ipl-2023-virat react on A guy who mistakenly says Anushka sir

ইতিমধ্যে বেশ জমে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2023) ম্যাচ। আপাতত পয়েন্ট তালিকা নিয়ে বেশ চিন্তায় রয়েছে প্রতিটি দল। মুলত গতবছরের মতন এই বছরেও জয়ের ধারা অব্যহত রেখেছে গুজরাত টাইটান্স (GT)। দ্বিতীয় স্থানে রয়েছে ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস। এবং শেষ ম্যাচে, কোহলির (Virat Kohli) ব্যাঙ্গালুরুকে হারিয়ে তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স। তবে, এবার রয়্যাল চ্যালেঞ্জার্স দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি শুধু খেলার মাঠে নয়, মাঠের বাইরেও চর্চায় থাকেন বিরাট কোহলি, তারকা ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি মুম্বই ম্যাচের পরেই তার রেস্তোরাঁ ‘One8 Commune’-এ আমন্ত্রণ করেন গোটা RCB দলকে।

RCB দলকে রেস্তোরাঁতে আমন্ত্রণ করলেন কোহলি

IPL 2023: "আমাকে ম্যাম বল" আনুশকাকে স্যার বলায় রেগে গেলেন বিরাট, দিলেন এই প্রতিক্রিয়া !! 1
Virat Kohli invited whole RCB team in his One8 Commune

কোহলি কিছুদিন আগে এই নতুন রেস্তোরাঁ ব্যবসায় পা রাখলেন। দিল্লি, কলকাতা এবং পুনেতে এই রেস্তোরার আউটলেট রয়েছে। তিনি এছাড়াও তিনি পুমা ব্রান্ডের সাথে যুক্ত হয়ে তিনি তার এই ‘One8′ ব্রান্ডের মধ্যেই পোশাক, সুগন্ধি এবং জুতা থেকে শুরু করে স্পোর্টিং নানা জিনিসের উপর ব্যাবসা শুরু করে দিয়েছেন।  Wrogn’ নামক একটি ব্রান্ডে তিনি বিনিয়োগ করেন সেখানে। ক্রিকেটের পাশাপাশি ব্যাবসায়িক দিক থেকে সফল হওয়ার জন্য বেশ উদগ্রীব হয়ে উঠেছেন বিরাট। নিজের রেস্তোরাঁতে এবার ডেকে ফেললেন আরসিবি দলকে।

ভাইরাল কোহলি-আনুশকার ভিডিও

গত, ৯ মে মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে মুম্বাইয়ের বিরুদ্ধে পরাজিত হয়ে আপাতত কিছুদিনের ছুটিতে রয়েছেন কোহলিরা। এই টুর্নামেন্টে তারা ১১ টি ম্যাচে ৫ টি জিতেছে এবং সপ্তম স্থান দখল করে রেখেছে। আপাতত ৫ দিনের ছুটিতে বিরাট তার দলকে তার তৈরি রেস্তোরাঁতে ডাক দিলেন ব্যাঙ্গালুরু দলকে। কোহলি তার পরিবার সহ উপস্থিত ছিলেন সেখানে। সেখানেই, তৈরি হলো এক হাস্যকর মুহূর্ত। বিরাট ও অনুষ্কার একটি ভিডিও হয়েছে ভাইরাল। আসলে বিরাট এবং আনুশকাকে পোজ দিয়ে ফটো তুলতে দেখা যায় এবং একজন ভক্ত বিরাটকে তার দিকে তাকাতে বলেন এবং ভক্তটি, আনুশকা ম্যাম না বলে আনুশকা স্যার বলে দেন। তখন কোহলি তাকে প্রতিউত্তরে বলেন, “একবার বিরাট ম্যাম বলে ডেকে দাও…” ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *