আইসিসি ট্রফির জন্য টিম ইন্ডিয়ার (Team India) অপেক্ষা দীর্ঘায়িত হয়েছে আরও খানিকটা। ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েও ফিরতে হয়েছে খালি হাতে। গ্রুপ পর্ব ও সেমিফাইনাল মিলিয়ে টানা দশ ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে বিশ্বকাপের (ICC World Cup 2023) ফাইনালে পা রেখেছিলো ভারত। কিন্তু গত ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক বিভীষিকাময় পরিস্থিতির সম্মুখীন হতে হলো টিম ইন্ডিয়াকে (Team India)। বিশালাকায় মাঠে উপস্থিত ৯৩ হাজার জনতা বিস্মিত হয়ে চেয়ে দেখলেন যে ‘ফেভারিট’ হয়ে শুরু করেও অস্ট্রেলীয় ক্রিকেট শৌর্য্যের সামনে অসহায় আত্মসমর্পণ করে মাঠ ছাড়লেন কোহলি, রোহিত, রাহুল’রা। বারো বছর পর বিশ্বকাপ জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলো টিম ইন্ডিয়া। কিন্তু ব্যাটিং ব্যর্থতা আরও একবার বাধা হয়ে দাঁড়ালো তাদের সামনে।
ওডিআই বিশ্বকাপের (ICC World Cup 2023) হতাশাজনক পরিণতির পর টিম ইন্ডিয়ার নজর এখন সামনের দিকে। আগামী বছর ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে রয়েছে টি-২০ বিশ্বকাপ। কুড়ি ওভারের ফর্ম্যাটে বিশ্বজয়ই এখন লক্ষ্য ভারতের। ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপে জয়লাভ করেছিলো ‘মেন ইন ব্লু।’ এরপর দেড় দশকের বেশী সময় কেটে গিয়েছে, কিন্তু দ্বিতীয়বার আর ট্রফি জেতা হয় নি। ২০১৪ সালে ফাইনালে জুটেছে পরাজয়। বেশ কয়েকবার ছিটকে যেতে হয়েছে সেমিফাইনাল থেকে। ওয়েস্ট ইন্ডিজ, মার্কিন যুক্তরাষ্ট্রেও যাতে দিনের শেষে পরাজিতের তকমা ঘাড়ে চেপে না বসে, তা নিশ্চিত করতে বদ্ধপরিকর ভারত। এখন থেকেই টি-২০ বিশ্বকাপের স্কোয়াডকে ঘষেমেজে প্রস্তুত করছে বিসিসিআই। সিনিয়রদের বাইরে রেখে তারুণ্যে ভরপুর এক দল’কে বিশ্বকাপের ময়দানে নামাতে মরিয়া ভারতীয় বোর্ড’ও।
Read More: IPL 2024: পাকিস্তানের পর এবার এই দেশও হল আইপিএল থেকে ব্যান, বিক্রি হবে না কোন খেলোয়াড় !!
টি-২০তে ফেরা হচ্ছে না রোহিত-কোহলির-

লম্বা সময় আন্তর্জাতিক টি-২০ থেকে দূরে রয়েছেন টিম ইন্ডিয়ার দুই মহাতারকা বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মা (Rohit Sharma)। ২০২২-এর কুড়ি-বিশের বিশ্বকাপের পরেই ওডিআই ও টেস্টে ফোকাস করার জন্য ক্ষুদ্রতম ফর্ম্যাট থেকে বোর্ডের কাছে অব্যাহতি চেয়ে নিয়েছিলেন দুজনেই। ওডিআই বিশ্বকাপের (ICC World Cup 2023) আগে নিজেদের ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’-এর উপর জোর দিতে চেয়েছিলেন দুই মহাতারকা। বিশ্বকাপ মিটে গেলেও টি-২০তে আর ফেরা হচ্ছে না তাঁদের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলে তাঁদের না থাকাই যথেষ্ট ইঙ্গিতবাহী বলে মনে করছে বিশেষজ্ঞমহল।
সংবাদমাধ্যম সুত্রে খবর যে রোহিত (Rohit Sharma) ইতিমধ্যেই ভারতীয় বোর্ডকে জানিয়ে দিয়েছেন যে টি-২০তে তাঁকে আর ভাবা না হলে তাঁর কোনোরকম আপত্তি নেই। বিরাট’ও (Virat Kohli) আর জাতীয় দলের জার্সিতে তিন ফর্ম্যাটেই খেলা নিয়ে দ্বিধায়। দীর্ঘতর দুই ফর্ম্যাটে নিজের কেরিয়ারকে আরও কিছু দিন দীর্ঘায়িত করার লক্ষ্যে টি-২০ বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে পারেন তিনিও। কেবলমাত্র রোহিত শর্মা বা বিরাট কোহলি নয়, আসন্ন কুড়ি-বিশের বিশ্বকাপে দেখা যাবে না শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) বা কে এল রাহুলকেও (KL Rahul)। তাঁদের দলে নিয়ে টিম কম্বিনেশন ভাঙতে রাজী নন নির্বাচকেরা।
তরুণ ক্রিকেটারদের সুযোগ দেবে ভারত-

২০২২-এর টি-২০ বিশ্বকাপের পর থেকেই ২০২৪-এর কুড়ি-বিশের বিশ্বখেতাব জয়ের নীল নকশা তৈরি শুরু হয়েছে বিসিসিআই-এর অন্দরে। টিম ইন্ডিয়া (Team India) গত এক বছরে একঝাঁক তরুণ মুখকে ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে জায়গা করে দিয়েছে। হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বে তরুণ ক্রিকেটারদের আন্তর্জাতিক আঙিনায় নিজেদের প্রতিষ্ঠিত করে তোলার সুযোগ দিয়েছে। আগামী টি-২০ বিশ্বকাপে সেই তরুণদের উপরেই আস্থা রাখবেন অজিত আগরকারের (Ajit Agarkar) নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। ওপেনার হিসেবে দলে থাকবেন যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিল (Shubman Gill)। থাকবেন ঈশান কিষণ’ও (Ishan Kishan)। টিম ইন্ডিয়ার হয়ে তিন নম্বরে খেলছেন তিনি। প্রয়োজনে ওপেন’ও করতে পারবেন ঝাড়খণ্ডের উইকেটরক্ষক-ব্যাটার।
বিশ্বের এক নম্বর টি-২০ ব্যাটার সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) থাকছেন দলে। সহ-অধিনায়কের ভূমিকাতেও দেখা যাবে তাঁকে। মিডল অর্ডারকে শক্তিশালী করতে দেখা যাবে তিলক বর্মা’কে। চোট সারিয়ে বিশ্বকাপে অংশ নেবেন ঋষভ পন্থ’ও (Rishabh Pant)। অধিনায়ক হার্দিকের সাথে ‘ফিনিশার’-এর ভূমিকায় বিশ্বের সামনে নিজেকে মেলে ধরার সুযোগ পাবেন রিঙ্কু সিং (Rinku Singh)। অলরাউন্ডার হিসেবে দলের অংশ হতে পারেন শিবম দুবে, রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল। স্পিন বিভাগে জায়গা করে নিতে পারেন কুলদীপ যাদব’ও। শিকে ছিঁড়ছে না যুজবেন্দ্র চাহালের ভাগ্যে। পেস বিভাগে ভারতের ভরসা হয়ে উঠতে পারেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), আর্শদীপ সিং এবং মুকেশ কুমার।
টিম ইন্ডিয়ার সম্ভাব্য স্কোয়াড-
যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, ঈশান কিষণ (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), শিবম দুবে, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং, মুকেশ কুমার।