জাসপ্রিত বুমাহরার অনুপস্থিতি:
এটা নিঃসন্দেহে বলা যেতেই পারে বুমরাহ হলেন এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের সেরা ফাস্ট বোলারদের অন্যতম। ডানহাতি এই ফাস্ট বলার তার বিষাক্ত ইয়র্কারের দ্বারা বিশ্বের বহু নামিদামি ব্যাটসম্যানের উইকেট উড়িয়ে দিয়েছেন। ইংল্যান্ড সফরের পর ভারতীয় টীম ম্যানেজমেন্ট বুমরাহকে বিশ্রাম দিয়েছিলো এশিয়া কাপের কথা মাথায় রেখে। কিন্তু খবর সূত্রে জানা গেছে বুমরাহ নিজের প্রস্তুতি নিতে গিয়ে চটিল হয়েছেন এবং তিনি জাতীয় একাডেমিতে রিহ্যাব করছেন। তাই ভারতীয় টীম ম্যানেজমেন্ট সামনের t20 বিশ্বকাপের কথা মাথায় রেখে তাকে আসন্ন এশিয়া থেকে বাদ দিয়েছেন। বুমরাহের দলে না থাকাতে পাকিস্তান দল পুরোপুরি এটার ফায়দা তুলবে সে কথা বলা যেতেই পারে। তাই এই ক্ষেত্রেও পাকিস্তান দল ভারতীয় দলকে পরাজিত করতে পারে।