ipl-2024-fans-react-as-mi-release-jofra-archer

IPL 2024: ভারতীয় ক্রিকেটমহলে আজ বেশ শোরগোল। নেপথ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) সপ্তদশ মরসুম। বাইশ গজে বল পড়তে এখনও দেরী রয়েছে মাসকয়েক। বিসিসিআই সূত্রে খবর যে প্রতিযোগিতা শুরু হতে পারে মার্চের একদম শেষে অথবা এপ্রিলের গোড়াতে। ডিসেম্বরের ১৯ তারিখ দুবাইতে বসতে চলেছে ‘মিনি’ নিলামের আসর। আপাতত আগামী মরসুমের জন্য চূড়ান্ত দলগঠনে ব্যস্ত আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো। বোর্ডের কাছে চিঠি দিয়ে আজ জানিয়ে দিতে হত কাদেরকে ধরে রাখতে চলেছে দলগুলি, কাদেরই বা রাখছে বাতিলের খাতায়। পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স (MI) ছেঁটে ফেলেছে ১১ ক্রিকেটারকে। তাঁদের মধ্যে রয়েছেন ইংল্যান্ডের তারকা পেসার জোফ্রা আর্চার’ও (Jofra Archer)।

Read More: IPL 2024: ‘বহু যুদ্ধের নায়ক’কে ছেঁটে ফেললো নাইট রাইডার্স, কলকাতার রিলিজ-রিটেনশন তালিকায় স্তম্ভিত ক্রিকেটদুনিয়া !!

২০২২-এর মেগা নিলামে ৮ কোটি টাকার বিনিময়ে আর্চারকে (Jofra Archer) দলে নিয়েছিলো মুম্বই (MI)। চোটে জর্জরিত ইংল্যান্ড তারকা প্রথম মরসুমে খেলতে পারবেন না যেনেও তাঁর উপর বিনিয়োগ করা থেকে পিছিয়ে আসেন নি নীতা আম্বানিরা। দ্বিতীয় মরসুমে অর্থাৎ ২০২৩-এ আর্চার যোগ দিয়েছিলেন দলের অনুশীলনে। জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) না থাকায় তিনিই পেস আক্রমণের নেতা হবেন বলে মনে করা হয়েছিলো। কিন্তু বাস্তবে দেখা যায় উলটো চিত্র। ফের চোটের কবলে পড়ে মরসুমের মাঝপথেই ছিটকে যান তিনি। যে সামান্য কয়েকটি ম্যাচ খেলেছিলেন্, সেখানেও চেনা ছন্দে দেখা যায় নি তাঁকে। আইপিএল মরসুম মে মাসের শেষের দিকে সম্পূর্ণ হওয়ার পরেও চোট-আঘাত ভুগিয়েছে আর্চারকে। তৃতীয়বার আর ঝুঁকি নিলো না মুম্বই ইন্ডিয়ান্স (MI)। আজ ইংল্যান্ড পেসারকে ‘রিলিজ’ই করে দিলো তারা।

মুম্বই-এর এই সিদ্ধান্তকে স্বাগতই জানিয়েছে নেটজনতা। ‘নিজেকে প্রমাণের যথেষ্ট সময় পেয়েছে আর্চার, কিন্তু ওর থেকে কোনো সার্ভিস মুম্বই পায় নি’ লিখেছেন এক নেটিজেন। ‘চোটে জর্জরিত ক্রিকেটারের প্রয়োজন নেই দলে’ স্পষ্টই জানিয়েছেন আরও একজন। ‘আর্চারের বদলে একজন তরুণ ফাস্ট বোলারে নজর দিক দল’ দাবী এক মুম্বই ইন্ডিয়ান্স (MI) ভক্তের। ২০২২ সালে যখন জোফ্রা’কে দল নিয়েছিলো মুম্বই, তখন থেকেই সমর্থকদের আশা ছিলো জসপ্রীত বুমরাহ’র (Jasprit Bumrah) সাথে তাঁর বোলিং জুটি দেখার। কিন্তু চোট-আঘাত সেই স্বপ্ন পূরণ হতে দিলো না। ‘আক্ষেপ থেকেই গেলো বুমরাহ-জোফ্রাকে একসাথে বোলিং করতে দেখার’ মুম্বই পল্টনের একাংশ হতাশা লুকোয় নি দলের সিদ্ধান্তে।

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: IPL 2024: অধিনায়ক থাকছেন রাহুল’ই, লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের রিলিজ-রিটেনশন তালিকায় রইলো চমক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *