IPL 2024

IPL 2024: এগিয়ে আসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) নয়া মরসুম। ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই-এর পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে যে ২২ মার্চ থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট। ২০১২ ও ২০১৪ সালে খেতাব জিতেছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। এরপর প্রায় এক দশক সাফল্যের সন্ধানে মাঠে নামলেও ট্রফি ধরা দেয় নি তাদের মুঠোয়। মাঝে ২০২১ সালে ফাইনালে পা দেওয়া ছাড়া কোনো উল্লেখযোগ্য পারফর্ম্যান্স দেখা যায় নি বেগুনি-সোনালী শিবিরের তরফ থেকে। এবার দ্বিতীয় ট্রফি জয়ের এক দশক পূর্তির বছরে তৃতীয় খেতাব জিততে বদ্ধপরিকর শাহরুখ খানের (Shah Rukh Khan) দল। তারা মেন্টর হিসেবে দলে ফিরিয়েছে গৌতম গম্ভীরকে। মিনি নিলামে রেকর্ড অর্থ খরচ করতেও পিছপা হয় নি নাইট (KKR) বাহিনী। তা সত্ত্বেও সাফল্যের ব্যাপারে মিলছে না নিশ্চয়তা। চিন্তা বাড়াচ্ছেন এই তিন ক্রিকেটার।

Read More: IPL 2024: বাঙালি সাজে শ্রেয়স আইয়ার, পাঞ্জাবি ধাবায় মজলেন ঋষভ পন্থ, সমাজমাধ্যমে হইচই ফেললো IPL-এর নতুন প্রোমো !!

১) মিচেল স্টার্ক-

Mitchell Starc | IPL 2024 | Image: Getty Images
Mitchell Starc | Image: Getty Images

গত ১৯ ডিসেম্বরের মিনি নিলামে মিচেল স্টার্ককে (Mitchell Starc) দলে নিয়ে চমক দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ২৪ কোটি ৭৫ লক্ষ টাকার রেকর্ড মূল্যে তিনি যোগ দিচ্ছেন বেগুনি-সোনালী শিবিরে। এর আগেও ২০১৮ সালের নিলামে নাইটরা দলে নিয়েছিল স্টার্ককে। কিন্তু সেইবার মাঠে নামতে পারেন নি তিনি। দীর্ঘ আট বছরের বিরতির পর আইপিএলের আসরে ফিরছেন স্টার্ক (Mitchell Starc)। তাঁকে পারফর্ম্যান্সের দিকে অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন ক্রিকেটজনতা। কিন্তু বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন ২৪ কোটি ৭৫ লক্ষের যে বাজি অস্ট্রেলীয় তারকার উপর লাগিয়েছে কলকাতা (KKR), তা ব্যুমেরাং হয়ে ফিরতে পারে শাহরুখ খানের দলের দিকেই।

মিচেল স্টার্কের (Mitchell Starc) সাম্প্রতিক ম্যাচগুলির পরিসংখ্যানের দিকে তাকালে সেই ধারণা আরও স্পষ্টতর হয়ে ওঠে। গত দুটি ওডিআই বিশ্বকাপে সেরা বোলারদের তালিকায় ছিলেন স্টার্ক। গত বছর ভারতের মাটিতে বিশ্বকাপের আসরে যদিও চেনা ছন্দে দেখা যায় নি তাঁকে। নিয়েছেন ১০ ম্যাচে ১৬ উইকেট। বোলিং গড় ছিলো ৩৩। এরপর জাতীয় দলের হয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ খেলেছেন তিনি। কিন্তু দুই ম্যাচে কেবল ১ উইকেটই জমা পড়েছে তাঁর ঝুলিতে। গত ডিসেম্বরে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে বা নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজেও সেরা ফর্মের ধারেকাছেও দেখা যায় নি স্টার্ককে। তাঁর অফ ফর্ম কপালে চিন্তার ভাঁজ ফেলতে পারে নাইট (KKR)শিবিরের।

২) সুনীল নারাইন-

SUNIL NARINE | IPL 2024 | Image: Getty Images
Sunil Narine | Image: Getty Images

আইপিএলে (IPL) ক্যারিবিয়ান ক্রিকেটার সুনীল নারাইনের সাথে নাইট রাইডার্সের সম্পর্ক দীর্ঘদিনের। ২০১২ সাল থেকে কলকাতার জার্সিতে খেলছেন নারাইন (Sunil Narine)। ২০১২ এবং ২০১৪ সালে দলের ট্রফি জয়ে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। ১৪৮ ম্যাচে নিয়েছেন ১৫২ উইকেট। ব্যাট হাতেও খেলেছেন বেশ কিছু দুর্দান্ত ইনিংস। এক সময়ে দলের অন্যতম সেরা ম্যাচ উইনার হলেও আপাতত নিজের সেরা ফর্ম থেকে অনেকখানি দূরে রয়েছেন ক্যারিবিয়ান তারকা। গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি। এরপর বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লীগগুলিতে অংশ নিয়েছেন ঠিকই। কিন্তু পারফর্ম্যান্সে দাগ কাটতে পারেন নি তিনি।

ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই চেনা ছন্দে পাওয়া যায় নি নারাইন’কে। উপমহাদেশের মাটিতেই শেষ বাংলাদেশ প্রিমিয়ার লীগে (BPL) অংশ নিয়েছিলেন তিনি। তার আগে খেলেছেন আইএলটি-২০তে (ILTT20) আবু ধাবি নাইট রাইডার্সের (ADKR) হয়ে। দুই লীগ মিলিয়ে শেষ ১০টি-২০ ম্যাচে তাঁর ঝুলিতে জমা পড়েছে মাত্র ৫টি উইকেট। ব্যাট হাতেও একটি ম্যাচেও স্বভাবসিদ্ধ ঝোড়ো ইনিংস খেলতে পারেন নি। শেষ ১০ ম্যাচে ৮টি ইনিংসে ব্যাটিং-এর সুযোগ মিলেছে। এর মধ্যে সর্বোচ্চ রান ১৬। দুইবার শূন্য রানে আউট’ও হয়েছেন তিনি। আইপিএলের (IPL) আগে ফর্ম খুঁজে না পেলে কলকাতা নাইট রাইডার্সের জন্য বোঝা হয়ে উঠতে পারেন তিনি।

৩) শ্রেয়স আইয়ার-

Shreyas Iyer | IPL 2024 | Image: Getty Images
Shreyas Iyer | Image: Getty Images

ক্রিকেটমহলের চর্চার কেন্দ্রবিন্দুতে আপাতত রয়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। গত মরসুমে পিঠের বালজিং ডিস্কের সমস্যার জন্য তিনি খেলতে পারেন নি আইপিএল। এবার মাঠে ফেরার কথা রয়েছে তাঁর। কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্বও দেবেন তিনিই। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে মাঠ ও মাঠের বাইরে শ্রেয়স আইয়ার (Shryeas Iyer) রয়েছেন বেশ বেকায়দায়। গত সেপ্টেম্বর চোট থেকে ফিরে সাদা বলের ক্রিকেটে ছন্দ খুঁজে নিয়েছিলেন তিনি। বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেন। কিন্তু এরপরেই হয় ছন্দপতন। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট খেলতে গিয়ে রান পান নি। ভারতের মাটিতেও ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে সুযোগ পান। ব্যাট হাতে সাবলীল দেখায় নি তাঁকে। বাধ্য হয়েই তাঁকে বাদ দেন নির্বাচকেরা।

শ্রেয়সকে (Shreyas Iyer) নির্দেশ দেওয়া হয়েছিলো রঞ্জি ট্রফি খেলার। চোটের অজুহাত দিয়ে তিনি নাকি সরে দাঁড়াতে চেয়েছিলেন। উঠছে এমন অভিযোগ। মুম্বইয়ের হয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচ ও কোয়ার্টার ফাইনাল না খেলায় শাস্তিস্বরূপ শ্রেয়সকে কেন্দ্রীয় চুক্তি থেকে ছেঁটে ফেলেছে বোর্ড। বিসিসিআই-এর সিদ্ধান্ত আইপিএল চলাকালীন শ্রেয়সকে (Shreyas Iyer) মানসিকভাবে কতটা চাপে রাখবে তা এখনই নিশ্চিত করে বলতে পারছেন না কেউই। ফর্মে যে তিনি নেই তা পরিষ্কার হয়ে গিয়েছে রঞ্জি সেমিফাইনালে তামিলনাড়ুর বিরুদ্ধে তিনি ৮ বলে মাত্র ৩ রান করে সাজঘরে ফেরাতেই। তার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে চার ইনিংসেও তিনি করেছেন ১৩, ২৫, ২৯ ও ২৭। নড়বড়ে অধিনায়ককে নিয়ে আগামী মরসুমে ভোগার সম্ভাবনা রয়েছে নাইট রাইডার্সের।

Also Read: অল্পের জন্য প্রাণ বাঁচলো যুজবেন্দ্র চাহালের, কুস্তিগীরের কাঁধে চেপে খেলেন শূন্যে ঘুরপাক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *