CT 2025: অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ঢাকে পড়েই গেলো কাঠি। ভেন্যু নিয়ে ভারত বনাম পাকিস্তান দড়ি-টানাটানিতে গত কয়েক মাসে উত্তপ্ত ছিলো ক্রিকেটদুনিয়ার পরিস্থিতি। শেষমেশ হাইব্রিড মডেলেই মিলেছে রফাসূত্র। টুর্নামেন্টের বাকি অংশ পাকিস্তানের মাটিতে আয়োজিত হলেও টিম ইন্ডিয়ার ম্যাচগুলি হবে দুবাইতে। এমনকি নক-আউট পর্বেও যদি ভারতীয় দল পা রাখে, তাহলে সেই ম্যাচগুলিও সরে যাবে মধ্যপ্রাচ্যেই। পালটা শর্ত চাপিয়েছে পাকিস্তানও। ২০২৫ থেকে ২০২৭-এর মধ্যে কোনো বহুদলীয় টুর্নামেন্টের জন্যই ভারতে আসতে রাজী নয় তারা। পাশাপাশি ২০২৭-এর পর মহিলাদের একটি আইসিসি প্রতিযোগিতা আয়োজনের দাবিও জানিয়েছে পিসিবি। আপাতত চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) নিয়ে জট কাটায় খুশি ক্রিকেটমহল। গতকাল স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। এবার প্রকাশ্যে ভারতের সম্ভাব্য স্কোয়াডও।
Read More: IND vs AUS 4th Test: ট্র্যাভিস হেড বধের ছক কষেছেন আকাশ দীপ, মেনে চললেন সাফল্য পাবে ভারত !!
ফিরছেন শামি, শক্তিশালী স্কোয়াড ভারতের-
আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ অবধি চলবে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। টি-২০ বিশ্বকাপ জিতে খেতাব খরা কাটিয়েছে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একরাশ প্রত্যাশা থাকবে ‘মেন ইন ব্লু’র কাছে। অধিনায়ক হিসেবে দল সামলানোর ভার ন্যস্ত থাকবে রোহিত শর্মা’র (Rohit Sharma) কাঁধেই। টেস্টে এই মুহূর্তে মিডল অর্ডারে ব্যাটিং করছেন হিটম্যান। কিন্তু ওডিআই-তে পছন্দের ওপেনিং স্লটেই দেখা যাবে তাঁকে। সহ-ওপেনার হিসেবে ভারতীয় স্কোয়াডে থাকার সম্ভাবনা শুভমান গিলের। থাকছেন বিরাট কোহলিও (Virat Kohli)। ২০২৩-এর বিশ্বকাপে সেরা ক্রিকেটারের পুরষ্কার জিতেছিলেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও চাইবেন সেই পারফর্ম্যান্সের পুনরাবৃত্তি করতে। মিডল অর্ডারে দেখা যেতে পারে শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer)। ঘরোয়া ক্রিকেটের আগুনে ফর্ম আত্মবিশ্বাস যোগাবে তাঁকে। দুই উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে স্কোয়াডে থাকতে পারেন কে এল রাহুল ও ঋষভ পন্থ।
চার অলরাউন্ডারের ফর্মূলা নিতে পারে ভারত। ১৬ মাস পর ওডিআই ক্রিকেটে ফিরতে পারেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। অস্ট্রেলিয়া সফরে নজর কাড়ার পর সুযোগ পেতে পারেন বিশাখাপত্তনমের নীতিশ কুমার রেড্ডিও। সাথে স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে থাকবেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ও অক্ষর প্যাটেল। ঘূর্ণি বোলিং-এর জাদু দেখানোর দায়িত্ব থাকবে চায়নাম্যান কুলদীপ যাদবের (Kuldeep Yadav) উপরও। একদিনের ক্রিকেটে ফিরতে চলেছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ভারতীয় পেস বিভাগের নেতৃত্ব দেবেন তিনিই। সাথে থাকার সম্ভাবনা মহম্মদ সিরাজ ও আর্শদীপ সিং-এর। এছাড়াও উল্লেখযোগ্য বিষয় মহম্মদ শামি’র প্রত্যাবর্তন। এক বছরেরও বেশী সময় চোট-আঘাতে ভুগেছেন ২০২৩ বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। সেই অন্ধকার অধ্যায়কে পিছনে ফেলে আন্তর্জাতিক আঙিনায় প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন বাংলার পেসার।
এক নজরে সম্ভাব্য ১৫-
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (উইকেটরক্ষক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, আর্শদীপ সিং।
ভারতের ক্রীড়াসূচি প্রকাশ্যে-
চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ক্রীড়াসুচি এখনও সরকারী ভাবে প্রকাশ করে নি আইসিসি। কিন্তু সংবাদমাধ্যমের সৌজন্যে সামনে চলেই এসেছে তা। জানা গিয়েছে যে অংশগ্রহণকারী আট দল’কে দুটি আলাদা গ্রুপে ভাগ করেছে ক্রিকেট নিয়ামক সংস্থা। গ্রুপ-এ-তে ভারতের সঙ্গে রয়েছে বাংলাদেশ, নিউজিল্যান্ড ও পাকিস্তান। দুবাইয়ের মাঠে ২০ ফেব্রুয়ারি ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ (IND vs BAN)। ২৩ তারিখ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে সম্মুখসমরে নামছেন কোহলি-রোহিতরা। ২ মার্চ গ্রুপ পর্বে ভারতের শেষ ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল আয়োজিত হবে যথাক্রমে ৪ ও ৫ মার্চ। ফাইনাল আয়োজিত হওয়ার কথা ৯ মার্চ। শেষ চারের দ্বৈরথ দু’টির জন্য কোনো রকম রিজার্ভ ডে আপাতত রাখা হয় নি। কেবলমাত্র ফাইনাল ম্যাচটি যদি নির্দিষ্ট দিনে কোনো কারণে ভেস্তে যায়, তাহলে পরের দিন অর্থাৎ ১০ মার্চ রয়েছে রিজার্ভ ডে।
দেখুন সম্পূর্ণ সূচি-
THE TENTATIVE SCHEDULE FOR CHAMPIONS TROPHY 2025. [RevSportz] pic.twitter.com/U3j4iqjSSa
— Johns. (@CricCrazyJohns) December 21, 2024
Also Read: CT 2025: হাইব্রিড মডেলেই মিললো রফাসূত্র, প্রকাশ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি !!