Gautam Gambhir,gambhir-to-be-announced-soon-as-coach
Gautam Gambhir | Image: Getty Images

IPL 2024: দুরন্ত গতিতে ছুটছে কলকাতা নাইট রাইডার্সের (KKR) অশ্বমেধের ঘোড়া। গত দুটি আইপিএলে সপ্তম স্থানের উপরে উঠতে পারে নি বেগুনি-সোনালী শিবির। কিন্তু এবার টানা ব্যর্থতার চিত্রটাকে পিছনে ফেলে প্লে-অফের দিকে দ্রুত গতিতে এগোচ্ছে কলকাতা। এখনও অবধি মরসুমে ১১টি ম্যাচ খেলেছে তারা। জিতেছে ৮টি। ১৬ পয়েন্ট নিয়ে লীগ তালিকায় রয়েছে শীর্ষে। শেষ চার এক প্রকার নিশ্চিত। বাকি থাকা তিনটি ম্যাচের মধ্যে অন্তত একটি ম্যাচ জিতলেই ১৮ পয়েন্টে পৌঁছে প্রথম দুইটি স্থানের মধ্যে নিজেদের জায়গাও সুরক্ষিত করে ফেলতে পারবে নাইটরা। এই বছর কলকাতার ঘুরে দাঁড়ানোর মূল কাণ্ডারী হিসেবে প্রশংসিত হচ্ছেন গৌতম গম্ভীর।

২০১১ সালের আইপিএল নিলাম থেকে গম্ভীরকে প্রথম দলে নিয়েছিলো কলকাতা। অধিনায়ক হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জুতোয় পা গলিয়েছিলেন তিনি। চ্যালেঞ্জ কঠিন হলেও তা স্বীকার করতে দুইবার ভাবেন নি তিনি। ২০১২ ও ২০১৪ সালে দলকে এনে দিয়েছিলেন জোড়া ট্রফি। ২০১৭তে নাইট শিবির ছেড়ে প্রথমে পাড়ি দেন দিল্লী। পরে অবসর নেন তিনি। বাইশ গজের দুনিয়ায় ফেরত আসেন নতুন ফ্র্যাঞ্চাইজি লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের মেন্টর হিসেবে। গত দুই বছর সেই দায়িত্বই পালন করেছিলেন তিনি। ২০২৪ মরসুমের আগে তাঁকে মেন্টর হিসেবে ফিরিয়েছে নাইটরা। আর ফিরেই দলের ভোল পালটে দিয়েছেন তিনি। যত দিন যাচ্ছে ততই উঠছে দীর্ঘমেয়াদি চুক্তির দাবী। কিন্তু ভক্তদের আবদারকে কি মান্যতা দেবেন তিনি? নাকি মরসুম শেষেই ছাড়বেন দল? জল্পনা ছড়ালো গম্ভীরের সোশ্যাল মিডিয়া পোস্টে।

Read More: IPL থেকে ব্যান হলেন ঋষভ পন্থ, RCB’র বিরুদ্ধে মাঠে নামার আগেই অন্ধকারে ডুবলো দিল্লী ক্যাপিটালস !!

ঘরের মাঠে মরসুমের শেষ ম্যাচ নাইটদের-

Gautam Gambhir | IPL 2024 | Image: Getty Images
Gautam Gambhir | IPL 2024 | Image: Getty Images

গতকাল ইডেন গার্ডেন্সে এই মরসুমের মত শেষ ম্যাচ খেললো কলকাতা নাইট রাইডার্স। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দল মাঠে নামার আগে থেকেই গম্ভীরের মেয়াদ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিলো। নেপথ্যে ছিলো তাঁর একটি ট্যুইট। সেখানে তিনি লিখেছিলেন, “আরও একবার কলকাতা।” এই ‘একবার’ ই অন্তিমবার? প্রশ্ন তুলতে শুরু করেছিলেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও’ও ভাইরাল হয় যেখানে এক আবেগপ্রবণ নাইট রাইডার্স ভক্তকে বলতে শোনা যায় যে, “আবার আমাদের ছেড়ে চলে যাবেন না।” সেই ভিডিও’ও অসংখ্যবার শেয়ার হয় সোশ্যাল মিডিয়ায়। যাঁকে নিয়ে এত কোলাহল সেই গৌতম গম্ভীর অবশ্য তাঁর ভবিষ্যত পরিকল্পনা নিয়ে ফাঁস করেন নি কিছুই। গতকাল তাঁর ফোকাসে ছিলো কেকেআর বনাম মুম্বই ম্যাচ।

‘গুরু’ গম্ভীরের দেখানো পথে হেঁটে গতকাল মুম্বইকে দুর্দান্তভাবে হারিয়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। বৃষ্টিবিঘ্নিত ইডেনে ১৮ রানের ব্যবধানে দুরন্ত জয় তাদের পৌঁছে দেয় প্লে-অফে। দুই বছরের বিরতির পর শেষ চারে পা রাখা যখন উদ্‌যাপন করছে কলকাতার ক্রিকেটজনতা, তখন আরও একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেন গম্ভীর। গোটা মরসুম জুড়ে যেভাবে নাইট রাইডার্সের পাশে দাঁড়িয়েছে ইডেন গার্ডেন্স, তাকে কুর্নিশ করেন কেকেআর মেন্টর। তিনি লেখেন, “দুর্দান্ত পরিবেশ ছিলো আজ ইডেনে। ধন্যবাদ কলকাতা।” বাক্যের শেষে তাঁর ধন্যবাদজ্ঞাপন নিয়ে আবার শুরু হয়েছে জলঘোলা। এই ধন্যবাদের আড়ালে বিদায়বার্তা লুকিয়ে রয়েছে কিনা তা খুঁজতেই আপাতত ব্যস্ত নেটিজেনরা।

দেখে নিন সেই পোস্ট-

Also Read: IPL 2024: “এটা অত্যন্ত লজ্জার বিষয়…” কে এল রাহুলের পাশে দাঁড়ালেন মহম্মদ শামি, তীব্র কটাক্ষ সঞ্জীব গোয়েঙ্কাকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *