IPL 2024: নতুন উদ্যমে নিলামের টেবিলে দিল্লী ক্যাপিটালস, ছাঁটাইয়ের তালিকায় এই সম্ভাবনাময় তরুণ ক্রিকেটার !! 1

IPL 2024: ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) ষোড়শ মরসুমটা আগাগোড়াই ব্যর্থতার মধ্যে কেটেছে দিল্লী ক্যাপিটালস দলের। টুর্নামেন্ট শুরুর আগে থেকেই বেড়েছিলো বিড়ম্বনা। সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে ছিটকে গিয়েছিলেন অধিনায়ক ঋষভ পন্থ। বাধ্য হয়ে কার্যনির্বাহী নেতা হিসেবে ডেভিড ওয়ার্নারকে বেছে নেওয়া হয়েছিলো ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির তরফে। গত ‘মিনি’ নিলামে দল গঠনের ক্ষেত্রেও বেশ কিছু খামতি থেকে গিয়েছিলো। মিচেল মার্শ (Mitchell Marsh), রাইলি রুশো’র মত বহুমূল্য বিদেশী তারকা নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেন নি। ফলাফল হিসেবে ১৪ ম্যাচে মাত্র ৫টি জয় এবং ৯টি হারের পর ১০ পয়েন্ট নিয়ে মরসুমকে বিদায় জানাতে হয়েছে দিল্লীকে (DC)। দশ দলের লীগ তালিকায় তারা থেকেছে নবম স্থানে। একমাত্র সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) মরসুম শেষ হয়েছে দিল্লীর পিছনে থেকে।

আগামী ১৯ ডিসেম্বর আগামী আইপিএলের (IPL) জন্য বসতে চলেছে মিনি নিলাম। গত বছর এই আসর বসেছিলো কেরলের কোচিতে। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের নিলাম পাড়ি দিচ্ছে দেশের বাইরে। সম্ভবত দুবাইতে আয়োজিত হবে অনুষ্ঠান। গত মরসুমের ব্যর্থতাকে পিছনে ফেলে নতুন বছরে, নতুন উদ্যমে মাঠে নামতে তৈরি দিল্লী ক্যাপিটালস। এখন থেকে শুরু হয়ে গিয়েছে নিলামের নীল নকশা। বর্তমানে কলকাতায় ডায়রেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) তত্ত্বাবধানে চলছে প্রস্তুতি শিবির। সেখান থেকে বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটারকে দলে সামিল করতে পারে দিল্লী। এবারের নিলামে একেবারে শূন্য থেকে শুরু করতে চান সৌরভ, রিকি পন্টিং-রা। সেই কারণে পৃথ্বী শ-এর (Prithvi Shaw) মত সম্ভাবনাময় তরুণ ক্রিকেটারকে বাদ দেওয়ার ঝুঁকি নিতেও পিছপা হবেন না তাঁরা।

Read More: IPL 2024: নয়া মরশুম শুরুর আগে ‘বিরাট’ রদবদল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের, টিম থেকে বাদ তারকা খেলোয়াড় !!

পৃথ্বী শ-এর উপর আস্থা হারিয়েছে দিল্লী-

Prithvi Shaw | IPL 2024 | Image: Getty Images
Prithvi Shaw | IPL 2024 | Image: Getty Images

২০১৮ সালে অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক ছিলেন পৃথ্বী শ (Prithvi Shaw)। সেই বছরই পৃথ্বীকে আইপিএলের (IPL) জন্য বেছে নেয় দিল্লী ক্যাপিটালস (DC)। প্রথম মরসুমে বেশ ভালোই পারফর্ম করেছিলেন তিনি। ৯ ম্যাচে ১৫৩.১২ স্ট্রাইক রেটে করেছিলন ২৪৫ রান। ছিলো দুটি অর্ধশতকও। এরপরের মরসুমগুলোতে দিল্লী দলের ওপেনিং স্লটে নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন তিনি। ২০১৯ সালে ১৬টি ম্যাচে তাঁকে সুযোগ দিয়েছিলো ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি। তরুণ পৃথ্বীর (Prithvi Shaw)  ব্যাট থেকে এসেছিলো ৩৫৩ রান। আবারও ২টি অর্ধশতক করেন তিনি। ২০২০২, ২০২১ মরসুমে করেন যথাক্রমে ২২৮ এবং ৪৭৯ রান। ২০২১ মরসুমের পর পৃথ্বীকে (Prithvi Shaw)  জাতীয় টি-২০ দলের ভবিষ্যত বলেও আখ্যা দিয়েছিলেন বিশেষজ্ঞরা। বিশেষ করে পাওয়ার প্লে’তে পৃথ্বীর বিস্ফোরক ব্যাটিং নজর কেড়েছিলো সকলের।

তবে নিজের আগুনে ফর্ম বেশীদিন ধরে রাখতে পারেন নি পৃথ্বী (Prithvi Shaw) । ২০২২ থেকে তাঁর ফর্মের গ্রাফ নিম্নমুখী। আইপিএলের (IPL) পঞ্চদশতম মরসুমে তিনি করেন ২৮৩ রান। ২০২৩-এ এসে তলানিতে ঠেকে তাঁর রান সংখ্যা। ৮ ম্যাচ খেলে করেন মাত্র ১০৬ রান। ব্যাটিং গড় ছিলো ১৩.২৫। মরসুমের শুরুতে পৃথ্বী’র প্রশংসা শোনা গিয়েছিলো কোচ রিকি পন্টিং-এর (Ricky Ponting) গলায়। কিন্তু টুর্নামেন্টের মাঝপথে তাঁকে বাদ দিয়ে ফিল সল্টকে ওপেনার হিসেবে জায়গা করে দিতে বাধ্য হন তিনি। মাঠের পাশাপাশি মাঠের বাইরেও পৃথ্বীর আচরণ চিন্তা বাড়িয়েছে দিল্লী (DC) ফ্র্যাঞ্চাইজির। কখনও প্রকাশ্যে হাতাহাতিতে জড়াতে দেখা গিয়েছে তাঁকে, আবার কখনও নিতে দেখা গিয়েছে নিষিদ্ধ পদার্থ। যা তাঁর ক্রিকেট কেরিয়ারকে অনেকখানি পিছনের দিকে ঠেলে দিয়েছে।

অফ ফর্ম, শৃঙ্খলাজনিত সমস্যা তো রয়েছেই, পাশাপাশি পৃথ্বীর (Prithvi Shaw)  বিরুদ্ধে যাচ্ছে তাঁর চোট’ও। ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়েছিলেন তিনি। একদিনের টুর্নামেন্টে শুরুটাও ভালো করেছিলেন। কিন্তু হাঁটুর পস্টেরিয়ার ক্রুশিয়েট লিগামেন্টে বড় চোট পাওয়ায় ছিটকে গিয়েছেন মাঠ থেকে। চিকিৎসকেরা জানিয়েছেন অন্তত ৩ থেকে ৪ মাস তাঁর সময় লাগবে মাঠে ফিরতে। সেই কারণেই কলকাতায় দিল্লী ক্যাপটালসের যে প্রস্তুতি শিবির হয়েছে, সেখানেও দেখা যায় নি পৃথ্বীকে। গতবারের নিলামের আগে পৃথ্বীকে ‘রিটেন’ করেছিলো দিল্লী (DC)। কিন্তু মাঠ ও মাঠের বাইরে তাঁর বেহিসেবী কর্মকাণ্ডের জন্য আর তাঁর উপর ভরসা রাখছে না তারা। ১৯ ডিসেম্বরের নিলামের আগে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিকে নিজেদের ‘রিটেন ও রিলিজ’ তালিকা জমা করতে হবে বোর্ডের কাছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, পৃথ্বীকে ‘রিলিজ’ করে দেওয়ার পথে দিল্লী ক্যাপিটালস।

Also Read: World Cup 2023: “ওদের জন্য আমার শুভকামনা রইলো…”, বিশ্বকাপ চলাকীলন আক্রম-মিসবাহদের জন্য ‘স্পেশাল’ বার্তা সৌরভের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *