ফাফ দু প্লেসিস
অভিজ্ঞ ব্যাটার ও ভালো ফর্মে থাকা ফাফকে দলে ধরে রাখতে চাইবে চেন্নাই। টপ অর্ডারের থাকা রুতুরাজ গায়কোয়াড়ের সাথে তিনি একটি ভালো সংমিশ্রণও গড়ে তোলেন। দক্ষিণ আফ্রিকান ধোনির মতো সিএসকে-র ফ্যাব্রিক জানেন এবং এটি তাকে বিশেষ করে তোলে। তাকে ফ্র্যাঞ্চাইজি ধরে রাখতে পারে।