IPL 2023 AUCTION: ৩ জন ক্রিকেটার যাদের আগামী নিলামে ছেড়ে দিতে পারে রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালোর (RCB)!! 1

IPL 2023: আধুনিক ক্রিকেট বিশ্বের ধনী ক্রিকেট লীগ গুলির মধ্যে অন্যতম এবং প্রধান হলো আইপিএল। এই প্রতিযোগিতার জনপ্রিয়তা এতটাই বৃদ্ধি পেয়েছে যার ফলে এই বছর মেগা নিলামে আইপিএল নির্বাচন কমিটি আরো ২টি নতুন দলের সংযোজন করেছে। এই দুই নতুন দলের সংযোজনের পেছনে আরো একটি বড়ো কারণ হলো আইপিএল এর ইতিহাসে ক্রিকেটারদের সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। বর্তমানে প্রায় প্রতিটা তরুণ উঠতি ক্রিকেটার আইপিএল এর মঞ্চকেই পাখির চোখ হিসাবে দেখে থাকে যেখান থেকে তারা তাদের প্রতিভার প্রদর্শন দেখিয়ে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রতিষ্টিত করতে চায়। বর্তমান ক্রিকেট বিশ্বে এমন বহু ক্রিকেটার আছেন যারা আইপিএল এর মঞ্চ থেকেই প্রতিষ্টিত হয়ে আধুনিক ক্রিকেটে রাজত্ব করে বেড়াচ্ছেন।IPL 2023 AUCTION: ৩ জন ক্রিকেটার যাদের আগামী নিলামে ছেড়ে দিতে পারে রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালোর (RCB)!! 2

আইপিএল এর ইতিহাসে রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালোর (RCB) বরাবর একটি শক্তিশালী দল হিসাবে পরিচিত হলেও তারা এখনো অব্ধি কোনো আইপিএল ট্রফি জিততে পারেনি সে কথা আমরা সবাই জানি। এই বছর তারা তাদের অসাধারণ পারফর্মেন্স দেখিয়ে আইপিএল ট্রফি জেতার অন্যতম দাবিদার থাকা সত্ত্বেও প্রতিযোগিতার শেষে তারা পয়েন্টস টেবিলের ৩নাম্বার জায়গাতে নিজেদের এই বছর আইপিএল অভিযান শেষ করেছিল। এই বছর RCB দল দক্ষিণ আফ্রিকার বিধংসী ব্যাটসম্যান ফাফ দু প্লেসিস কে অধিনায়ক করে দল গঠন করেছিল কিন্তু তার পরেও তাদের দলে এমন কিছু ক্রিকেটার ছিলেন যারা এই শক্তিশালী দলে একদম মানানসই ছিলেননা বলেই মনে করা যায়। আমরা এখানে এমন ৩জন ক্রিকেটারকে নিয়ে আলোচনা করবো যাদের ২০২৩ এর নিলামে RCB টীম ম্যানেজমেন্ট ছেড়ে দিতে পারে বলে মনে করা যাচ্ছে।

অনুজ রাওয়াত

anuj rawat

২০২২ এর মেগা নিলামে ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান অনুজ রাওয়াত (Anuj রোবট) কে ৩.৪ কোটি টাকার বিনিময়ে নিজেদের দলে অন্তর্ভুক্ত করে রয়েল চ্যালেঞ্জর্স বেঙ্গালোর দল। বাঁহাতি এই ব্যাটসম্যান নিজের প্রতিভার জন্য যে দাম পেয়েছিলেন সেই পরোটা আইপিএল এর মঞ্চে দেখাতে না পাড়ার কারণে দলের কাছে বুমেরাং হয়ে সেটাই ফেরত আসে। এই বছর আইপিএল এ তিনি শুরুটা ভালো করলেও ৮টি ম্যাচে তিনি মাত্র ১২৯রান করতে সক্ষম হয়েছিলেন। তাই মনে করা যাচ্ছে আগামী মরসুম শুরু হবার আগে নিলামে RCB দল অনুজ রাওয়াত (Anuj Rawat) কে ছেড়ে দিতে চলেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *