IPL 2023: পাঞ্জাবের অলরাউন্ডিং পারফরমেন্সের সামনে মাথা টিকলো CSK, শেষ বলে ম্যাচ জিতলো PBKS !! 1

আজকের আইপিএলের (IPL 2023) মহাম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও পাঞ্জাব কিংস। আজকের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। প্রথমে ব্যাটিং করে চেন্নাই ২০০ রান সংগ্রহ করলো। যদিও সিকান্দার রাজার শেষ বলে ৩ রানের জন্য দৌড় চেন্নাই এক্সপ্রেসকে প্রথমে যাওয়া থেকে থমকে দিলো।

পাওয়ার প্লেতে দুরন্ত ব্যাটিং করে CSK ওপেনাররা

IPL 2023: পাঞ্জাবের অলরাউন্ডিং পারফরমেন্সের সামনে মাথা টিকলো CSK, শেষ বলে ম্যাচ জিতলো PBKS !! 2দলের হয়ে বেশ প্রদর্শন করতে দেখা যাচ্ছে ঋতুরাজ গাইকোয়ার্ড ও ডেভন কনওয়ে কে। আজকের ম্যাচেও বেশ অসাধারণ ফর্মে ব্যাটিং করতে দেখা যায় দুজনকেই। পাওয়ার প্লেতে ২১ বলে ৩০ করেন ঋতুরাজ এবং ১৫ বলে ২৩ করেন ঋতুরাজ।

প্রথম ১০ ওভারে অসাধারণ ব্যাটিং করে চেন্নাই

দুই ওপেনার কেই প্রথম থেকেই বেশ ছন্দে দেখা যাচ্ছে। প্রথমে ব্যাটিং করতে এসে বেশ মারকুটে মনোভাব নিয়ে খেলতে দেখা যায় চেন্নাই ব্যাটসম্যান দের। পাওয়ার প্লেতেই ৯০ রান করে ফেলে চেন্নাই সুপার কিংস।

মিডিল ওভারে ১০ এই বেশি রান রেটে ব্যাটিং করে চেন্নাই দল

IPL 2023: পাঞ্জাবের অলরাউন্ডিং পারফরমেন্সের সামনে মাথা টিকলো CSK, শেষ বলে ম্যাচ জিতলো PBKS !! 3মিডিল ওভারে চেন্নাই দলের হয়ে ব্যাটিং করেন কনওয়ে ও শিভম দুবে। ১৭ বলে ২৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন শিভম দুবে। অন্যদিকে ডেভন কনওয়ে বেশ দারুন ছন্দের সঙ্গে ব্যাটিং করছিলেন। অর্ষদীপের বলে আউট হন তিনি।

অসাধারণ ব্যাটিং নমুনা দেখান কনওয়ে

IPL 2023: পাঞ্জাবের অলরাউন্ডিং পারফরমেন্সের সামনে মাথা টিকলো CSK, শেষ বলে ম্যাচ জিতলো PBKS !! 4চেন্নাই দলের হয়ে প্রথম থেকেই ফর্ম দেখিয়ে আসছে কিউই ওপেনার কনওয়ে। ৫২ বলে ৯২ রান করে শেষ পর্যন্ত টিকে ছিলেন তিনি। তবে শেষ ওভারে ব্যাটিং করতে আসেন এম এস ধোনি এবং শেষ দুই বলেই মাঠের বাইরে পাঠালেন ধোনি। দুই ছক্কায় দলের রান সংখ্যা পৌঁছে যায় ২০০ তে।

পাওয়ার প্লেতেই উইকেট হারান ক্যাপ্টেন ধাওয়ান

IPL 2023: পাঞ্জাবের অলরাউন্ডিং পারফরমেন্সের সামনে মাথা টিকলো CSK, শেষ বলে ম্যাচ জিতলো PBKS !! 5চেজ করতে এসে প্রথমেই উইকেট হারান অধিনায়ক শিখর ধাওয়ান। ১৫ বলে ২৮ রান করে তুষার দেশপান্ডের বলে প্যাভিলিয়নের পথ দেখেন শিখর ধাওয়ান। যদিও পাওয়ার প্লেতে প্রভিসিমরণ ও ধাওয়ানের জন্যই ৬ ওভারে ৬২ রান সংগ্রহ করে পাঞ্জাব।

১০ ওভারে ১০০’র কাছাকাছি পৌঁছে যায় পাঞ্জাব

পাওয়ার প্লেতে অসাধারণ শুরুর পরে কিছুটা রানের কমতি দেখা যায়। ১০ ওভারের মাথায় ১৫ বলে ১৩ রানে ব্যাটিং করছিলেন অর্থব টাদে ও ৬ বলে ৯ রানে ব্যাটিং করছিলেন লিয়াম লিভিংস্টোন।

মিডিল ওভারে বেশ ভালো খেলে পাঞ্জাব

IPL 2023: পাঞ্জাবের অলরাউন্ডিং পারফরমেন্সের সামনে মাথা টিকলো CSK, শেষ বলে ম্যাচ জিতলো PBKS !! 6মিডিল ওভারে বেশ ভালো খেলতে দেখা যায় চেন্নাই দলকে। ২৪ বলে ৪০ বানিয়ে তুষার দেশপান্ডের বলে প্যাভিলিয়নে ফেরেন লিয়াম লিভিংস্টোন তবে ওই সময়ে দলের রান সংখ্যা পৌঁছে যায় ১৫৩ তে। যখন ক্রিজে টিকে ছিলেন স্যাম কুরান ও।

চাপের মুখে থেকেও অসাধারন ম্যাচ জিতলো পাঞ্জাব

IPL 2023: পাঞ্জাবের অলরাউন্ডিং পারফরমেন্সের সামনে মাথা টিকলো CSK, শেষ বলে ম্যাচ জিতলো PBKS !! 7শেষ ৪ ওভারে জিততে যখন প্রয়োজন ছিল ৪৮ রানের তখন ব্যাটিং করতে আসেন জিতেশ শর্মা। ১০ বলে ২১ রান করেন জিতেশ। তবে তুষারের শেষ ওভারে আউট হন জিতেশ। শেষ ওভারে প্রয়োজন যখন ৯ রানের তখন দলের হয়ে সেই দায়িত্ব নেন সিকান্দার রাজা। ৯ রান তুলে চেন্নাইকে পরাজিত করলো পাঞ্জাব।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *