IPL 2023: আইপিএলের আসন্ন ‘মিনি অকশন’ ঘিরে সরগরম ভারতের ক্রিকেটমহল। তার আগে আজ অর্থাৎ ১৫ নভেম্বর ভারতের ক্রিকেট বোর্ডের কাছে তালিকা দিয়ে দলগুলোকে জানাতে হত কাদের ধরে রাখতে চলেছেন তারা আর কাদের পাঠাতে চলেছেন নিলামের হাতুড়ির তলায়। নতুন দল হিসেবে নিজেদের প্রথম বছরেই ট্রফির স্বাদ পেয়েছিলো গুজরাত টাইটান্স। ২০২৩-এ সাফল্য ধরে রাখা’ই এখন লক্ষ্য তাদের। হার্দিক পান্ডিয়া’র নেতৃত্বে নিজেদের দ্বিতীয় বছরে দ্বিতীয় ট্রফি’র লক্ষ্যে ঝাঁপানোর আগে নিজেদের গতবারের দলের অনেক’কে ধরে রাখার সিদ্ধান্ত নিলো তারা। কথায় আছে কোনোকিছু যখন ঠিকঠাক কাজ করছে তখন বদলের কি দরকার? সেই পন্থায় আস্থা রাখলেন গুজরাত ফ্র্যাঞ্চাইজি’র থিঙ্ক ট্যাঙ্ক। মোট ১৭ জন ক্রিকেটার’কে ‘রিটেন’ করেছে তারা। ইতিমধ্যে গুজরাত থেকে ‘ট্রেডিং’ পদ্ধতি’তে বিদায় নিয়েছেন কিউই পেসার লকি ফার্গুসন এবং আফগান উইকেটরক্ষন রহমানুল্লাহ গুরবাজ। তাঁদের হারালেও নিজেদের দল নিয়ে আশাবাদী গুজরাতের হাতে এখন রয়েছে ১৯.২৫ কোটি টাকা। নিলামে যে তাঁরা কেবল দর্শক হিসেবে অংশ নেবে না তা বলা যায়।
কাদের ‘রিটেন’ করলো গুজরাত টাইটান্স?
হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), শুবমান গিল, ডেভিড মিলার, ঋদ্ধিমান সাহা, অভিনব মনোহর, সাই সুদর্শন, রাহুল তেওটিয়া, রশিদ খান, বিজয় শঙ্কর, সাই কিশোর, জয়ন্ত যাদব, মহম্মদ শামি, আলজারি জোসেফ, যশ দয়াল, নূর আহমেদ, দর্শন নলকাণ্ডে এবং প্রদীপ সাঙ্গওয়ান।