বিরাট কোহলি (Virat Kohli) ও নবীন উল হক (Naveen ul Haq), আইপিএলের গত মরসুমে ক্রিকেটজনতার আলোচনার কেন্দ্রে জায়গা করে নিয়েছিলো এই দুটি নাম। ভারতীয় মহাতারকার সাথে মাঠে বচসায় জড়িয়ে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছিলেন আফগানিস্তানের বোলার। ১ মে লক্ষ্ণৌর ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলো লক্ষ্ণৌ সুপারজায়ান্টন ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। দুই শিবিরের লড়াইয়ের রেশ বাইশ গজ পেরিয়ে স্থান করে নিয়েছিলো মাঠের বাইরেও। ঘটনার সূত্রপাত নবীন ব্যাটিং করার সময়। কোহলির (Virat Kohli) সাথে মতানৈক্য হয় তাঁর। বিরাটকে দেখা যায় নিজের জুতোর দিকে ইঙ্গিত করে কিছু বলতে। পালটা দেন নবীন’ও। সতীর্থদের হস্তক্ষেপে ঝামেলা বেশীদূর গড়ায় নি।
খেলা লক্ষ্ণৌর ঘরের মাঠে হলেও জয় ছিনিয়ে নেয় বেঙ্গালুরু (RCB)। ম্যাচ শেষে যখন দুই পক্ষের ক্রিকেটাররা হাত মেলাচ্ছেন, তখন ফের একবার কথার লড়াইতে জড়াই কোহলি ও নবীন। জড়িয়ে পড়েছিলেন ২০২৩ মরসুমে লক্ষ্ণৌর মেন্টর থাকা গৌতম গম্ভীর’ও (Gautam Gambhir)। কোহলি-নবীন ও গম্ভীর তিনজনকেই শাস্তির মুখে পড়তে হয়েছিলো এই ঘটনার পর। সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমের সৌজন্যে ছড়িয়ে পড়ে বিতর্কের আগুন। ট্যুইটার-ইন্সটাগ্রামের মত জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নানা সময় ইঙ্গিতবাহী পোস্ট করতে দেখা গিয়েছিলো নবীন (Naveen ul Haq), কোহলি দুজনকেই। এর মধ্যে নবীনের ‘স্যুইট ম্যাঙ্গো’ পোস্ট’টি রীতিমত ভাইরাল হয়। ঘটনার বেশ কয়েক মাস পর সেই ইন্সটাগ্রাম স্টোরি নিয়ে মুখ খুললেন নবীন। জানালেন কোহলির (Virat Kohli) সাথে কোনো সম্পর্কই নেই সেই ইন্সটা স্টোরি’র।
Read More: IND vs AUS: রায়পুরে অস্ট্রেলীয় সমর্থকের মুখে ‘ভারত মাতা কি জয়’, মন ভালো করা ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় !!
মিটে গিয়েছে বিবাদ, বিরাটের আলিঙ্গনে নবীন-

আইপিএলের বিতণ্ডার রেশ কি আন্তর্জাতিক ক্রিকেটেও পড়বে? আশঙ্কায় ছিলেন অনেকে। দিল্লীতে কোহলির (Virat Kohli) ঘরের মাঠে বিশ্বকাপে ভারত মুখোমুখি হয়েছিলো আফগানিস্তানের। বিরাটের সাথে নবীনের ডুয়েল এই ম্যাচকে অন্য মাত্রা দিচ্ছিলো। মারমুখী ব্যাটিং, জ্বলন্ত আগ্রাসন আশা করেছিলেন সকলে। কিন্তু বাস্তবে তেমনটা কিন্তু দেখা যায় নি। ভারতের সব স্টেডিয়ামে কোহলি ভক্তদের আক্রোশের মুখে পড়তে হচ্ছিলো নবীনকে (Naveen ul Haq)। ব্যতিক্রম ছিলো না দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়াম’ও। তরুণ তুর্কির প্রতি জনতার রুষ্ট মনোভাব অনুধাবন করতে পেরে পাশে এসে দাঁড়ান স্বয়ং বিরাট’ই (Virat Kohli)। ম্যাচ চলাকালীন নিজেদের মধ্যে কথা বলে বিবাদ মিটিয়ে ফেলেন তিনি।
ভারত প্রত্যাশামতই সহজে হারিয়েছিলো আফগানিস্তানকে। ঝোড়ো শতরান করে দিল্লীর বাইশ গজ শাসন করেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। কিন্তু ভারতীয় ইনিংস চলাকালীন তরুণ আফগান পেসার নবীন উল হক’কে (Naveen ul Haq) বিরাট কোহলির জড়িয়ে ধরার ছবিটিই এই ম্যাচের সেরা ফ্রেম। পরে নবীন নিজেও সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে বিরাট নিজেই তাঁকে এসে বলেন, “চলো ব্যাপারটা মিটিয়ে ফেলি” উত্তরে তিনিও বলেন, “হ্যাঁ তাই করা যাক।” বিরাট বিতর্ক মেটার পর ভারতীয় জনতাকেও পাশে পেয়েছেন নবীন উল হক (Naveen ul Haq)। জনতার কটুক্তির বদলে বিশ্বকাপের বাকি অংশটা জুড়ে তিনি শুনেছেন জয়ধ্বনি।
কোহলি’কে হেয় করা উদ্দেশ্য ছিলো না, বলছেন নবীন-

কোহলি-নবীন বিতর্ক অন্য মাত্রা পেয়েছিলো সোশ্যাল মিডিয়ার সৌজন্যে। লক্ষ্ণৌর বিরুদ্ধে জয়ের পর উদযাপনের সময় কোহলিকে (Virat Kohli) বলতে শোনা যায়, “মধুর একটা জয়। যদি ইঁট মারো তাহলে পাটকেল খাওয়ার জন্য প্রস্তুত থাকা উচিৎ।” ইঙ্গিত যে নবীন, গম্ভীরদের দিকে তা স্পষ্ট ছিলো সেদিন। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আহমেদাবাদে খেলা ছিলো লক্ষ্ণৌর। টেলিভিশনের সামনে ব্যগ্রচিত্তে বসেছিলেন কোহলি। গুজরাতের ক্রিকেটারদের বিক্রম তারিয়ে তারিয়ে উপভোগ করলেন তিনি। কখনও ঋদ্ধিমান সাহা, কখনও রশিদ খান আবার কখনও শুভমান গিলের তারিফ করেন ইন্সটাগ্রামে। দিনকয়েক পর মুম্বই-এর বিরুদ্ধে বেঙ্গালুরু হারে, সেইদিন বেশ কয়েকটি আমের ছবি পোস্ট করে নবীন (Naveen ul Haq) লিখেছিলেন ‘স্যুইট ম্যাঙ্গো।’ পিছনের স্ক্রিনে বেঙ্গালুরু-মুম্বই ম্যাচের ছবিও জায়গা করে নিয়েছিলো ইন্সটা স্টোরিতে। অনেকেই ভেবে নিয়েছিলেন বিরাট’কে পালটা দিলেন তিনি।
যে ইন্সট্রাগ্রাম স্টোরির জন্য ক্রিকেটদুনিয়ার অর্ধেক অংশ তাঁর বিপক্ষে চলে গিয়েছিলো। সোশ্যাল মিডিয়া নানা কটুক্তি শুনতে হয়েছে তাঁকে, তা আদপে বিরাট কোহলিকে উদ্দেশ্য করে ছিলোই না। লক্ষ্ণৌ সুপারজায়ান্টসকে দেওয়া সাক্ষাৎকারে এমন চাঞ্চল্যকর দাবীই করেছেন নবীন (Naveen ul Haq)। বলেন, “আমি ধাওয়াল ভাই’কে (LSG’র লজিস্টিকস সামলান) বলেছিলাম যে আমি আম খেতে খুব ভালোবাসি। তারপর আমরা গোয়া গিয়েছিলাম। উনি বাজার থেকে আমায় আম এনে দিয়েছিলেন। আমি স্ক্রিনের সামনে বসে আম খাচ্ছিলাম। ওখানে (স্ক্রিনে) ওর (কোহলি) ছবি বা কিছুই ছিলো না স্টোরিতে। কেবল মুম্বই ইন্ডিয়ান্স খেলোয়াড়দের ছবি ছিলো। তা সত্ত্বেও আমার স্টোরি’র ভুল অর্থ খুঁজে নেওয়া হলো। আমি আর কিছু বলি নি। যদি আমের মরসুম হয়, মানুষজনের দোকানপাট’ও খোলা থাকা উচিৎ।”
দেখে নিন নবীনের সম্পূর্ণ সাক্ষাৎকারটি-
Who said “sweet mangoes”? 🫣😂
Full interview on YouTube! 💙#LucknowSuperGiants | #LSG | #DurbansSuperGiants | #DSG | pic.twitter.com/SKGzZv4HQ2
— Lucknow Super Giants (@LucknowIPL) December 2, 2023
Also Read: IPL 2024: স্টোকস কিংবা স্টার্ক নয়, এই দুর্দান্ত খেলোয়াড়ের জন্য নিলামে ৩০ কোটি টাকা খরচ করতে তৈরি মুম্বাই ইন্ডিয়ান্স !!