রিতিকা সাজদেহ
রোহিত শর্মার (Rohit Sharma) স্ত্রী রিতিকা সাজদেহকে (Ritika Sajdeh) সবসময় মাঠে রোহিত শর্মার জন্য প্রার্থনা করতে দেখা যায়। ভক্তরাও রিতিকাকে রোহিতের সৌভাগ্য বলে মনে করেন। রিতিকা যখনই মাঠে নামেন, বেশিরভাগ বড় ইনিংসই রোহিতের ব্যাট দিয়ে দেখা যায়। আইপিএলের এই মরসুমেও মুম্বইয়ের প্রতিটি ম্যাচেই স্টেডিয়ামে হাজির হন রিতিকা সাজদেহ।