IPL 2024: চর্চার কেন্দ্রে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL)। ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা সূত্রে খবর যে আইপিএলের সপ্তদশ মরসুম শুরু হতে পারে মার্চের শেষে অথবা এপ্রিলের গোড়ায়। চলবে মে মাসের শেষ অবধি। ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ থাকায় দ্রুত শেষ করতে হবে টুর্নামেন্ট। বাইশ গজে বল পড়তে এখনও মাসখানেক দেরী থাকলেও আইপিএল (IPL) নিলাম কড়া নাড়ছে দরজায়। ২৬ নভেম্বর নিজেদের রিলিজ-রিটেনশন তালিকা ঘোষণা করে দিয়েছে দশ দল। এখন অপেক্ষা কেবল নিলাম শুরুর। সংবাদমাধ্যম সূত্রে খবর যে আগামী ১৯ ডিসেম্বর নিলামের টেবিলে একে অপরের মুখোমুখি হবে টুর্নামেন্টের দশ ফ্র্যাঞ্চাইজি। গত বছর নিলাম আয়োজিত হয়েছিলো কেরলের কোচি শহরের এক পাঁচতারা হোটেলে। এবার দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে পা দিচ্ছে তা। আয়োজিত হতে চলেছে মধ্যপ্রাচ্যের দুবাই শহরে।
জানা গিয়েছে ভারতীয় ও বিদেশী মিলিয়ে প্রায় ১০০০-এর বেশী ক্রিকেটার আইপিএলের (IPL) নিলামে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন। এরমধ্যে কতজনের ভাগ্যে শিকে ছেঁড়ে তার উত্তর লুকিয়ে রয়েছে সময়ের গর্ভে। আইপিএল ওয়েবসাইট সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী দশ দল মিলিয়ে স্লট খালি রয়েছে মাত্র ৭৭। সদ্যসমাপ্ত বিশ্বকাপে (ICC World Cup 2023) নজরকাড়া পারফর্ম্যান্স করার পর নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্র (Rachin Ravindra), আফগানিস্তানের আজমাতুল্লাহ ওমরজাইদের (Azmatullah Omarzai) দিকে নজর থাকবে। দশ ফ্র্যাঞ্চাইজির রেডারে থাকবেন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ড্যারিল মিচেল, ট্র্যাভিস হেডের মত অভিজ্ঞ তারকারাও। ভারতীয় তারকাদের মধ্যে হর্ষল প্যাটেল (Harshal Patel), শার্দুল ঠাকুর, উমেশ যাদবদের (Umesh Yadav) নিয়ে হতে পারে দড়ি টানাটানি। নজর থাকবে বছর ৩৮-এর অলরাউন্ডার কেদার যাদবের (Kedar Jadhav) দিকেও।
Read More: আইপিএল মিনি নিলামের আগে প্রকাশিত হলো মার্কি প্লেয়ারদের তালিকা, ২ কোটি টাকার ভিত্তি মূল্যে শুরু হবে ডাক !!
সর্বোচ্চ বেস প্রাইস স্থির করলেন কেদার-
মহারাষ্ট্রের কেদার যাদব (Kedar Jadhav) ভারতীয় দলের হয়ে খেলেছেন ৭৩টি একদিনের ম্যাচ ও ৯টি টি-২০। একদিনের ক্রিকেটে তাঁর রান সংখ্যা ১৩৮৯। ব্যাটিং গড় ৪২-এর আশেপাশে। শতরানের সংখ্যা ২, অর্ধশতক ৬ টি। বল হাতে পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে নিয়েছেন ২৭ উইকেট। টি-২০তে ৯ ম্যাচে করেছেন ১২২ রান। অর্ধশতরানের সংখ্যা ১। আইপিএলের (IPL) দুনিয়ায় ২০১০ সালে প্রথম পা রেখেছিলেন কেদার। লম্বা কেরিয়ারে দিল্লী ডেয়ারডেভিলস (DC), চেন্নাই সুপার কিংস (CSK), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB), সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) মত দলের হয়ে মাঠে নেমেছেন তিনি। ৯৫ ম্যাচে ২২.৩৭ গড়ে করেছেন ১২০৮ রান। অর্ধশতকের সংখ্যা ৪।
৩৮ বছর বয়সে পৌঁছেও নতুন চ্যালেঞ্জ নিতে তৈরি তিনি। নতুন দলের সন্ধানে নাম লিখিয়েছেন আইপিএল (IPL) নিলামে। সকল’কে চমকে দিচ্ছে তাঁর বেস প্রাইস।২০২০ সালে শেষবার জাতীয় দলের হয়ে একদিনের ম্যাচ খেলেছেন কেদার (Kedar Jadhav)। টি-২০তে শেষবার ‘মেন ইন ব্লু’ জার্সি গায়ে চাপিয়েছেন আরও আগে, ২০১৭ সালে। আইপিএলের দুনিয়ায় একটা সময় লোয়ার মিডল অর্ডারে কার্যকরী বিকল্প হলেও বর্তমানে আর অপরিহার্য্য নন তিনি। ২০২২-এর নিলামে ১ কোটি টাকা বেস প্রাইস ছিলো তাঁর। কোনো দলই আগ্রহ দেখায় নি তাঁর প্রতি।
এমনকি গত বছরের ‘মিনি’ নিলামেও অবিক্রিত রয়ে গিয়েছিলেন কেদার যাদব (Kedar Jadhav)। পরে ইংল্যান্ড তারকা ডেভিড উইলি (David Willey) ছিটকে যাওয়ার পর ১ কোটি টাকার বিনিময়ে বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেন তিনি। মাত্র ২ ম্যাচে খেলার সুযোগ পান। ১২ রানের বেশী করতে পারেন নি। এবার রিলিজ তালিকায় জায়গা পেয়েও দমছেন না কেদার (Kedar Jadhav)। বরং আগামী নিলামে বাড়িয়ে নিয়েছেন নিজের বেস প্রাইস। ক্রিকবাজ সূত্রে জানা গিয়েছে যে তিনি সর্বোচ্চ ২ কোটি টাকা নূন্যতম মূল্য স্থির করেছেন নিজের। কেরিয়ারের শেষ প্রান্তে এসে দাঁড়ানো মহারাষ্ট্রের তারকার জন্য কোনো দল আদৌ ২ কোটি টাকা বা তার বেশী খরচ করবে? প্রশ্ন রয়েই যাচ্ছে।