ipl-2024-ambati-rayudu-slams-rcb

IPL 2024: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCBW) মহিলা দল উইমেন্স প্রিমিয়ার লীগ (WPL) জেতার পর প্রত্যাশা বেড়েছিলো পুরুষদের নিয়েও। ষোলো বছর আইপিএল খেলেও একবারও ট্রফি জেতে নি তারা। স্মৃতি মন্ধানা (Smriti Mandhana), রিচা ঘোষ, এলিস পেরীদের (Ellyse Perry) দেখানো পথে হেঁটে ট্রফি আনবেন কোহলি (Virat Kohli), দু প্লেসি, সিরাজরাও, স্বপ্ন দেখেছিলেন সমর্থকেরা। কিন্তু আইপিএলের বাইশ গজে বল পড়ার দিনকয়েকের মধ্যেই মিলিয়ে গিয়েছে সেই স্বপ্ন। এখনও অবধি মাত্র পাঁচটি ম্যাচ খেলেছে বেঙ্গালুরু (RCB)। এর মধ্যেই প্লে-অফ’কে বহু দূরের গ্রহ মনে হচ্ছে। ট্রফির চিন্তাও ইতিমধ্যেই মাথা থেকে ছেঁটে ফেলেছেন অনুরাগীরা।

চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ হেরে আইপিএল (IPL) মরসুমের সূচনা করেছিলেন কোহলি’রা। দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে পাঞ্জাবের বিরুদ্ধে জয় তাদের লড়াইতে ফিরিয়েছিলো। কিন্তু এরপর লাগাতার নীচের দিকে নেমেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পারফর্ম্যান্সের গ্রাফ। ঘরের মাঠে পরপর লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) ও কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে হারতে হয়েছে তাদের। এরপর গতকাল অ্যাওয়ে ম্যাচে রাজস্থান রয়্যালসের (RR) বিপক্ষেও এঁটে উঠতে পারলো না ফাফ দু প্লেসি’র দল। ছন্দে থাকা সঞ্জু স্যামসনদের বিপক্ষে বেআব্রু হয়ে পড়লো বেঙ্গালুরু স্কোয়াডের কঙ্কালসার দশা। কোথায় ভুলচুক হচ্ছে ম্যানেজমেন্টের? স্পষ্ট ভাষায় জানালেন অম্বাতি রায়ুডু (Ambati Rayudu)।

Read More: IPL 2024: মরশুমের মাঝপথেই টিমে বড় বদল RCB-র, ডু প্লেসিস’কে সরিয়ে ফের অধিনায়কত্বের মসনদে বিরাট !!

রায়ুডু’র নিশানায় বেঙ্গালুরু দল-

Royal Challengers Bangaluru | IPL 2024 | Image: Getty Images
Royal Challengers Bangaluru | IPL 2024 | Image: Getty Images

মুম্বই ইন্ডিয়ান্স (MI) ও চেন্নাই সুপার কিংস (CSK)- আইপিএলের (IPL) ইতিহাসে সফলতম দুই দলের হয়েই দীর্ঘসময় খেলেছেন অম্বাতি রায়ুডু (Ambati Rayudu)। ছয়বার খেতাব জিতে টুর্নামেন্টের ইতিহাসে যুগ্ম সফলতম ক্রিকেটারও তিনি। গত বছর চেন্নাই জার্সিতে ট্রফি জিতেই বিদায় জানিয়েছেন আইপিএলকে (IPL)। এবার ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে দেখা যাচ্ছে তাঁকে। করছেন ধারাভাষ্যও। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু’র (RCB) হতশ্রী পারফর্ম্যান্সের বিশ্লেষণ করতে বসে গতকাল বেশ আগ্রাসী মনে হলো রায়ুডু’কে। টিম ম্যানেজমেন্টের হিসাবের ভুলেই যে ভুগতে হচ্ছে দল’কে, হতাশায় ডুবছেন সমর্থকেরা, তা স্পষ্ট করে দিয়েছেন হায়দ্রাবাদের ক্রিকেটার। একাহাত নিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজিকে।

রায়ুডু বলেন, “ওদের বোলিং সবসময় অস্বাভাবিক রান খরচ করে। ব্যাটিং আবার প্রত্যাশার চেয়ে কম রান করে।” স্ট্র্যাটেজির ত্রুটি তুলে ধরে তিনি জানান, “…আপনি দেখুন চাপের মুখে কে ব্যাটিং করছে? আপনার তরুণ ভারতীয় ব্যাটার, সাথে দীনেশ কার্তিক। যাঁরা নামীদামী খেলোয়াড়, আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন তারকা, যাঁদের চাপ সামলানোর কথা, তাঁরা সবাই সাজঘরে। এটা শুধু আজ নয়, ষোলো বছর ধরে হচ্ছে। যখন চাপের মুহূর্ত আসে, কোনো বড় খেলোয়াড়’কে দেখা যায় না। নীচের দিকে কেবল তরুণরাই খেলে। আর যাঁরা নামী ক্রিকেটার, তাঁরা আগে নেমে কেকের ক্রিমটুকু খেয়ে যান। এমন দল কখনোই জেতে না। এই কারণেই ওরা কখনও আইপিএল জেতে নি।” স্টুডিওতে ছিলেন নভজ্যোত সিং সিধু’ও। তিনিও রায়ুডুর বিশ্লেষণের সাথে সহমত হন।

দেখে নিন ভিডিও-

Also Read: IPL 2024: “টিমের বাইরেই ভালো ছিল…”, কামব্যাক ম্যাচে শূন্য করতেই সূর্যকুমারকে নিয়ে শুরু চরম ট্রোলিং !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *