IPL 2024: ২০১২ এবং ২০১৪ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) খেতাব জিতেছিলো কলকাতা নাইট রাইডার্স। এরপর দেখতে দেখতে কেটে গিয়েছে প্রায় দশটা বছর। কিন্তু একবার সাফল্য ধরা দেয় নি নাইট (KKR) শিবিরের হাতে। বেশ কয়েকবার প্লে-অফের গণ্ডী টপকেছে দল। ২০২১ সালে পৌঁছেছে ফাইনালেও, কিন্তু সেরার শিরোপা জোটে নি কপালে। দ্বিতীয় ট্রফির দশ বছর পূর্তিতে তাই খেতাব নিশ্চিত করতে মরিয়া বেগুনি-সোনালী ব্রিগেড। আগামী আইপিএলের আসর বসতে পারে ২০২৪-এর এপ্রিল-মে মাসে। .
তার আগে চলতি বছরের ডিসেম্বরে যে ‘মিনি’ নিলামের আসর বসার কথা রয়েছে, তাকেই টার্গেট করছেন ভেঙ্কি মাইশোর (Venky Mysore), শাহরুখ খান’রা (Shah Rukh Khan)। গত মরসুমে দল গঠনের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখা গিয়েছিলো। অকশন পার্সে প্রয়োজনীয় অর্থ না থাকায় তারকা ক্রিকেটারদের পিছনে ছুটতে পারে নি কলকাতা (KKR)। এবার স্ট্র্যাটেজি বদলে নিলামের টেবিলে বসতে পারে দুবারের চ্যাম্পিয়নরা। গত বছর টিম কম্বিনেশনের গোলমাল ডুবিয়েছিলো নাইটদের। সেই সমস্যা মেটাতে তরুণ ক্রিকেটার রচিন রবীন্দ্র (Rachin Ravindra) হতে পারেন কলকাতার প্রধান লক্ষ্য।
Read More: World Cup 2023: “এবার সোজা লাহোর এয়ারপোর্ট…” কিউইদের বিপক্ষে হার শ্রীলঙ্কার, নেটমাধ্যমে বিদ্রুপের মুখে টিম পাকিস্তান !!
দুর্দান্ত ফর্মে রয়েছেন রচিন রবীন্দ্র-

বোলিং অলরাউন্ডার, যিনি ব্যাট হাতেও মন্দ নন। ২০২৩ বিশ্বকাপের (ICC World Cup 2023) আগে রচিন রবীন্দ্র (Rachin Ravindra) সম্পর্কে এমনটাই জানত ক্রিকেটবিশ্ব। ভারতের বিরুদ্ধে ২০২১ সালে টেস্ট অভিষেকেও স্পিনার হিসেবে খেলেছিলেন তিনি। কিন্তু বিশ্বকাপের মঞ্চে রচিন বোঝালেন ব্যাট হাতে বিশ্বের অন্যতম সেরাদের সাথে টক্কর দেওয়ার ক্ষমতা রয়েছে তাঁর। রাহুল দ্রাবিড় এবং শচীন তেন্ডুলকর-দুই ভারতীয় কিংবদন্তি ক্রিকেটারের নাম জুড়ে পুত্রের নাম রচিন রেখেছিলেন তাঁর পিতা। দ্রাবিড়ের (Rahul Dravid) শহর বেঙ্গালুরুতে পাকিস্তানের বিরুদ্ধে শতরান করেছেন রচিন রবীন্দ্র। নিউজিল্যান্ডকে সেমিফাইনালে তুলে এবার শচীনের শহর মুম্বইতে পা রাখবেন তিনি। ভারতের বিরুদ্ধেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগামী ১৫ নভেম্বর সেমিফাইনালের লড়াই থাকবে তাঁর।
মাস্টার ব্লাস্টারের শহরে পা রাখার আগেই তাঁর রেকর্ড অবশ্য ভেঙে দিয়েছেন তিনি। এতদিন একটি বিশ্বকাপের আসরে ২৫ বছরের কম বয়সী কোনো ব্যাটারের সর্বোচ্চ রান ছিলো ৫২৩। ১৯৯৬ সালে সেই রেকর্ড গড়েছলেন শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar)। ২০২৩ বিশ্বকাপে এসে ‘ক্রিকেট ঈশ্বর’কে টপকে গেলেন ভারতীয় বংশোদ্ভুত নিউজিল্যান্ড তারকা। ৯ ম্যাচ খেলে চলতি টুর্নামেন্টে রচিন রবীন্দ্রের (Rachin Ravindra) রান সংখ্যা ৫৬৫। গড় ৭০.৬২। করেছেন তিনটি শতরান। বিরাট কোহলি, ক্যুইন্টন ডি কক’দের সরিয়ে রচিন’ই এখন বিশ্বকাপের (ICC World Cup 2023) সর্বোচ্চ রান সংগ্রাহক। বছর ২৩-এর ক্রিকেটার এইবারের আইপিএলের (IPL) নিলামে প্রথম অংশ নিতে চলেছেন। তাঁর জন্য ঝাঁপাতে পারে সবকটি ফ্র্যাঞ্চাইজিই। বাকিদের বিরুদ্ধে যুদ্ধে যেতেও প্রস্তুত কলকাতা।
রচিন’কে জালে তুলতে মরিয়া নাইট শিবির-

আগামী ১৯ ডিসেম্বর বসতে চলেছে ২০২৪ আইপিএলের (IPL) ‘মিনি’ নিলাম। গত বছর কোচিতে হলেও এবার দেশের বাইরে আয়োজিত হতে চলেছে অনুষ্ঠান। দুবাইতে বসতে পারে নিলামের আসর। দলগুলির হাতে বাড়তি পাঁচ কোটি টাকা দেওয়া হয়েছে আইপিএল ২০২৪-এর জন্য। গত মরসুমে ৯৫ কোটি টাকার মধ্যে দল গড়ার নির্দেশ ছিলো দশ ফ্র্যাঞ্চাইজির হাতে। এবার তা বাড়িয়ে করা হয়েছে ১০০ কোটি। গত মরসুমের অব্যবহৃত অর্থের সাথে নির্দিষ্ট দিনক্ষণের মধ্যে ট্রেড বা ক্রিকেটারদের রিলিজ করে ‘অকশন পার্সে’ অর্থ বাড়াতে পারে দলগুলি। এখনও অবধি সবচেয়ে বেশী অর্থ রয়েছে পাঞ্জাব কিংসের (PBKS) ঝুলিতে। ১২.২০ কোটি টাকা রয়েছে প্রীতি জিন্টাদের দলের হাতে। সবচেয়ে কম অর্থ আপাতত মুম্বই ইন্ডিয়ান্সের (MI) হাতে। তাদের ঝুলিতে রয়েছে মাত্র ৫ লক্ষ টাকা।
কলকাতা নাইট রাইডার্সের (KKR) অকশন পার্সে আপাতত রয়েছে ১ কোটি ৬৫ লক্ষ টাকা। এই অর্থ দিয়ে যে রচিন রবীন্দ্রের মত প্রতিভাকে পাওয়া যাবে না তা বিলক্ষণ জানেন মালিক শাহরুখ খান। তাই নিলামের আগে বড় পদক্ষেপ নিতে পারে নাইট শিবির। গত মরসুমে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন শার্দুল ঠাকুর (Shardul Thakur)। ১০ কোটি টাকায় দিল্লী ক্যাপিটালস (DC) থেকে গত মরসুমে তাঁকে ট্রেড করেছিলো কলকাতা। শার্দুলকে ছেড়ে দিলেন নিলামে বসার আগে অর্থের পরিমাণ অনেকটাই বাড়বে কলকাতার হাতে। এছাড়াও বহু যুদ্ধের ঘোড়া সুনীল নারাইনকেও (Sunil Narine) ছাড়তে পারে নাইটরা। ৬ কোটি টাকার চুক্তি রয়েছে তাঁর। লিটন দাস, শাকিব আল হাসানদেরও বিদায় সময়ের অপেক্ষা। গত ‘মিনি’ নিলামে সর্বোচ্চ ১৮ কোটি ৫০ লাখ টাকা দাম পেয়েছিলেন স্যাম কারান। কলকাতার আগ্রহে সেই রেকর্ড ছাপিয়ে যেতে পারেন রচিন রবীন্দ্র।