ব্যাটিং অর্ডার নিয়ে ঘনঘন পরীক্ষা
চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশের ব্যাটিং আর্ডার নিয়ে সবচেয়ে বেশী পরিবর্তন দেখা গিয়েছে। প্রায় প্রতি ম্যাচেই নাইট শিবিরে দেখা গিয়েছেন নতুন প্লেয়ার এবং নতুন ব্যাটিং অর্ডার। এর ফলে শ্রেয়াস আইয়ারের দলে কোন স্থিরতা আসেনি। সেই সঙ্গে কোন প্লেয়ার কোন জায়গায় নেমে ব্যাট হাতে কী করতে হবে, সেটা বুঝতে বুঝতে গোটা টুর্নামেন্ট শেষ হওয়ার পথে। মজার বিষয় হল, এবারের ১৪টা ম্যাচে মাত্র চারজন খেলোয়াড় সবকটি ম্যাচ খেলেছে। বাকি প্লেয়ারদের মধ্যে পরিবর্তন করেই প্রথম একাদশ তৈরি করে কেকেআর থিঙ্ক ট্যাঙ্ক।