জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চ (IPL 2024) আপাতত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মোট ৫৮ টি ম্যাচের পরিসমাপ্তি ঘটেছে। তবে চলতি আইপিএলে একটি ম্যাচ যেটি দর্শকদের তথা ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে সেটি হল সানরাইজার্স হায়দারাবাদ ও লখনৌ সুপার জায়ান্টসের ভিতর আইপিএল ২০২৪’এর (IPL 2024) ৫৭ তম ম্যাচ। এই ম্যাচে ক্যাপ্টেন কেএল রাহুল (KL Rahul) টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তবে প্রথমে ব্যাটিং করতে এসে রীতিমতো হতাশ জনক পারফরম্যান্স করে লখনউ দলটি, প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৬৫ রান সংগ্রহ করতে পারে দলটি।
রাহুলের সঙ্গে কথা কাটাকাটি চলতে থাকে গোয়েঙ্কার
জবাবে ব্যাটিং করতে এসে সানরাইজার্স দলের দুই ওপেনার যে বিধ্বংসী ব্যাটিং করেছে তা ভাবতেই পারেননি ক্যাপ্টেন রাহুল। দুজনেই ১৬৭ রান তুলে ফেলেন কেবলমাত্র ৯ ওভার ৪ বলে, সাঁড়াওয়ার্সের হয়ে সর্বাধিক রান আসে ট্রাভিস হেডের (Travis Head) ব্যাট থেকে। তিনি ৩০ বলে ৮ টি চার এবং ৮টি ছক্কা হাঁকিয়ে ৮৯ রানের বিধ্বংসী একটি ইনিংস খেলেছিলেন। পাশাপাশি অভিষেক শর্মা ২৮ বলে ৮টি চার ও ৬ টি ছক্কার বিনিময়ে ৭৫ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন। এই দুই ওপেনারের দৌলতে সানরাইজার্স দল পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছিল, তবে ম্যাচ শেষে ক্যাপ্টেন রাহুলের সঙ্গে বচসার জড়িয়ে পড়েন লখনৌ দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে।
Read More: IPL 2024: এখনও সহজ নয় RCB’র প্লে-অফে পৌঁছানো, গুজরাট-মুম্বইকে দেখাতে হবে বন্ধুত্ব !!
শাহরুখ খান হলেন সবথেকে সেরা মালিক
রাহুলের উপর রীতিমতো ক্ষেপে ছিলেন সঞ্জীব। ম্যাচটি নিয়ে রাহুলের সঙ্গে অনেক সময় ধরেই তর্কাতর্কি করতে দেখা গিয়েছিল গোয়েঙ্কাকে। সেই সময় নিথর পাথরের মত গোয়েঙ্কার কথাগুলি শুনছিলেন রাহুল। ক্রিকেটের মধ্যে ফ্রাঞ্চাইজি মালিকের হস্তক্ষেপ মেনে নিতে পারছে না ক্রিকেট ভক্তরা। এবার কলকাতা দলে প্রাক্তন অধিনায়ক ও বর্তমান দলের মেন্টর গৌতম গম্ভীর (Gautam Gambhir) মালিককে নিয়ে মুখ খুললেন। তিনি কলকাতা দলের মালিক শাহরুখ খানকে (Shah Rukh Khan) সেরা মালিকের তকমা দিয়েছেন। শাহরুখকে নিয়ে মন্তব্য করে তিনি বলেছেন, “শাহরুখ খান হলেন সব থেকে ভালো মালিক যার সাথে আমি কাজ করেছি। তিনি কখনোই ক্রিকেটের বিষয়ে কলকাতা নাইট রাইডার্স দলের সঙ্গে হস্তক্ষেপ করতেন না। তিনি সবসময় আমাকে বিশ্বাস করেছেন এবং আমার সিদ্ধান্তকে মান্যতা দিয়েছেন।”