রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে আইপিএল ২০২২-এর (IPL 2022) ৫৮তম ম্যাচটি ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। এ দিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্ত। প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালস ৪ ওভারে ১ উইকেট হারিয়ে ২৩ রান তুলেছে। সব মিলিয়ে একটা জমাটি ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
রাজস্থান প্রথমে ব্যাট করে চলতি মরশুমে বেশিরভাগ ম্যাচ জিতেছে। তাই বেশ আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নামে সঞ্জু স্যামসনের দল। তবে এ দিনের শুরুটা একেবারেই ভালো হয়নি তাদের। শুরুতেই ফিরে যান দলের ওপেনার জস বাটলার। এই আইপিএলে ব্যাট হাতে আগুনে মেজাজে রয়েছেন বাটলার। এখনও পর্যন্ত তার ব্যাট থেকেই এসেছে সর্বোচ্চ রান। তবে বুধবার চেতন সাকারিয়ার বলে ব্যক্তিগত ৭ রান করেই প্যাভিলিয়নে ফেরেন তিনি।
দেখে নিন তার আউটের ভিডিও:
https://www.iplt20.com/video/44997/m58-rr-vs-dc–jos-buttler-wicket
এ দিন, পরিবর্তন করে এই ম্যাচে মাঠে নেমেছে দুই দলই। দিল্লি ক্যাপিটালসের দলে দুটি পরিবর্তন এসেছে। রিপল প্যাটেল এবং চেতন সাকারিয়াকে সুযোগ দেওয়া হয়েছে, যেখানে ললিত যাদব এবং খলিল আহমেদ এই ম্যাচে জায়গা পাননি। ব্যক্তিগত কারণে এই ম্যাচে খেলছেন না শিমরন হেটমায়ার। রাসি ভ্যান ডের ডুসেনের স্থলাভিষিক্ত হয়েছেন প্রথম একাদশে। ১১ ম্যাচের মধ্যে ছয়টিতে হেরেছে দিল্লি। অন্যদিকে রাজস্থান ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে এবং যোগ্যতা অর্জনের জন্য মাত্র দুই পয়েন্ট প্রয়োজন।