IPL 2024: বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই ক্রিকেটপ্রেমীদের আলোচনার কেন্দ্রে জায়গা করে নিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL)। বিসিসিআই আয়োজিত ফ্র্যাঞ্চাইজি টি-২০ প্রতিযোগিতা শুরু হতে বাকি এখনও মাসখানেক। আপাতত পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে যে আগামী মার্চের শেষ বা এপ্রিলের গোড়া থেকে শুরু হতে চলেছে আইপিএলের (IPL) সপ্তদশ মরসুম। তবে আপাতত সকলের নজর ‘মিনি’ নিলামের দিকে। আসন্ন ১৯ ডিসেম্বর দুবাইয়ের মাটিতে নিলামের টেবিলে একে অপরের মুখোমুখি হতে চলেছে দশ ফ্র্যাঞ্চাইজি। স্কোয়াডের ফাঁকফোকরগুলো দ্রুত মেরামত করে নিতে বদ্ধপরিকর সকলে। ইতিমধ্যেই প্রথামাফিক রিলিজ-রিটেনশন তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে। জানা গিয়েছে কাদের আগামী মরসুমের জন্য ধরে রাখা হচ্ছে, আর কারা হাঁটতে চলেছেন নিলামের অনিশ্চয়তার সরণিতে।
২০২২ সালে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে আইপিএলের আঙিনায় পা রেখেছিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)। গত দুই মরসুমে দুইবারই তারা প্লে-অফের যোগ্যতা অর্জন করেছে। কিন্তু একবার ট্রফির মুখ দেখে নি। তৃতীয় মরসুমে প্রথমবার সাফল্যের স্বাদ পেতে মরিয়া সুপারজায়ান্টস (LSG) শিবির। সেই কারণেই দলে বেশ কিছু রদবদল করা হয়েছে। কোচের ভূমিকা থেকে সরানো হয়েছে অ্যান্ডি ফ্লাওয়ার’কে। এসেছেন জাস্টিন ল্যাঙ্গার (Justin Langer)। রাজস্থান রয়্যালস থেকে ট্রেডিং করে নিয়ে আসা হয়েছে দেবদত্ত পাডিক্কাল’কে (Devdutt Padikkal)। যে রিলিজ-রিটেনশন তালিকা তারা প্রকাশ করেছে, তাতে রিটেনশন লিস্টে রয়েছেন ১৬ জন ও তাদের রিলিজ তালিকায় ঠাঁই পেয়েছে মাত্র ৮ জন। নিলামে তাদের অকশন পার্সে থাকছে ১৩ কোটি ২০ লাখ টাকা। স্কোয়াডে স্লট ফাঁকা রয়েছে ৬টি। শূন্যস্থান পূরণের ক্ষেত্রে এই তিন ক্রিকেটার হতে পারেন আদর্শ।
Read More: “বিরাটকে আমি সরাই নি…” কোহলির ক্যাপ্টেন্সির প্রসঙ্গে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলী, দিলেন বড় বয়ান !!
রাইলি রুশো-

দক্ষিণ আফ্রিকার বাম হাতি ব্যাটার রাইলি রুশো (Rilee Rossouw) টি-২০ দুনিয়ার অন্যতম বিধ্বংসী ব্যাটার। কেরিয়ারে কুড়ি-বিশের ফর্ম্যাটে ৩১২টি ম্যাচ খেলেছেন তিনি। প্রায় ৩১ গড়ে করেছেন ৭৯৩৩ রান। শতকের সংখ্যা ৬টি। অর্ধশতক ৪৮টি। টি-২০ বিশ্বকাপ এবং পিএসএল-মত ফ্র্যাঞ্চাইজি লীগে দুর্দান্ত পারফর্ম্যান্স করায় গত বছর আইপিএলের (IPL) ‘মিনি’ নিলামে রুশোর দিকে হাত বাড়িয়েছিলো একাধিক ফ্র্যাঞ্চাইজি। প্রথম রাউন্ডে অবিক্রিত থাকার পর, দ্বিতীয় রাউন্ডে তাঁকে নিয়ে দরকষাকষি চলে রাজস্থান রয়্যালস ও দিল্লী ক্যাপিটালসের (DC) মধ্যে। শেষমেশ ৪ কোটি ৬০ লাখ টাকায় সই করায় দিল্লী। ব্যাট হাতে ৯টি ম্যাচে মাঠে নামার সুযোগ হলেও নিজেকে গত মরসুমে সঠিক ভাবে মেলে ধরতে পারেন নি রুশো (Rilee Rossouw)। করেন ২০৯ রান। অর্ধশতকের সংখ্যা ছিলো ১টি।
গত আইপিএলে (IPL) শেষের দিক থেকে দ্বিতীয় হয়েছে দিল্লী। সেই কারণেই তারা দলকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে এবার। ছেড়ে দিয়েছে রাইলি রুশো’কে (Rilee Rossouw)। এই সুযোগকে কাজে লাগাতে পারে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। আয়ুষ বাদোনি, দীপক হুডা, ক্রুণাল পান্ডিয়ার মত অনেকেই গত মরসুমে ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। ভুগতে হয়েছে লক্ষ্ণৌ মিডল অর্ডারকে। রুশো’কে ছিনিয়ে নিয়ে মিডল অর্ডারকে শক্তিশালী করার কথা ভাবতে পারেন নবনিযুক্ত কোচ জাস্টিন ল্যাঙ্গার। স্টয়নিস (Marcus Stoinis) বা পুরানের (Nicholas Pooran) সাথে জুটি গড়ে দল’কে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করতে পারেন রাইলি রুশো। আইপিএলে এখনও তিন মরসুম খেলে মাত্র ২৬২ রান করেছেন রুশো। আরও একটা সুযোগের অপেক্ষায় থাকবেন তিনিও।
শিবম মাভি-

কলকাতা নাইট রাইডার্সে আইপিএল (IPL) কেরিয়ারের লম্বা সময় কাটিয়েছেন শিবম মাভি (Shivam Mavi)। উত্তরপ্রদেশের তরুণ পেসারকে ২০১৮ অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপের পর সই করিয়েছিলো কলকাতা। শাহরুখ খানের দল লম্বা সময় আস্থাও দেখিয়েছিলো মাভি’র উপরে। কিন্তু আশানুরূপ পারফর্ম্যান্স না থাকায় ২০২৩ আইপিএল ‘মিনি’ অকশনের আগে তারা ছেড়ে দেয় মাভি’কে (Shivam Mavi)। ঘরোয়া ক্রিকেটে যে যদিও পারফর্ম্যান্স চমকপ্রদ ছিলো তাঁর। যার সুবাদে নিলামে আকাশছোঁয়া দাম পান তিনি। রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংসের মত ফ্র্যাঞ্চাইজিদের সাথে লড়াই করে গুজরাত টাইটান্স (GT) ছিনিয়ে নেয় তাঁকে। ৪০ লাখ টাকা বেস প্রাইস ছিলো মাভি’র। সেখানে তাঁর দর ওঠে ৬ কোটি টাকা।
বিপুল অর্থে গুজরাত টাইটান্স (GT) দলে জায়গা হলেও মাঠে নামার কোনো সুযোগ পান নি শিবম মাভি। গোটা মরসুমে শামি, মোহিত শর্মা, যশ দয়াল, জশুয়া লিটল এমনকি আলঝারি জোসেফের মত পেসারকে ব্যবহার করেছেন কোচ আশিষ নেহরা (Ashish Nehra), কিন্তু শিকে ছেঁড়ে নি মাভি’র ভাগ্যে। এবারের নিলামের আগে তাঁকে ছেড়ে দিয়েছে গুজরাত। নিলামে মাভির’র (Shivam Mavi) উপর বাজি লাগাতে পারে লক্ষ্ণৌ। দিনকয়েক আগে ট্রেডিং পদ্ধতিতে দেবদত্ত পাডিক্কালকে দলে নিয়েছে তারা। ছেড়ে দিতে হয়েছে আবেশ খান’কে (Avesh Khan)। তার ফলে স্কোয়াডে যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণ করতে মাভিই হতে পারেন আদর্শ বিকল্প। মহসীন খান, মার্ক উড, মার্কাস স্টয়নিসদের সাথে পেস বিভাগে আলো জ্বালাতে পারেন মাভি’ই।
ওবেদ ম্যাকয়-

লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের (LSG) হাতে নিলামের টেবিলে সবচেয়ে কম অর্থ থাকতে চলেছে। মাত্র ১৩ কোটি ২০ লাখ টাকা হাতে নিয়ে দুবাইয়ের নিলামযুদ্ধে অংশ গ্রহণ করতে চলেছেন সঞ্জীব গোয়েঙ্কারা। নিলামে স্টার্ক, হ্যাজেলউড, কামিন্সদের মত মহাতারকা পেসারদের দলে সামিল করতে সক্ষম হওয়া কঠিন হতে চলেছে তাদের জন্য। সুপারজায়ান্টস (LSG) শিবিরের লক্ষ্য থাকবে স্বল্প মূল্যে কার্যকরী কোনো ফাস্ট বোলার’কে ছিনিয়ে নেওয়া। তাদের জন্য সেই ফাস্ট বোলার হতে পারেন ওয়েস্ট ইন্ডিজের ওবেদ ম্যাকয় (Obed McCoy) । বেস প্রাইস ৭৫ লাখে ২০২২ নিলামে তাঁকে দলে সামিল করেছিলো রাজস্থান রয়্যালস (RR)। ২০২২ মরসুমে ৭ ম্যাচ খেলে ১১ উইকেট নেন। ২০২৩-এ একটি ম্যাচে সুযোগ মিললেও সফল হন নি ম্যাকয় (Obed McCoy)। শূন্য থেকে উইকেটের ঝুলি। ফলে ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে।
বছর ২৬-এর পেসার কেরিয়ারে সব স্তরের ক্রিকেট মিলিয়ে ৮৯টি টি-২০ ম্যাচ খেলেছেন। ক্যারিবিয়ান পেসারের ঝুলিতে গিয়েছে ১১২ উইকেট। তাঁর বোলিং গড় ২২। আন্তর্জাতিক আঙিনায় ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে তিনি ৩১টি-২০ ম্যাচ খেলে নিয়েছেন ৪১ উইকেট। ক্যারিবিয়ান ক্রিকেটের সম্ভাবনাময় তরুণদের তালিকা তাঁকে রাখা হচ্ছে। বিশেষজ্ঞদের ধারণা পেস বিভাগের ধার বাড়াতে আসন্ন নিলামে ওবেদ ম্যাকয়ের (Obed McCoy) উপরেই বাজি রাখবে লক্ষ্ণৌ (LSG)।