IPL 2024: এগিয়ে আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) সতেরোতম মরসুমের ‘মিনি’ নিলাম। সংবাদমাধ্যম সূত্রে খবর আগামী ১৯ ডিসেম্বর তা আয়োজন করা হতে পারে। গত বছর কোচিতে হলেও এবারের নিলামপর্ব সম্ভবত পাড়ি দিতে চলেছে দেশের বাইরে। সম্ভবত দুবাইতে হতে পারে ‘মিনি’ অকশন। খুলে দেওয়া হয়েছে ট্রেডিং উইন্ডো। প্রয়োজনে আইপিএলের (IPL) দশ ফ্র্যাঞ্চাইজি নিজেদের মধ্যে ক্রিকেটার বিনিময় সেরে নিতে পারে এই সময়সীমার মধ্যে। এরপর বোর্ডের কাছে নিজেদের রিটেনড এবং রিলিজ করে দেওয়া ক্রিকেটারদের তালিকা জমা করতে হবে তাদের। সবশেষে দলগুলি বসবে নিলামের টেবিলে। গত মরসুমের পারফর্ম্যান্স বিচার করে স্কোয়াডের ফাঁকফোকর ভরাট করার প্রয়াস করতে দেখা যাবে তাদের।
গত দুই মরসুমে আশানুরূপ পারফর্ম্যান্স করতে পারে নি মুম্বই ইন্ডিয়ান্স (MI)। ২০২২ এর আইপিএলে তারা শেষ করেছিলো লীগ তালিকার সবার শেষে। আর ২০২৩ সালে প্লে-অফে পৌঁছালেও খেতাবী যুদ্ধে জায়গা করে নিতে পারেন নি রোহিত শর্মা (Rohit Sharma), ঈশান কিষণ’রা (Ishan Kishan)। তৃতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। পাঁচ বারের চ্যাম্পিয়নরা আগামী মরসুমে সাফল্য পেতে মরিয়া। ইতিমধ্যে আইপিএলের ট্রেড উইন্ডোকে কাজে লাগিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ৫০ লক্ষ টাকার বিনিময়ে তারা লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) থেকে তুলে নিয়েছে ক্যারিবিয়ান অলরাউন্ডার রোমারিও শেপার্ডকে (Romario Shepherd)। ২০২৪ মরসুমে শক্তিশালী দল গড়তে আরও কিছু রদবদল করতে পারে তারা। ‘মিনি’ নিলামের আগে ‘অকশন পার্স’-এ অর্থের যোগান বাড়াতে মুম্বই ছেড়ে দিতে পারে জোফ্রা আর্চারের মত তারকা বোলারকে।
Read More: ‘প্রিন্স’ থেকে এবার রাজার সিংহাসনে শুভমান গিল, ওয়ানডের এই রেকর্ডে মুকুটে উঠলো নতুন পালক !!
চোটপ্রবণ জোফ্রাকে বিদায় জানাবে মুম্বই-

২০২২ সালের ‘মেগা অকশনে’ ৮ কোটি টাকার বিনিময়ে ইংল্যান্ড পেসার জোফ্রা আর্চারকে (Jofra Archer) দলে নিয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্স। জসপ্রীত বুমরাহ’র সাথে আর্চারের পেস জুটি ত্রাস হয়ে উঠবে প্রতিপক্ষের কাছে। আশা ছিলো এমনটাই। কিন্তু সেই আশা আর পূরণ হয় নি। ২০২২-এর নিলামে যখন তাঁকে দলে নিয়েছিলেন নীতা আম্বানি’রা, তখনও চোটের কারণে মাঠের বাইরেই ছিলেন আর্চার। কিন্তু ভবিষ্যতের কথা ভেবে তাঁর উপর বিনিয়োগ করার সাহস দেখিয়েছিলো মুম্বই (MI) ফ্র্যাঞ্চাইজি। ২০২২ মরসুমে আইপিএলের একটি ম্যাচও খেলেন নি ইংল্যান্ডের পেসার। ২০২৩ সালে আইপিএলের গোড়ার দিকে তিনি দলের সাথে যোগ দেন ঠিকই, কিন্তু কনুইয়ের চোটে মাঝপথেই ছিটকে গিয়েছিলেন মাঠ থেকে। ৫ ম্যাচ খেলে নেন মাত্র ২ উইকেট।
বাধ্য হয়ে শেষের কয়েকটি ম্যাচে বিকল্প হিসেবে ক্রিস জর্ডানকে (Chris Jordan) দলে নিতে হয়েছিলো মুম্বইকে। বুমরাহ (Jasprit Bumrah) ২০২৩-এ গোটা মরসুম জুড়ে চোটের কবলে পড়ে বাইরে থাকায় টানা দ্বিতীয় বছর জোফ্রা-বুমরাহ জুটি দেখা যায় নি। এরপর বেশ কয়েক মাস কেটে গেলেও চোট সারিয়ে উঠতে পারেন নি জোফ্রা আর্চার (Jofra Archer)। বর্তমানে বিশ্বকাপে ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে তিনি ইংল্যান্ড দলের সঙ্গে থাকলেও ম্যাচ খেলার মত ফিট এখনও নন। আঙুলের চোটে ফাস্ট বোলার রিস টপলি ছিটকে গেলেও জোফ্রাকে স্কোয়াডের অন্তর্ভুক্ত করতে পারে নি ইংল্যান্ড। দেশ থেকে উড়িয়ে আনা হয়েছে ব্রাইডন কার্স’কে (Brydon Carse)। কবে আদৌ তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারবেন, তাও জানাতে পারছেন না কেউ।
দুই মরসুম তাঁর জন্য অপেক্ষা করে ডুবেছে মুম্বই ইন্ডিয়ান্স (MI)। তৃতীয় মরসুমে আর এই ঝুঁকি সম্ভবত নিতে চাইবেন না রোহিত শর্মা, সূর্যকুমার যাদব’রা (Suryakumar Yadav)। পিঠের চোট সারিয়ে আগামী মরসুমে স্বমহিমায় আইপিএলের (IPL) আঙিনায় ফিরতে চলেছেন জসপ্রীত বুমরাহ। গত মরসুমে সাদা বল হাতে ভরসা যুগিয়েছেন ভারতীয় পেসার আকাশ মাধওয়াল’ও। স্কোয়াডে রয়েছেন জেসন বেহরেনডফ, অর্জুন তেন্ডুলকর’রা। ফলত পেস বোলিং নিয়ে চিন্তা খানিক কমেছে মুম্বই ইন্ডিয়ান্সের (MI)। জোফ্রাকে রিলিজ করে যে ৮ কোটি টাকা যুক্ত হবে ‘অকশন পার্স-এ, তা ব্যবহার করে এক বা একাধিক বিশ্বমানের ক্রিকেটারকে দলে সামিল করতে পারে মুম্বই।