ঋষভ পন্থ , রবীন্দ্র জাদেজা ও অশ্বিন
এরপর ঋষভ পন্থ কে তিনি ৫/১০ রেটিং দেন কারণ বাঁহাতি এই ব্যাটসম্যান যদি নিজের সেরা পার্ফর্মেন্সটা এই ফাইনালে দিতে পারতো যেটা তিনি গতবছর অস্ট্রেলিয়ার মাটিতে দেখিয়েছিলো তাহলে ভারতীয় দল অবশ্যই ভালো লড়াই করতে পারতো। তারপর তিনি দলের দুই নির্ভরযোগ্য অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা কে ৩/১০ রেটিং দেন কারণ জাদেজা এই ফাইনালে কোনো ভাবেই দলকে সাহায্য করতে পারেনি, পাশাপাশি অশ্বিনকে তিনি ৬/১০ রেটিং দিয়ে বলেন ভারতীয় এই স্পিনার ব্যাট এ রান এর পাশাপাশি দুটি ইনংসেই বেশ কয়েকটি উইকেট নিয়ে ভারতীয় দলকে লড়াইতে ফিরিয়ে এনেছিল।
সব শেষে ৪৩ বছর বয়েসী ভারতীয় এই ওপেনার আকাশ চোপড়া ভারতীয় ফাস্ট বোলারদের রেটিং দিতে গিয়ে মোহাম্মদ শামি এবং ইশান্ত শর্মার ভূয়সী প্রশংসা করেন।