বেশ জমে উঠেছে আইপিএল ২০২৩ (IPL 2023) এর মঞ্চ। আজকের ম্যাচে দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস (DC) ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (RCB)। আজকে ঘরের মাঠেই নামতে চলেছে বিরাট কোহলি (Virat Kohli)। দিল্লির এই স্টেডিয়ামে খেলে বড় হয়েছেন বিরাট। আবার আজকে এই মাঠে দেখা যাবে বিরাট কোহলিকে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু দলের হয়ে বিরাট কোহলি এ বছর ওপেনিং এর ভার তুলে নিয়েছেন। বেশ ভালো ছন্দে দেখা বিরাট কোহলি কে।
মুখোমুখি হতে চলেছে RCB ও DC

এবছর, আইপিএলের ২০ তম মঞ্চে মুখোমুখি হয়েছিল RCB ও দিল্লি। ওই ম্যাচে ৩৪ বলে ৫০ রানের অসাধারণ ইনিংস খেলেন বিরাট কোহলি। আজকের ম্যাচে আবার দিল্লির বিরুদ্ধে বিরাট চাইবেন তার অসাধারণ ফর্ম বজায় রাখতে। আইপিএলে তিনি দিল্লির বিরুদ্ধে বেশ ভালো পারফরম্যান্স করেন। আজকের ম্যাচে বিরাট কোহলি শতরান করবেন বলে মনে করেন ভারতীয় দলের প্রাক্তন পেসার এস শ্রীশান্ত।
শেষবার দিল্লির বিরুদ্ধে যখন ব্যাঙ্গালুরু মুখোমুখি হয়েছিল তখন দেখা গিয়েছিল দাদা বনাম কোহলি দ্বন্দ্ব। ২০২১ সাল থেকে কোহলির সাথে সৌরভ গাঙ্গুলির দ্বন্দ্ব শুরু হয়। ওই সময়ে অধিনায়ক হিসেবে বিরাজমান ছিলেন বিরাট কোহলি এবং সৌরভ গাঙ্গুলি ওই সময়ে ছিলেন বোর্ড প্রেসিডেন্ট। সৌরভের সময়েই, ভারতীয় দলের অধিনায়কত্ব থেকে বহিস্কার করা হয় বিরাটকে। এর পর থেকেই শুরু হয় বিরাট বনাম সৌরভ দ্বন্দ্ব। এবছরই RCB বনাম DC ম্যাচে, ম্যাচের শেষে, সৌরভ গাঙ্গুলি বিরাট কোহলির সঙ্গে হাত মেলন নি। যার পরে তৈরি হয়েছিল বিবাদ।
এই মন্তব্য করলেন শ্রীশান্ত

তবে এবার প্রাক্তন ভারতীয় পেসার শ্রীশান্ত, মনে করেন আজকে বিরাট কোহলি শতরান করতে পারেন। তিনি মন্তব্য করে বলেন, “আজকে আইপিএলে ৫০ তম ম্যাচ, আজ মুখোমুখি হতে চলেছে RCB ও DC’র ম্যাচ। আজ হতে চলেছে কোহলি বনাম ওয়ার্নার ম্যাচ, তবে আজ সবথেকে বেশি জমজমাট হতে চলেছে কোহলি বনাম দাদা, আজ বিরাট কোহলি শতরান করে দাদা’ কে শ্রদ্ধা জানাতে পারে।“
'@ImVKohli getting a 100 will be a great tribute to Dada', @sreesanth_36 anticipates a great #RivalryWeek clash between @DelhiCapitals & @RCBTweets!
Tune-in to #DCvRCB at #IPLonStar
Today | Pre-show at 7 PM & LIVE action at 7:30 PM | Star Sports Network#BetterTogether pic.twitter.com/CxzBgDh6vr— Star Sports (@StarSportsIndia) May 6, 2023