ipl-2024-jacks-and-topley-leave-rcb

IPL 2024: চলতি আইপিএলের (IPL) দুই অর্ধে যেন দুই আলাদা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) সাথে পরিচয় হয়েছে ক্রিকেটজনতার। টুর্নামেন্টের প্রথম দিকে একের পর এক ম্যাচ হেরে রীতিমত ধুঁকছিলো বিরাট কোহলির (Virat Kohli) দল। অনেকেই মনে করেছিলেন যে প্রথম দল হিসেবে এবারের আইপিএল থেকে ছিটকে যেতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স। একটা সময় ৮ ম্যাচ খেলে মাত্র ১টি জয় ছিলো তাদের ঝুলিতে। লীগ তালিকায় তারা ছিলো সবার নীচে। কিন্তু এরপরেই চমকপ্রদ প্রত্যাবর্তন ঘটায় তারা। ছুটতে শুরু করে বিরাট (Virat Kohli), দু প্লেসিদের অশ্বমেধের ঘোড়া। যার ফলে বর্তমানে প্লে-অফের চর্চায় জায়গা করে নিয়েছে তারা।

বেঙ্গালুরুর (RCB) ঘুরে দাঁড়ানোর সূচনাটা হয়েছিলো সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ঘরের মাঠে ৩৫ রানের ব্যবধানে জয় দিয়ে। এরপর আর পিছন ফিরে তাকাতে হয় নি তাদের। এরপর তারা দুইবার হারিয়েছে গুজরাত টাইটান্সকে। জয় ছিনিয়ে নিয়েছে পাঞ্জাব কিংসের (PBKS) বিপক্ষে। গত রবিবার দিল্লী ক্যাপিটালসকে (DC) ঘরের মাঠে হারিয়ে উঠে এসেছে লীগ তালিকার পাঁচ নম্বরে। ১৩ ম্যাচে ৬ জয় ও ৭টি হার-সহ মোট ১২ পয়েন্ট রয়েছে তাদের। বাকি রয়েছে আর একটি ম্যাচ। আগামী ১৮ মে ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের (CSK) মহড়া নিতে চলেছে বেঙ্গালুরু (RCB)। জিতলে খুলতে পারে প্লে-অফের দরজা। এহেন মরণবাঁচন ম্যাচের আগে এখন চাপে রয়্যাল চ্যালেঞ্জার্স। তারা পাচ্ছে না দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে।

Read More: টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের, মহাতারকাকে ছাড়াই মাঠে নামছে টিম টাইগার্স !!

দেশে ফিরছেন বেঙ্গালুরুর দুই ইংলিশ তারকা-

Will Jacks | IPL 2024 | Image: Getty Images
Will Jacks | IPL 2024 | Image: Getty Images

আগামী শনিবার ভার্চুয়াল নক-আউট ম্যাচে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস (RCB vs CSK)। যেভাবে দুর্দান্ত ক্রিকেট খেলে খাদের মুখ থেকে ফিরে এসেছে বেঙ্গালুরু, তাতে অনেকেই প্লে-অফের দাবীদার হিসেবে দেখছেন ফাফ দু প্লেসির (Faf du Plessis) নেতৃত্বাধীন দলকে। কিন্তু শনিবারের মহাম্যাচের আগে সমস্যায় রয়্যাল চ্যালেঞ্জার্স। আইপিএলের মাঝপথেই দেশে ফিরতে হচ্ছে তাদের দুই ক্রিকেটার উইল জ্যাকস (Will Jacks) ও রিস টপলি (Reece Topley)। দুজনেই খেলেন ইংল্যান্ডের হয়ে। আগামী ২২ মে থেকে শুরু হতে চলেছে পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডের টি-২০ সিরিজ। জাতীয় দলের খেলা থাকায় দেশে ফিরতে বাধ্য হচ্ছেন দুজনেই।

বিসিসিআই-এর তরফে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ করা হয়েছিলো ইংল্যান্ডের যে সকল ক্রিকেটার আইপিএলে (IPL) রয়েছেন তাঁদেরকে পাকিস্তান সিরিজ থেকে অব্যাহতি দেওয়ার জন্য, কিন্তু টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় বোর্ডের এই আবেদন মঞ্জুর করে নি ইসিবি। গত কয়েকটি ম্যাচে বেঙ্গালুরুর পেস আক্রমণে দেখা যায় নি টপলিকে। বদলে নিউজিল্যান্ডের লকি ফার্গুসন (Lockie Ferguson) খেলেছেন। ফলে তাঁর অনুপস্থিতি সম্ভবত বড় প্রভাব ফেলবে না। কিন্তু গুরুত্বপূর্ণ হতে পারে জ্যাকসের না থাকা। অলরাউন্ডার হিসেবে নজর কেড়েছিলেন তিনি। তাঁর বদলে সম্ভবত অফ ফর্মে থাকা গ্লেন ম্যাক্সওয়েলকেই (Glenn Maxwell) খেলাবেন কোচ অ্যান্ডি ফ্লাওয়ার।

দেশে ফিরছেন ইংল্যান্ডের অন্যান্য ক্রিকেটারও-

Phil Salt | IPL 2024 | Image: Getty Images
Phil Salt | IPL 2024 | Image: Getty Images

কেবল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নয়, দেশের পথে পা বাড়িয়েছেন ইংল্যান্ডের অন্যান্য তারকারাও। শনিবারের ম্যাচে বিরাট’রা যেমন পাবেন না উইল জ্যাকস, রিস টপলি’কে তেমন চেন্নাই সুপার কিংসের (CSK) হয়েও খেলতে দেখা যাবে না অলরাউন্ডার মঈন আলিকে (Moeen Ali)। পাকিস্তানের বিরুদ্ধে খেলার জন্য দেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তিনিও। রাজস্থান রয়্যালসের তরফ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে ইংল্যান্ড টি-২০ দলের অধিনায়ক জস বাটলারকে (Jos Buttler) দেখা গিয়েছে টিম হোটেল ছাড়তে। তাঁকে শুভেচ্ছা জানিয়েছে রাজস্থান ফ্র্যাঞ্চাইজি। পাঞ্জাব কিংস ছেড়েছেন জনি বেয়ারেস্টো, স্যাম কারানের মত তারকাও। লিয়াম লিভিংস্টোন আগেই হাঁটুর চোটে ফিরেছিলেন ইংল্যান্ডে।

ইসিবি’র সিদ্ধান্তের ফলে সমস্যায় পড়তে পারে প্লে-অফের যোগ্যতা অর্জন করা দলগুলি। এই মুহূর্তে লীগ তালিকায় এক ও দুই নম্বরে রয়েছে যথাক্রমে কলকাতা নাইট রাইডার্স (KKR)  ও রাজস্থান রয়্যালস (RR)। নাইটরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন শেষ চারে। বিরাট অঘটন না ঘটলে পৌঁছানোর কথা রাজস্থানেরও। শেষ চারের দ্বৈরথে কলকাতা পাচ্ছে না নির্ভরযোগ্য উইকেটরক্ষক ব্যাটার ফিল সল্টকে (Phil Salt)। বাধ্য হয়েই রহমানুল্লাহ গুরবাজ বা কে এস ভরতকে খেলাতে হবে তাদের। বাটলারকে পাবে না রাজস্থান। চেন্নাই বা বেঙ্গালুরু, যে দলই শেষ চারের টিকিট পাক, অস্বস্তিতে থাকবে তারাও। তবে সুবিধাজনক পরিস্থিতি তৈরি হতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদের জন্য। তাদের দলে ইংল্যান্ডের কোনো তারকা নেই।

Also Read: IPL 2024: DC-র বিরুদ্ধে নামার আগে সমস্যায় LSG, অধিনায়কত্ব ছাড়লেন KL রাহুল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *