IPL 2024: দুবাইয়ের মাটিতে আজ বসেছে আইপিএলের (IPL) নিলাম পর্ব। দুপুর থেকেই দেখা যাচ্ছে অর্থের বৃষ্টি। দিনের শুরুতেই রোভম্যান পাওয়েলের জন্য ৭ কোটি টাকা খরচ করেছিলো রাজস্থান রয়্যালস। এরপর বিপুল অর্থ পেয়েছেন কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেল। ১৪ কোটিতে তাঁকে দলে নিয়েছে চেন্নাই। পিছিয়ে রইলেন না আলঝারি জোসেফ, হর্ষল প্যাটেলরা। ১১.৭৫ কোটিতে ওয়েস্ট ইন্ডিজের তারকা পেসারকে দলে নিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রাক্তন পার্পল ক্যাপ জয়ী হর্ষল প্যাটেলকে দলে নিতেও সমপরিমাণ অর্থ খরচ করতে দেখা গেলো পাঞ্জাব কিংসকে। গত মিনি নিলামে ১৮ কোটি ৫০ লাখে পাঞ্জাব দলে নাম লিখিয়ে রেকর্ড গড়েছিলেন স্যাম কারান। ইংল্যান্ড অলরাউন্ডারের রেকর্ড এখনও অবধি চলতি নিলামে ভেঙেছে দুইবার। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক-দুই অজি পেসারই পেরিয়েছেন ২০ কোটির গণ্ডি।
আন্তর্জাতিক তারকাদের পাশাপাশি নিলামে বাজিমাত করতে দেখা গেলো ভারতের ঘরোয়া ক্রিকেটের তারকাদেরও। মহারাষ্ট্রের শুভম দুবের জন্য লড়াই চললো রাজস্থান রয়্যালস ও দিল্লী ক্যাপিটালসের মধ্যে। শেষমেশ ২০ লাখ বেস প্রাইস থেকে তাঁর দাম দাঁড়ালো ৫ কোটি ৮০ লাখে। দিল্লীকে পিছনে ফেলে তাঁকে দলে নেওয়ার ব্যাপারে বাজিমাত করলো রাজস্থান রয়্যালস। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ঝড় তুলেছিলেন তরুণ সমীর রিজভি। ৭ ম্যাচে ৬৯.২৫ গড়ে করেছেন ২৭৭ রান। সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় জায়গা করে নিয়েছেন ১৩তম স্থানে। ভালো খেলেছিলেন ইউপি টি-২০ টুর্নামেন্টেও। তাঁকে দলে সামিল করতে জোর লড়াই চললো গুজরাত টাইটান্স, চেন্নাই সুপার কিংস ও দিল্লী ক্যাপিটালসের মধ্যে। শেষমেশ বাজিমাত চেন্নাইয়ের। চেনা মুখ শাহরুখ খানের জন্য ৭.৪০ কোটি খরচ করলো গুজরাত। রিঙ্কু সিং-এর বিরুদ্ধে পাচঁ ছক্কা হজম করা যশ দয়ালকে ৫কোটিতে দলে নিলো বেঙ্গালুরু।
Read More: IPL 2024: কামিন্সকে দলে নিলে ডুবতে হত বেঙ্গালুরুকে, হাতছাড়া হওয়ায় ‘শাপে বর’ বিরাটদের !!
১) শুভম দুবে
দল- রাজস্থান রয়্যালস
বেস প্রাইস- ২০ লাখ
নিলামে দাম পেলেন- ৫ কোটি ৮০ লাখ
২) সমীর রিজভি
দল- চেন্নাই সুপার কিংস
বেস প্রাইস- ২০ লাখ
নিলামে দাম পেলেন- ৮ কোটি ৪০ লাখ
৩) আঙ্কৃশ রঘুবংশী
দল- কলকাতা নাইট রাইডার্স
বেস প্রাইস- ২০ লাখ
নিলামে দাম পেলেন- ২০ লাখ
৪) আর্শিন কুলকার্ণি
দল- লক্ষ্ণৌ সুপারজায়ান্টস
বেস প্রাইস- ২০ লাখ
নিলামে দাম পেলেন- ২০ লাখ
৫) শাহরুখ খান
দল- গুজরাত টাইটান্স
বেস প্রাইস- ৪০ লাখ
নিলামে দাম পেলেন- ৭ কোটি ৪০ লাখ
৬) রমনদীপ সিং
দল- কলকাতা নাইট রাইডার্স
বেস প্রাইস- ২০ লাখ
নিলামে দাম পেলেন- ২০ লাখ
৭) টম কোহলার ক্যাডমোর
দল- রাজস্থান রয়্যালস
বেস প্রাইস- ৪০ লাখ
নিলামে দাম পেলেন- ৪০ লাখ
৮) রিকি ভুঁই
দল- দিল্লী ক্যাপিটালস
বেস প্রাইস- ২০ লাখ
নিলামে দাম পেলেন- ২০ লাখ
৯) কুমার কুশাগ্র
দল- দিল্লী ক্যাপিটালস
বেস প্রাইস- ২০ লাখ
নিলামে দাম পেলেন- ৭ কোটি ২০ লাখ
১০) যশ দয়াল
দল- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
বেস প্রাইস- ২০ লাখ
নিলামে দাম পেলেন- ৫ কোটি