IPL 2024: আইপিএলের (IPL) সপ্তদশতম মরসুমের সূচনাটা আশানুরূপ হয় নি লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের। প্রথম ম্যাচে জয়পুরের সোয়াই মানসিংহ্ স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হাতছাড়া হয়েছিলো দুই পয়েন্ট। সেই হারের ধাক্কা সামলে আজ ঘরের মাঠে ঘুরে দাঁড়ালো তারা। ছিনিয়ে নিলো মরসুমের প্রথম জয়। আজ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আগাগোড়া দাপট দেখালো তারা। টসের সময়েই চমক দেয় সুপারজায়ান্টস শিবির। দেখা যায় কে এল রাহুল নন, নেতা হিসেবে মাঠে নেমেছেন নিকোলাস পুরান। ক্যারিবিয়ান তারকা জানান সদ্য চোট সারিয়ে মাঠে ফেরা রাহুল’কে সম্পূর্ণ ম্যাচ খেলাচ্ছে না দল। বরং কেবল ব্যাটিং করবেন তিনি। টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্তই নেয় লক্ষ্ণৌ সুপারজায়ান্টস।
Read More: IPL 2024: ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম্যান্স লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের, টানা দ্বিতীয় পরাজয়ের সম্মুখীন পাঞ্জাব কিংস !!
ডি কক-রাহুলের ওপেনিং জুটি দীর্ঘস্থায়ী হয় নি। ৯ বলে ১৫ করে ফেরেন ভারতীয় তারকা। এরপর দেবদত্ত পাডিক্কাল ও মার্কাস স্টয়নিস’ও সাফল্যের মুখ দেখেন নি। লক্ষ্ণৌ ঘুরে দাঁড়ায় ক্যুইন্টন ডি কক ও নিকোলাস পুরানের ব্যাটে ভর করে। অর্ধশতক করেন ডি কক। ঝোড়ো ২১ বলে ৪২ রানের ইনিংস খেলেন পুরান। এরপর আয়ুষ বাদোনি রান না পেলেও জ্বলে ওঠেন ক্রুণাল পাণ্ডিয়া। ২২ বলে ৪৩ করে অপরাজিত থাকেন তিনি। ১৯৯ রান স্কোরবোর্ডে তুলেছিলো লক্ষ্ণৌ। রান তাড়া করতে নেমে দারুণ ছন্দে এগোচ্ছিলো পাঞ্জাব। কিন্তু গতির আগুনে তাদের ঝলসে দেন নবাগত মায়াঙ্ক যাদব। যোগ্য সঙ্গত করেন মহসীন খান’ও। পাঞ্জাবকে তারা রুখে দেন ১৭৮ রানেই। ৪ ওভারে ২৭ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে অভিষেকেই ম্যাচের সেরা হলেন বছর ২১-এর মায়াঙ্কই।
চোট-আঘাত সমস্যার মোকাবিলা করতে হয়েছে। কঠিন পরিস্থিতিকে পিছনে ফেলে এসে আজ সাফল্যের সরণিতে তরুণ ফাস্ট বোলার মায়াঙ্ক যাদব। নান্দ্রে বার্গারকে ছাপিয়ে চলতি আইপিএলের দ্রুততম ডেলিভারিটির মালিক এখন তিনিই। নিয়মিত ১৫০ কিলোমিটার প্রতি ঘন্টার বেশী গতি তুললেন স্পিডোমিটারে। তুলে নেন জনি বেয়ারেস্টো, প্রভসিমরণ সিং ও জিতেশ শর্মা’র উইকেট। ম্যাচের সেরা হয়ে উচ্ছ্বসিত তিনি। মায়াঙ্ক জানান, “অভিষেক যে এতটা ভালো হবে তা কল্পনাও করতে পারি নি। খেলা শুরুর আগে স্নায়ুর চাপে ভুগছিলাম। চেষ্টা করেছি নিজের গতি বজায় রাখার আর স্টাম্পকে নিশানা করার।” স্ট্র্যাটেজি বিশ্লেষণ করে মায়াঙ্ক বলেন, “প্রথমে ভেবেছিলাম স্লোয়ারের কথা, পরে গতিকেই বেছে নি।” বেয়ারেস্টোর উইকেটটিকেই সেরা বেছেছেন তিনি। “কিছু লক্ষ্য অবশ্যই ছিলো, কিন্তু চোট বাধা হয়ে দাঁড়ালে আর কিছু করার থাকে না,” সাক্ষাৎকারের শেষে বলেছেন মায়াঙ্ক।
Also Read: IPL 2024: “ঘরের মাঠে জিতে ভালো লাগছে…” পাঞ্জাব’কে হারিয়ে উচ্ছ্বাস নিকোলাস পুরানের গলায় !!