WTC Final 2025: ব্রিসবেনে ড্র ভারত-অস্ট্রেলিয়া টেস্ট, কোহলিদের জন্য জটিল হলো টেস্ট চ্যাম্পিয়নশিপ সমীকরণ !! 1

WTC Final 2025: বৃষ্টিভেজা ব্রিসবেনে নিষ্ফলা ড্র দিয়েই শেষ ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) তৃতীয় টেস্ট ম্যাচ। গতকাল দিনের শেষে ভারতের স্কোরবোর্ডে ছিলো ৯ উইকেটের বিনিময়ে ২৫২ রান। আজ সকালে শেষ উইকেটটি তুলে নিতে বিশেষ কাঠখড় পোড়াতে হয় নি ব্যাগি গ্রিন বাহিনীকে। ১৮৫ রানের লিড পায় তারা। এরপর দ্রুত রান তোলার চেষ্টায় একের পর এক উইকেটও খোয়াতে দেখা গেলো হেড-লাবুশেনদের (Marnus Labuschagne)। শেষমেশ ৮৯ রানের মধ্যে ৭ উইকেট খুইয়ে ডিক্লেয়ার করেন প্যাট কামিন্স। চতুর্থ ইনিংসে ৫৪ ওভারে ২৭৫ তুলতে হত টিম ইন্ডিয়াকে (Team India)। আক্রমণ না রক্ষণ? কোন বিকল্প বেছে নেবে ভারত? এই প্রশ্নের উত্তর যখন খুঁজছেন সকলে, তখন বাধার প্রাচীর খাড়া করে বৃষ্টি। আবহাওয়ার খামখেয়ালিপনায় শেষই করা গেলো না ম্যাচ। ১-১’ই থাকলো সিরিজের ফলাফল।

Read More:  “বৃষ্টি না হলে হেরে ভুত…” ব্রিসবেন টেস্ট ড্র হতেই সমাজ মাধ্যমে ট্রোলের মুখে ভারতীয় দল !!

কোন পথে WTC ফাইনালে ভারত ?

IND vs AUS | Image: Getty Images
IND vs AUS | Image: Getty Images

গাব্বার ড্র শুধুমাত্র ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজের ফলাফলেই প্রভাব ফেলে নি সাথে বদলে দিয়েছে টিম ইন্ডিয়ার (Team India) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে পৌঁছানোর যাত্রাপথটাও। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোয়াইটওয়াশ হওয়ার পরেই লর্ডসের রাস্তাটা আচমকা কঠিন হয়ে গিয়েছিলো রোহিত শর্মা, বিরাট কোহলিদের কাছে। অস্ট্রেলিয়ার মাটিতে তা ক্রমেই আরও কঠিনতর হয়ে উঠছে। চলতি সিরিজে বাকি আছে আর মাত্র দুটি। অন্য কোনো দলের মুখাপেক্ষী না হয়ে সরাসরি ফাইনাল খেলতে হলে মেলবোর্ন ও সিডনি, দুই ভেন্যুতেই জিততে হবে ‘মেন ইন ব্লু’কে। ৩-১ ফলে বর্ডার-গাওস্কর ট্রফি (BGT) জিততে পারলেন লর্ডসের টিকিট নিশ্চিত হয়ে যাবে ভারতীয় দলের।

ফাইনালের দৌড়ে ভারতের সাথে রয়েছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। পাকিস্তানের বিপক্ষে (SA vs PAK) ঘরের মাঠে আসন্ন সিরিজে একটি টেস্ট জিতলেই ছাড়পত্র পেয়ে যাবেন তেম্বা বাভুমা’রা। তা অসম্ভব কিছু নয় বলেই মত বিশেষজ্ঞমহলের। অন্য প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে সিরিজ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে (SL vs AUS)। গলের মাঠে এই দু’টি ম্যাচ খুব গুরুত্বপূর্ণ হতে পারে কোহলিদের (Virat Kohli) জন্য। যদি ভারত ২-১ ফলে বর্ডার-গাওস্কর ট্রফি যেতে তাহলে লঙ্কানদের ১-০ জয় অথবা বড়জোর ১-১ ফলে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া সিরিজ ড্রয়ের আশা করে থাকতে হবে টিম ইন্ডিয়া সমর্থকদের। আর যদি ২-২ ফলে ড্র হয় বর্ডার-গাওস্কর ট্রফি (BGT), সেক্ষেত্রে শ্রীলঙ্কা ১-০ বা ২-০ জয়ের আশা করা ছাড়া উপায় নেই ভারতের জন্য।

দেখুন WTC পয়েন্ট তালিকা-

WTC Points | Image: Twitter

WTC-র সেরা অস্ত্র সরে দাঁড়ালেন আজ-

Ravichandran Ashwin | WTC | Image: Getty Images
Ravichandran Ashwin | Image: Getty Images

আগামী জুন মাসে ভারত আদৌ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনাল খেলবে কিনা তা এখনও নিশ্চিত নয়। অনেক যদি-কিন্তু’র পথ পেরোতে হবে তাদের। এই সংশয়ের মাঝেই WTC-র আসরে নিজেদের অন্যতম সেরা অস্ত্রকে আজ খুইয়ে বসলো ‘মেন ইন ব্লু।’ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রবিচন্দ্রণ অশ্বিন। দেশের হয়ে ১০৬টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। ২৪ গড়ে নিয়েছেন ৫৩৭টি উইকেট। ১১ বার হয়েছেন সিরিজের সেরা ক্রিকেটার। যা বিশ্বরেকর্ড। ব্যাট হাতেও তাঁর সংগ্রহ ৩৫০৬ রান। রয়েছে ৬টি শতরান’ও। ২০১৯ থেকে ২০২৪ অবধি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটি চক্রে সর্বোচ্চ উইকেটসংগ্রাহক অশ্বিন’ই। ৪১ টেস্টে মাত্র ২১.৪৯ গড়ে তিনি নিয়েছেন ১৯৫ উইকেট। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ১১ বার। লাল বলের ফর্ম্যাটে বিশ্বসেরা হওয়ার স্বাদ না পেয়েই সরে দাঁড়াতে হলো কিংবদন্তিকে।

Also Read: IND vs AUS 4th Test: বক্সিং ডে টেস্ট থেকে ছিটকে গেলেন ট্র্যাভিস হেড, স্বস্তির হাওয়া ভারতীয় শিবিরে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *