“জাতির লজ্জা…” পাকিস্তানের পারফর্মেন্স মেজাজ হারালেন ইনজামাম, বোর্ড কর্তাদের নিলেন একহাত !! 1

প্রতি বিশ্বকাপে ন্যায় এই বছরের বিশ্বকাপেও (T20 World Cup 2024) পাকিস্তানে দলের পারফরমেন্স ছিল খুবই সাদামাটা। এবার পাকিস্তান দলের পারফরমেন্স দেখে হতাশ হয়েছেন প্রাক্তন পাকিস্তানি অধিনায়ক ইনজামাম উল হক (Inzamam-Ul-Haq) প্রাক্তন পাকিস্তানের অধিনায়ক। ইনজামাম ২০২৩ সালে পাকিস্তান দলের মুখ্য নির্বাচক ছিলেন। তবে, পাকিস্তানের খারাপ পারফরমেন্সের পর ইনজামাম পদত্যাগ করেছিলেন তার পদ থেকে।

ভারত ও USA’র বিরুদ্ধে পরাজিত হয় পাকিস্তান

Pakistan Cricket Team, T20 World Cup 2024
Pakistan Cricket Team | Image: Getty Images

তবে পাকিস্তান দলের পারফরমেন্স ছিল খুবই সাধারণ, প্রথম ম্যাচেই তারা বিশ্বকাপের মঞ্চে কোয়ালিফাই করা আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরাজিত হয়েছিল এরপর দ্বিতীয় ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধেও একেবারে জিতে যাওয়া ম্যাচটি হেরে যায় পাকিস্তান। প্রথম দুই ম্যাচে পরাজিত হওয়ার পর পাকিস্তান বিদায় নিয়েছিল বিশ্বকাপ থেকে তবে আয়ারল্যান্ড ও আমেরিকা যুক্তরাষ্ট্রের ম্যাচটি ভেস্তে যেতে পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়ে যায় পাকিস্তানের পারফরমেন্সের থেকেও দল নির্বাচন নিয়ে বেশ বড় মন্তব্য করে বসেছেন ইনজামাম।

Read More: T20 World Cup 2024: জুনিয়র সাকিবের দাপটে নেপালকে হারালো বাংলাদেশ, পা রাখলো সুপার এইটে !!

দলের গঠন নিয়ে ইনজামাম বলেছেন, “যেভাবে দল নির্বাচন হয়েছে এরকম করা উচিত ছিল না এক নম্বর থেকে পাঁচ নম্বর ব্যাটসম্যান সবাই ওপেনার। পাকিস্তানের কোন মিডিল অর্ডার ব্যাটসম্যান ছিল না। এটাই দুর্ভাগ্যের যে পাকিস্তান দল তাদের কোন মিডিল অর্ডার ব্যাটসম্যান খুজে পাচ্ছে না।

টিম ম্যানেজমেন্টের উপর খুশি নন ইঞ্জি

inzamam ul haq
Inzamam-Ul-Haq | Image: Getty Images

এমনকি ইনজামাম উল হক (Inzamam-Ul-Haq) সাদাব খানের নাম না করেই পাকিস্তান দলের ম্যানেজমেন্টের উপর চড়াও হয়ে ওঠেন তিনি। মন্তব্য করে জানান, “দলে এমন একজন বোলারকে নির্বাচন করা হয়েছে, তবে তাকে বল হাতে দেখতে পেলাম না।” এরপর পাকিস্তানের প্লেয়ারদের তিনি ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন এবং জানিয়ে দিয়েছেন, “যারা জাতীয় দলে প্রদর্শন করতে পারছেন না তাদের উচিত ঘরোয়া ক্রিকেটে এসে কঠোরভাবে অনুশীলন করার।”

ইনজামাম দাবি জানান পাকিস্তানের এই পরিণতি হঠাৎ করেই নয়, এটি একটি দীর্ঘমেয়াদি সমস্যা। টিম ম্যানেজমেন্টকে এক হাত নিয়ে তিনি বলেন, “বিশ্বকাপের এই পরাজয় হঠাৎ আসেনি তারা দলগতভাবে কখনোই খেলেনি। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং শাহীন আফ্রিদির মতো বড় নামগুলির পারফরম্যান্স ছাড়া পাকিস্তান দলের হয়ে কাউকে আমি তেমন খেলতে দেখিনি। বিগত কয়েক মাসে পাকিস্তানের এটা প্রথম খেলা নয়, এর আগে এশিয়া কাপ, বিশ্বকাপ এবং দুই তিনটি সিরিজও তারা খেলেছে। কিন্তু কখনোই তারা তাদের শীর্ষ পারফরম্যান্স দিতে পারেনি। একতাবদ্ধ হয়ে কাউকেই খেলতে দেখা যায়নি।

Read Also: টিম ইন্ডিয়ার জার্সিতে ব্যর্থ দিনের পর দিন, তবুও নিয়মিত খেলে চলেছেন রোহিতের স্নেহধন্য এই ক্রিকেটার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *