WTC ফাইনালে ভারতীয় খেলোয়াড়দের রেটিং দিলেন প্রাক্তন ভারতীয় ওপেনার 1

ক্রিকেট বিশ্বে শুরু হলো টেস্ট চ্যাম্পিয়নশিপ যুগের যা সদ্য সমাপ্ত WTC ফাইনালের মধ্যে দিয়ে মাত্র কয়েকদিন আগেই ক্রিকেট বিশ্বে পা রেখেছে। আমরা এতো দিন ক্রিকেট বিশ্বে এক একটি যুগের উত্থান এবং সেই উত্থান এর পেছনে সেই সময় কার ক্রিকেট হিরোদের আমরা দেখে এসেছি যারা তাদের অসাধারণ ক্রিকেট মস্তিস্ক দিয়ে ক্রিকেট বিশ্ব শাসন করে এসেছে। যেমন একদিবসীয় ক্রিকেট বিশ্বকাপের উত্থান ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড এর হাত ধরে ঘটেছিলো, আধুনিক ক্রিকেট বিশ্বের রোমাঞ্চকর ফরম্যাট t20 ক্রিকেট বিশ্বকাপের উত্থান ভারতের এম এস ধোনি এর হাত ধরে ঘটেছিলো ঠিক তেমনি টেস্ট চ্যাম্পিয়নশিপের বিশ্বকাপ নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের হাত ধরে সূচনা হলো।

WTC ফাইনালে ভারতীয় খেলোয়াড়দের রেটিং দিলেন প্রাক্তন ভারতীয় ওপেনার 2

এই WTC ফাইনাল নিয়ে ক্রিকেট মহলে উৎসাহ এবং উদ্দীপনার মাত্রা ছিল অনেক, অনেকেই ভারতীয় দলকে এই ফাইনালের জন্য এগিয়ে রেখেছিলো কিন্তু বৃষ্টি ভেজা এই ফাইনালে নিউজিল্যান্ড দল এবং তাদের শান্ত অধিনায়কত্বের ক্ষুরধার বুদ্ধি দিয়ে তারা খুব সহজেই ভারতীয় দলকে পরাস্ত করে ফেলে। ভারতীয় ক্রিকেট দল তাদের সর্ব শক্তি দল নিয়ে এই ফাইনালে প্রবেশ করেছিল কিন্তু তারা তাদের সেই ক্ষমতা প্রদর্শন করতে ব্যর্থ হয় যার ফলে নিউজিল্যান্ড দল খুব সহজেই এই চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিজেদের পকেটে ভরে নেয়। ভারতীয় দলের এই পারফর্মেন্সের বিচারে প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া ভারতীয় দলের প্রত্যেক খেলোয়াড়ের একটি রেটিং তালিকা প্রস্তুত করেন, সেটা কিরকম হয়েছে জেনে নেওয়া যাক-

রোহিত শর্মা ও শুভমান গিল

WTC ফাইনালে ভারতীয় খেলোয়াড়দের রেটিং দিলেন প্রাক্তন ভারতীয় ওপেনার 3

ওপেনার রোহিত শর্মাকে তিনি ৬/১০ দিয়েছেন কারণ এই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দুটি ইনংসেই রোহিত শর্মা খুব ভালো শুরু করেছিলেন, তার পাশাপাশি আর এক ওপেনার শুভমান গিল পেয়েছেন ৪/১০ কারণ এই তরুণ ভারতীয় ওপেনার যেকোনো অব্দি তার নিজের পারফর্মেন্স দিয়ে নজর করতে পারেনি।

Read More: পিএসএলে খেলেছেন ভারতীয় বংশোদ্ভূত চারজন ক্রিকেটার

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *