IPL 2024: চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে উত্তেজনার পারদ বেশ চড়েছে। এবার এই কুড়ি-বিশের টুর্নামেন্ট গ্রুপ পর্যায় টপকে প্লে অফের দিকে এগিয়ে চলেছে। তাই চলতি মরশুমে পরের কয়েকটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। পরবর্তী কয়েকটি ম্যাচ স্পষ্ট করে দেবে যে কোন ৪টি দল প্লে অফে জায়গা করে নিতে সক্ষম হবে। তাই আগামী কয়েকটি ম্যাচ খুবই উত্তেজনাপূর্ণ এবং মারকাটারি হবে বলে আশা করা হচ্ছে। এরই মধ্যে বড় ধাক্কা খেয়েছে কলকাতা নাইট রাইডার্স দল দল। প্লেঅফে জায়গা করে নিলে দলের একজন তুখোড় খেলোয়াড়কে পাবে না তারা। আর সেটাই চিন্তা বাড়াচ্ছে নাইট শিবির।
ইংল্যান্ড বোর্ড বড় ধাক্কা দিল নাইট শিবিরকে
গোটা বিশ্বের খেলোয়াড়রা আইপিএলে খেলে। খেলোয়াড়দের তাদের দেশের ক্রিকেট বোর্ড এই লিগে খেলার অনুমতি দেয়। ক্রিকেট বোর্ড কখনই দেশের স্বার্থ বিসর্জন না করে আইপিএল খেলার অনুমতি দেয় না। টি-২০ বিশ্বকাপ ২০২৪ আইপিএলের পরে আয়োজন করা হবে। বিশ্বকাপের আগে খেলোয়াড়দের মানসিক ও শারীরিকভাবে সুস্থ হয়ে উঠতে সময়ের প্রয়োজন। তাই, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তাদের ৩ জন খেলোয়াড়কে প্লে অফের আগে ডেকে নিতে চলেছে। তার মধ্যে রয়েছেন সেই খেলোয়াড়। আর ইংলিশ বোর্ডের এই সিদ্ধান্ত কেকেআরের জন্য ঝামেলার কারণ হয়ে দাঁড়িয়েছে।
প্লেঅফ খেলতে পারবেন না ফিল সল্ট
কেকেআর দলের ওপেনার ফিল সল্ট আইপিএল ২০২৪-এ কেকেআরের হয়ে একের পর এক ম্যাচে ঝড়ো ইনিংস খেলছেন। ঘটনা হল তিনি প্লে অফের জন্য উপস্থিত থাকবেন না। সল্ট ৯ ম্যাচে ১৮.৬৪ স্ট্রাইক রেটে ৩৯২ রান করেছেন। রয়েছে ৪টি হাফ সেঞ্চুরি করেছেন। ৯ ম্যাচে ৬ জয়ের সাথে প্লে অফের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে কেকেআর। তাই শেষ চারে ওঠার পর কলকাতা এই খেলোয়াড়কে মিস করবে। উল্লেখ্য, শুধু সল্ট নন, এই তালিকায় রয়েছেন রাজস্থান রয়্যালসের তারকা ব্যাটসম্যান জস বাটলার ও আরসিবির উইল জ্যাকসও। সব মিলিয়ে টি-২০ বিশ্বকাপের জন্য বেশ বেকায়দায় আইপিএলের দল।