ড্রয়ের পথে কানপুর টেস্ট, WTC ফাইনাল খেলার রাস্তা ক্রমশ কঠিন হচ্ছে টিম ইন্ডিয়ার !! 1

২০২১ ও ২০২৩-এর পর ২০২৫-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেরও (WTC) ফাইনাল খেলতে মুখিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। সেই যাত্রাপথে অত্যন্ত গুরুত্বপূর্ণ চলতি ভারত বনাম বাংলাদেশ (IND vs BAN) টেস্ট সিরিজ। প্রথম ম্যাচে কার্যসিদ্ধি করতে বিশেষ অসুবিধার মুখে পড়তে হয় নি রোহিত শর্মাদের। চতুর্থ দিনের প্রথম সেশনেই প্রতিপক্ষকে গুটিয়ে দিতে সক্ষম হয়েছিলেন তাঁরা। কিন্তু কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট ম্যাচটিতে বিপাকে পড়তে হয়েছে ‘মেন ইন ব্লু’কে। ঘরের মাঠে ভারতের ক্রিকেটীয় শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ জানানোর মত কিছু করে নি প্রতিপক্ষ বাংলাদেশ। কিন্তু বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়ার (Team India) সামনে। প্রথম দিন মাত্র ৩৫ ওভার খেলা এগিয়েছিলো, ভেস্তে গিয়েছিলো দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলা। বাকি দু’দিনে যদি ফয়সালা না আসে, তাহলে হোয়াইটওয়াশের স্বপ্ন ভাঙবে ভারতের, সাথে প্রশ্নের মুখে পড়বে WTC ফাইনাল খেলার সম্ভাবনাও।

Read More: IPL ম্যাচ হেরে লঙ্কাকাণ্ড বাঁধিয়েছিলেন ধোনি, ‘ক্যাপ্টেন কুল’-এর অজানা কাহিনী এলো প্রকাশ্যে !!

এই মুহূর্তে WTC পয়েন্ট তালিকার শীর্ষে ভারত-

IND vs BAN | WTC | Image: Getty Images
IND vs BAN | Image: Getty Images

২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) চক্রের শেষ পর্যায় চলছে এখন। পয়েন্ট তালিকায় আপাতত শীর্ষেই রয়েছে ভারত। ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, বাংলাদেশের মত প্রতিপক্ষের মুখোমুখি হয়েছে তারা। একটি সিরিজেও পরাজিত হন নি রোহিত শর্মা’রা (Rohit Sharma)। ১০ ম্যাচ খেলে তারা জিতেছে ৭টি, হার ২টিতে, ড্র হয়েছে ১টি টেস্ট। পার্সেন্টেজ পয়েন্ট ৭১.৬৭। দ্বিতীয় স্থানে রয়েছে ২০২৩-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) জয়ী অস্ট্রেলিয়া। ‘ব্যাগি গ্রিন’ বাহিনী ১২ ম্যাচ খেলেছে। জিতেছে ৮টিতে, হেরেছে ৩টি টেস্ট। ড্র করেছে ১টি ম্যাচ। অজিদের পার্সেন্টেজ পয়েন্ট আপাতত ৬২.৫০। ঘরের মাঠে নিউজিল্যান্ড ২-০ হোয়াইটওয়াশ করে তিন নম্বরে উঠে এসেছে শ্রীলঙ্কা। মোট ৯টি টেস্ট খেলে তাদের ঝুলিতে ৫টি জয় ও ৪টি হার। পার্সেন্টেজ পয়েন্ট ৫৫.৫৬।

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলেও চার নম্বরেই আটকে রয়েছে ইংল্যান্ড। ভারত সফরে ৪টি টেস্ট হেরেছে তারা, ২টি হেরেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ১টি পরাজয় শ্রীলঙ্কার বিরুদ্ধে। ৪২.১৯ পার্সেন্টেজ পয়েন্ট রয়েছে বেন স্টোকসদের (Ben Stokes) ঝুলিতে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় একটা সময় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে পৌঁছে দিয়েছিলো বাংলাদেশকে। কিন্তু চেন্নাইতে হেরে ফের পিছিয়ে পড়েছে টাইগারবাহিনী। আপাতত ৭ ম্যাচে ৩ জয় ও ৪ হার নিয়ে তারা রয়েছে পাঁচে। পার্সেন্টেজ পয়েন্ট ৩৯.২৯। ছয় থেকে নয়ে রয়েছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা (৩৮.৮৯), নিউজিল্যান্ড (৩৭.৫০), পাকিস্তান (১৯.০৫) ও ওয়েস্ট ইন্ডিজ (১৮.৫২)।

এক নজরে সম্পূর্ণ WTC পয়েন্ট তালিকা-

কঠিন লড়াই অপেক্ষা করছে টিম ইন্ডিয়ার জন্য-

Rohit Sharma and Pat Cummins with Border-Gavaskar Trophy | Image: Getty Images
Rohit Sharma and Pat Cummins with Border-Gavaskar Trophy | Image: Getty Images

আপাতত ২০২৫-এর ফাইনালে জায়গা করে নেওয়ার দৌড়ে এগিয়েই রয়েছে টিম ইন্ডিয়া (Team India)। কিন্তু জুন মাসে লর্ডসে রোহিত শর্মা, বিরাট কোহলিদের (Virat Kohli) দেখতে পাওয়া যাবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বাংলাদেশের বিরুদ্ধে কানপুর টেস্ট যদি ড্র হয় তাহলে আরও খানিক কঠিন হয়ে উঠবে রাস্তাটা। অন্য কোনো দলের উপর নির্ভর না করে খেতাবী যুদ্ধে অংশ নিতে গেলে আগামীতে প্রায় নিখুঁত ক্রিকেট খেলতে হবে ভারতীয় দল’কে। ২০২৩-২৫ টেস্ট বিশ্বচ্যাম্পিয়নশিপ (WTC) চক্রে আর ৮টি ম্যাচ খেলা বাকি রয়েছে ‘মেন ইন ব্লু’র। এই ৮ টেস্টের মধ্যে অন্তত ৫টি জিততে হবে ভারতকে, ড্র রাখার সুযোগ থাকছে ১টি। ২টি টেস্টের বেশী কোনোমূল্যেই হারা চলবে না নির্বিবাদে ফাইনালে পা রাখতে হলে।

বাংলাদেশ সিরিজের (IND vs BAN) পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে (IND vs NZ) তিনটি ম্যাচ রয়েছে রোহিত শর্মাদের। চিন্নাস্বামী, পুণে ও মুম্বইয়ের মাঠে আয়োজিত হবে খেলাগুলি। শ্রীলঙ্কার মাঠে সম্প্রতি হোয়াইটওয়াশ হওয়া কিউইদের স্পিনের নাগপাশে বেঁধে ফেলতে চাইবে ভারত’ও। এই ৩ ম্যাচ জিতে নিতে পারলে WTC ফাইনালের দিকে অনেকটাই এগিয়ে যেতে পারবে তারা। চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে অস্ট্রেলিয়াতে। তবে ‘ব্যাগি গ্রিন’দের ডেরায় গত দুটি সিরিজে (IND vs AUS) দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়ে জয় ছিনিয়ে নিয়েছে ‘মেন ইন ব্লু।’ ২০১৮-১৯ ও ২০২০-২১ মরসুমে যে দাপটের সাথে অজিদের মোকাবিলা করেছিলো টিম ইন্ডিয়া (Team India), ২০২৪-২৫ মরসুমেও তার পুনরাবৃত্তি ঘটালে লর্ডসের ছাড়পত্র আদায়ে সমস্যা হওয়ার কথা নয়।

Also Read: চক্রান্তের জাল বুনেছিলেন ‘টাইগার রবি’? চমকে দেবে বাংলাদেশী ‘সুপারফ্যান’-এর কীর্তিকলাপ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *