্রিস্টান স্টাবস
দল- দিল্লী ক্যাপিটালস
বেস প্রাইস- ৫০ লাখ
নিলামে দাম পেলেন- ৫০ লাখ
৩) কে এস ভরত
দল- কলকাতা নাইট রাইডার্স
বেস প্রাইস- ৫০ লাখ
নিলামে দাম পেলেন- ৫০ লাখ
৪) চেতন সাকারিয়া
দল- কলকাতা নাইট রাইডার্স
বেস প্রাইস- ৫০ লাখ
নিলামে দাম পেলেন- ৫০ লাখ
৫) আলঝারি জোসেফ
দল- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
বেস প্রাইস- ১ কোটি
নিলামে দাম পেলেন- ১১ কোটি ৫০ লাখ