শেলডন জ্যাকসনকে ঠিকঠাক ব্যবহার করতে না পারা
ঘরোয়া ক্রিকেটের অন্যতম বড় নাম হল শেলডন জ্যাকসন। বড় বড় ছয় মারার ব্যাপারে সুনাম রয়েছে এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের। সেটাকে মাথায় রেখেই নিলামে তাকে কিনে নেয় কলকাতা। এহেন একজন ক্রিকেটারকে ঠিকঠাক ব্যবহারই করতে পারলো না নাইট দল। প্রথমত, ঠিকঠাক দলে সুযোগই পেলেন না তিনি। তার জায়গায় কখনও স্যাম বিলিংস বা কখনও বাবা ইন্দ্রজিৎকে দেখা যায়। আর শেলডনকে বসতে হয় ডাগ আউটে। সুযোগ পেলেও তাকে ঠিক জায়গায় খেলাতে পারেনি কেকেআর। এই ডান হাতি ব্যাটসম্যান ঘরোয়া ক্রিকেটে সফল হয়েছেন চার নম্বরে ব্যাট করতে নেমে। আর নাইটদের হয়ে লোয়ার মিডল অর্ডারে নামতে হয় তাকে। এই কারণেই ব্যাট হতে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হন জ্যাকসন।