IPL 2024: গত ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জয়ের দোরগোড়া থেকেও খালি হাতে ফিরতে হয়েছিলো গুজরাত টাইটান্সকে (GT)। আজ লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিরুদ্ধে আগাগোড়া পিছিয়েই রইলেন শুভমান গিল’রা। টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিলেন লক্ষ্ণৌ অধিনায়ক কে এল রাহুল। ওপেনিং জুটিতে বেশী রান ওঠে নি। দ্বিতীয় উইকেটও আসে দ্রুত। এরপর মার্কাস স্টয়নিস ও রাহুলের জুটি খানিক প্রতিরোধ গড়ে তোলেন গুজরাতের বিরুদ্ধে। শেষলগ্নে নিকোলাস পুরান ও আয়ুষ বাদোনির ক্যামিও’র দৌলতে ৫ উইকেটের বিনিময়ে ১৬৩ রান অবধি পৌঁছায় লক্ষ্ণৌ।
রান তাড়া করতে নেমে খানিক নড়বড়ে ছিলেন শুভমান গিল। আজ বড় রান আসে নি গুজরাত অধিনায়কের ব্যাট থেকে। এরপর একে একে সাজঘরে ফেরা শুরু হয় কেন উইলিয়ামসন, বি আর শরথ’দের। মন্থর বাইশ গজে স্পিনের জাল পেতে গুজরাত ব্যাটারদের জাঁকিয়ে বসার রাস্তা বন্ধ করে দেয় লক্ষ্ণৌ। নজর কাড়েন পেসার মায়াঙ্ক যাদব’ও। সাই সুদর্শন প্রত্যাঘাতের প্রচেষ্টা করলেও যথেষ্ট হয় নি তা। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে গুজরাত। শেষমেশ ১৩০ রানেই গুটিয়ে যায় তারা। ৭ বল বাকি থাকতেই ৩৩ রানের ব্যবধানে জয় লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের।
Read More: IPL 2024: লখনউয়ের বিরুদ্ধে ভেঙে পড়লো গুজরাটের ব্যাটিং, ৩৩ রানে হেরে মাঠ ছাড়লো শুভমান গিলের দল !!
১) পাওয়ার প্লে’তে প্রথম উইকেট হারায় লক্ষ্ণৌ-
গত দুই ম্যাচে টানা অর্ধশতক করেছিলেন লক্ষ্ণৌ সুপারজায়ান্টস ওপেনার ক্যুইন্টন ডি কক। আজ অবশ্য বড় রান পেলেন না তিনি। ইনিংসের চতুর্থ বলেই উমেশ যাদবের বলে তিনি ধরা পড়েন নূর আহমেদের হাতে। করেন মাত্র ৬ রান। চলতি আইপিএলে নিজের হতশ্রী ফর্মে বদল আনতে পারলেন না দেবদত্ত পাডিক্কাল’ও। তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন কর্ণাটকের ক্রিকেটার। আউট হন মাত্র ৭ রান করে। তাঁকেও ফেরান উমেশ’ই। ১৮ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বসেছিলো তারা।
২) মন্থর ইনিংস কে এল রাহুলের-
আইপিএল-এ ফের একবার মন্থর ব্যাটিং-এর অভিযোগ উঠলো কে এল রাহুলের বিরুদ্ধে। লক্ষ্ণৌ অধিনায়ক হিসেবে আজ ১০০০ রান সম্পূর্ণ করলেন তিনি। কিন্তু ১০৬.৪৫ স্ট্রাইক রেটে ৩১ বলে ৩৩ রানের ইনিংস কতদূর উৎসাহ যুগিয়েছে রাহুলের অনুরাগীদের তা নিয়ে প্রশ্ন রয়েই গেলো।
৩) রুখে দাঁড়ালেন স্টয়নিস-
নুয়ে পড়া লক্ষ্ণৌ সুপারজায়ান্টস ইনিংস খানিক গতি পায় মার্কাস স্টয়নিসের ব্যাটে। আজ চার নম্বরে খেলতে নেমেছিলেন অস্ট্রেলীয় অলরাউন্ডার। দায়িত্বশীল অর্ধশতক করেন তিনি। ৪৩ বলে ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে করেন ৫৮ রান। ১৩৯ স্ট্রাইক রেটে খেলা তাঁর ইনিংস’টি লক্ষ্ণৌ’কে ১৬০ পেরোতে সাহায্য করে আজ।
৪) লড়াইয়ের মঞ্চ গড়লেন পুরান-বাদোনি-
ডেথ ওভারে আরও একবার লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের হয়ে নজর কাড়লেন সহ-অধিনায়ক নিকোলাস পুরান। ক্যারিবিয়ান তারকা কঠিন পিচেও ২২ বলে অপরাজিত ৩২ রানের ইনিংস খেলে যান। তাঁকে সঙ্গ দেন আয়ূষ বাদোনি। গত কয়েকটি ম্যাচে রান পান নি তিনি। তবে আজ ১১ বলে করেন ২০ রান। ক্রুণাল পাণ্ডিয়া অপরাজিত থাকেন ২ বলে ২ করে। লক্ষ্ণৌর ইনিংস থামে ৫ উইকেটের বিনিময়ে ১৬৩ রানে।
৫) বোকা বনলেন শুভমান, হারালেন উইকেট-
ঋদ্ধিমান সাহা আজ খেলেন নি পিঠের চোটের কারণে। শুভমান গিল ওপেন করতে মাঠে নেমেছিলেন সাই সুদর্শনের সাথে। আজ লক্ষ্ণৌর বাইশ গজে সাবলীল মনে হয় নি শুভমান’কে। পাওয়ার-প্লে’র শেষ বলে উইকেট হারান তিনি। বলের লাইন বুঝতে না পেরে অ্যাক্রস গিয়ে লেগ সাইডে ফ্লিক করতে চেয়েছিলেন তিনি। কিন্তু ব্যাট ও বলের সংযোগ না হওয়ায় বোল্ড হন তিনি। ২১ বলে ১৯ করে আউট হন গুজরাত অধিনায়ক।
৬) দুর্দান্ত ক্যাচ বিষ্ণোইয়ের, আউট উইলিয়ামসন-
কেন উইলিয়ামসন’কে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামিয়েছিলো গুজরাত টাইটান্স। কিন্তু মাঠে কোনো প্রভাব বিস্তার করার আগেই উইকেট হারালেন তিনি। করলেন মাত্র ১। একটি অসামান্য ক্যাচে উইলিয়ামসনকে সাজঘরে ফেরত পাঠালেন রবি বিষ্ণোই। নিজের বোলিং-এর ফলো থ্রু’তেই অনেকটা লাফিয়ে উঠে উইলিয়ামসনের চিপ করা বল তালুবন্দী করেন তরুণ লেগস্পিনার।
৭) লড়লেন সাই সুদর্শন ও রাহুল তেওয়াটিয়া-
শুভমান, উইলিয়ামসনদের মত আন্তর্জাতিক ক্রিকেটের পরিচিত তারকারা রান না পেলেও লড়াই জারি রেখেছিলেন সাই সুদর্শন। সাধারণত তিন নম্বরে খেলেন তিনি। আজ ওপেন করতে নেমেছিলেন। ২৩ বলে ৪টি চারের সাহায্যে তিনি করেন ৩১ রান। ক্রুণাল পাণ্ডিয়াকে লেগ সাইডে মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ধরা পড়েন রবি বিষ্ণোই-এর হাতে। ছয় নম্বরে নেমে প্রতিরোধের প্রয়াস করতে দেখা গেলো রাহুল তেওয়াটিয়াকেও। ২৫ বলে ৩০ করে তিনি ফিরতেই জয়ের আশা মিলিয়ে গিয়েছিলো গুজরাতের।
৮) অনবদ্য বোলিং-এ বোতলবন্দী গুজরাত-
গত ম্যাচে লক্ষ্ণৌর বাইশ গজের অচেনা রূপ দেখা গিয়েছিলো। বড় রান উঠেছিলো। কিন্তু আজ দেখা গেলো চিরচেনা চিত্র। পিচে বল পড়ার পর বেশ থমকে আসছিলো ব্যাটে। খেলতে অসুবিধা হচ্ছিলো ব্যাটারদের। মাঝের ওভারে বাইশ গজকে দারুণ ভাবে কাজে লাগালেন লক্ষ্ণৌ স্পিনাররা। ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন ক্রুণাল পাণ্ডিয়া। নজর কাড়লেন পেসার যশ ঠাকুর’ও। আজ ৩০ রানের বিনিময়ে ৫ উইকেট নেন তিনি।
৯) জয়ের হ্যাটট্রিক লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের-
হেড টু হেড লড়াইতে এতদিন গুজরাত টাইটান্স এগিয়ে ছিলো ৪-০ ফলাফলে। আজ প্রথমবার তাদের হারালো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। মরসুমের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হারতে হয়েছিলো তাদের। তারপর থেকে অপরাজিতই রইলেন কে এল রাহুল’রা। টানা তিন ম্যাচ জিতে নিয়ে পয়েন্ট তালিকার তিন নম্বরে উঠে এলো তারা। আর পাঁচ ম্যাচ খেলে তৃতীয় হারের সম্মুখীন হলো গুজরাত টাইটান্স। লীগ তালিকায় তারা রয়েছে সাত নম্বরে। ক্রমেই প্লে-অফ থেকে দূরে সরছেন শুভমান গিল, রশিদ খান’রা।